LightBlog
gktoday / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali / 19-2-2022
Type Here to Get Search Results !

gktoday / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali / 19-2-2022

Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs


প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হল? -

(ক) বীরবল

(খ) পরশুরাম

(গ) ভানুসিংহ

(ঘ) বনফুল

উত্তরঃ (গ) ভানুসিংহ


প্রশ্নঃ "তেহারী" বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? -

(ক) উত্তর প্রদেশে

(খ) মহারাষ্ট্র

(গ) কর্ণাটক

(ঘ) উত্তরাখন্ড

উত্তরঃ (ঘ) উত্তরাখন্ড


প্রশ্নঃ "Moon Walk" কার আত্মজীবনী -

(ক) তেনজিং নোরগে

(খ) মাইকেল জ্যাকসন

(গ) এডমুন্ড হিলারি

(ঘ) কানন দেবী

উত্তরঃ (খ) মাইকেল জ্যাকসন


প্রশ্নঃ লাল গ্রহ কাকে বলে -

(ক) পৃথিবী

(খ) নেপচুন

(গ) মঙ্গল

(ঘ) শুক্র

উত্তরঃ (গ) মঙ্গল


প্রশ্নঃ "Tiger of The Snows" কার আত্মজীবনী -

(ক) এডমুন্ড হিলারি

(খ) মাইকেল জ্যাকসন

(গ) কানন দেবী

(ঘ) তেনজিং নোরগে

উত্তরঃ (ঘ) তেনজিং নোরগে


প্রশ্নঃ দেশরত্ন নামে কে পরিচিত? -

(ক) গোপিনাথ বরদৌলি

(খ) রাজেন্দ্র প্রসাদ

(গ) চিত্তরঞ্জন দাস

(ঘ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত

উত্তরঃ (খ) রাজেন্দ্র প্রসাদ


প্রশ্নঃ হলুদ গ্রহ কাকে বলে -

(ক) নেপচুন

(খ) পৃথিবী

(গ) শুক্র

(ঘ) মঙ্গল

উত্তরঃ (গ) শুক্র


প্রশ্নঃ উগাদি কোন রাজ্যের উৎসব -

(ক) অন্ধ্রপ্রদেশ

(খ) কেরালা

(গ) কর্ণাটক

(ঘ) হিমাচল প্রদেশ

উত্তরঃ (ঘ) হিমাচল প্রদেশ


প্রশ্নঃ "বল্লাল চরিত" কার লেখা? -

(ক) লক্ষণ সেন

(খ) আর্যভট্ট

(গ) বল্লাল সেন

(ঘ) আনন্দভট্ট

উত্তরঃ (ঘ) আনন্দভট্ট


প্রশ্নঃ পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় -

(ক) মঙ্গল

(খ) শনি

(গ) শুক্র

(ঘ) নেপচুন

উত্তরঃ (গ) শুক্র


প্রশ্নঃ "হিরাকুদ" বাঁধ ভারতের কোন্‌ রাজ্যে অবস্থিত? -

(ক) অন্ধ্রপ্রদেশ

(খ) মহারাষ্ট্র

(গ) উড়িষ্যা

(ঘ) উত্তরাখন্ড

উত্তরঃ (গ) উড়িষ্যা


প্রশ্নঃ মানবদেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ কোন্‌টি? -

(ক) মাথা

(খ) পা

(গ) চোখ

(ঘ) কান

উত্তরঃ (ঘ) কান


প্রশ্নঃ পৃথিবীর নিকটতম গ্রহ কোন্‌টি? -

(ক) মঙ্গল

(খ) বুধ

(গ) শুক্র

(ঘ) বৃহস্পতি

উত্তরঃ (গ) শুক্র


প্রশ্নঃ পুলিতজার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য? -

(ক) সামাজিক কাজকর্ম

(খ) অর্থনীতি

(গ) খেলাধূলার অবদানের জন্য

(ঘ) সাংবাদিকতা ও সাহিত্য

উত্তরঃ (ঘ) সাংবাদিকতা ও সাহিত্য


প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ নাগরিকত্ব পুরস্কার কোন্‌টি? -

(ক) অশোকচক্র

(খ) পরমবীর চক্র

(গ) ভারতরত্ন

(ঘ) জ্ঞানপীঠ পুরস্কার

উত্তরঃ (গ) ভারতরত্ন


প্রশ্নঃ "কালকূট" কার ছদ্মনাম? -

(ক) সমরেশ বসু

(খ) সুকান্ত ভট্টাচার্য

(গ) সুনীল চৌধুরী

(ঘ) সমরেশ ঘোষ

উত্তরঃ (ক) সমরেশ বসু


প্রশ্নঃ কোষ কে আবিষ্কার করে -

(ক) রবার্ট উইলিয়াম

(খ) রবার্ট অ্যাডাম

(গ) ডেভিড জনসন

(ঘ) রবার্ট হুক

উত্তরঃ (ঘ) রবার্ট হুক


প্রশ্নঃ ভূমিক্ষয় বৃদ্ধি করে -

(ক) সমোন্নতি রেখা বরাবর চাষ

(খ) ঝুমচাষ

(গ) ফালিচাষ

(ঘ) ধাপচাষ

উত্তরঃ (খ) ঝুমচাষ


প্রশ্নঃ "বনলতা সেন" কাব্যগ্রন্থটি কার লেখা? -

(ক) মধুসূদন দত্ত

(খ) জীবনানন্দ দাশ

(গ) সুকান্ত ভট্টাচার্য

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) জীবনানন্দ দাশ


প্রশ্নঃ "দাগ ও হুলিয়া" প্রথা কে প্রবর্তন করে? -

(ক) আলাউদ্দিন খলজি

(খ) রাজিয়া

(গ) ইলতুৎমিস

(ঘ) মহম্মদ বিন তুঘলক

উত্তরঃ (ক) আলাউদ্দিন খলজি



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close