ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
LIFE SCIENCE
PAGE - 418
বিভাগ - ক
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো ঃ
Life Science Suggestion App : Madhyamik Life Science 2022
১.১ কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙে সঙ্গে বুজে যায় এটি হলো -
(ক) ফটোন্যাস্টি
(খ) সিসমোন্যাস্টি
(গ) কেমোন্যাস্টি
(ঘ) থার্মোন্যাস্টি
উত্তরঃ (ক) ফটোন্যাস্টি
১.২ নীচের বাক্যগুলি পড় এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো -
(ক) FSH, LH ও প্রোল্যাকটিন হলো বিভিন্ন ধরনের GTH
(খ) অ্যাড্রিনালিন হার্দ উৎপাদন কমায়
(গ) ইনসুলিন কোশপর্দার মাধ্যমে কোশের ভিতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে
(ঘ) প্রোজেস্টেরণ স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহাস্য করে।
উত্তরঃ (খ) অ্যাড্রিনালিন হার্দ উৎপাদন কমায়
১.৩ মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো -
(ক) TSH
(খ) ADH
(গ) ইস্ট্রোজেন
(ঘ) ACTH
উত্তরঃ (গ) ইস্ট্রোজেন
১.৪ নিউরোসিল থাকে -
(ক) লঘুমস্তিষ্কে
(খ) থ্যালামাসে
(গ) সেরিব্রামে
(ঘ) সুষুম্নাকান্ডে
উত্তরঃ (ঘ) সুষুম্নাকান্ডে
১.৫ কোন দৃষ্টিগত ত্রুটিতে লেন্সের ওপর রঞ্জক জমা হয়? -
(ক) প্রেসবায়োপিয়া
(খ) হাইপারোপিয়া
(গ) মায়োপিয়া
(ঘ) ক্যাটারাক্ট
উত্তরঃ (ঘ) ক্যাটারাক্ট
১.৬ তুমি মাইটোসিস কোশ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিউদ্বয়কে আলাদা হতে দেখলে। দশটি হলো -
(ক) প্রোফেজ
(খ) টেলোফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) মেটাফেজ
উত্তরঃ (গ) অ্যানাফেজ
১.৭ মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত নীচের কোন বক্তব্যটি সঠিক?
(ক) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়
(খ) জীবের জনন অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়
(গ) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে
(ঘ)
উত্তরঃ (গ) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে
১.৮ নীচের কোন্টি DNA - এর গঠনগত উপাদান নয় -
(ক) ডি-অক্সিরাইবোজ শর্করা
(খ) ইউরাসিল ক্ষারক
(গ) থাইমিন ক্ষারক
(ঘ) ফসফরিক অ্যাসিড
উত্তরঃ (খ) ইউরাসিল ক্ষারক
১.৯ খর্বধাবক দ্বারা অঙ্গজ জনন ঘটায় -
(ক) পাথরকুচি
(খ) কচুরিপানা
(গ) মিষ্টি আলু
(ঘ) গোল আলু
উত্তরঃ (খ) কচুরিপানা
১.১০ বায়ুপরাগযোগী উদ্ভিদ হল -
(ক) আম
(খ) পাতাঝাঁঝি
(গ) ধান
(ঘ) শিমূল
উত্তরঃ (গ) ধান
১.১১ ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে বলে -
(ক) অ্যালিল
(খ) লোকাস
(গ) গ্যামেট
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ (খ) লোকাস
১.১২ একজন হিমোফিলিক পুরুষ এবং বাহক কিন্তু স্বাভাবিক মহিলার বিয়ে হলে পুত্র ও কন্যার মধ্যে হিমোফিলিয়ার সম্ভাবনা কতখানি?
(ক) ৫০%
(খ) ৭৫%
(গ) ২৫%
(ঘ) ১০০%
উত্তরঃ (ক) ৫০%
১.১৩ একটি সংকর দীর্ঘে (Tt) এবং একটি বিশুদ্ধ খর্ব(tt) মটরগাছের পরাগমিলনে উৎপন্ন গাছগুলি হবে -
(ক) সকলেই দীর্ঘ
(খ) সকলেই খর্ব
(গ) ৫০%দীর্ঘ ও ৫০% খর্ব
(ঘ) ৭৫% দীর্ঘ ২৫% খর্ব
উত্তরঃ (গ) ৫০%দীর্ঘ ও ৫০% খর্ব
১.১৪ নীচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো -
(ক) ফুলের বর্ণ - বেগুনি, ফুলের অবস্থান - কাক্ষিক
(খ) কান্ডের দৈর্ঘ্য - খর্ব, পরিণত বীজের আকার-কুঞ্চিত
(গ) পরিণত বীজের আকার-গোল, বীজের বর্ণ-হ্লুদ
(ঘ) ফুলের অবস্থন-কাক্ষিক, কান্ডের দৈর্ঘ্য-লম্বা
উত্তরঃ (খ) কান্ডের দৈর্ঘ্য - খর্ব, পরিণত বীজের আকার-কুঞ্চিত
১.১৫ সন্ধ্যা মালতীর লাল ও সাদাফুলযুক্ত গাছের এক সংকর জনন পরীক্ষায় F₂ জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত হল -
(ক) ৩ঃ১
(খ) ১ঃ২ঃ১
(গ) ৯ঃ৩ঃ৩ঃ১
(ঘ) ১ঃ৩
উত্তরঃ (খ) ১ঃ২ঃ১
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ