ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022
PHILOSOPHY
PAGE - AC-8
PART - B
১। বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ
(১) চিন্তার মূল নীতি সমূহের বিজ্ঞানকে বলে -
(ক) নীতিবিদ্যা
(খ) মনোবিদ্যা
(গ) তর্কবিদ্যা
(ঘ) দর্শন
উত্তরঃ (গ) তর্কবিদ্যা
(২) যুক্তিতে যে বচনগুলিকে সিদ্ধান্ত গ্রহণের কারণ রূপে স্বীকার করা হত তা হল -
(ক) বচন
(খ) হেতুবিদ্যা
(গ) অবধারণ
(ঘ) বিস্ময়সূচক বাক্য
উত্তরঃ (খ) হেতুবিদ্যা
(৩) বচন মাত্রকেই বলা যায় -
(ক) শব্দ
(খ) বাক্য
(গ) প্রতীক
(ঘ) সংকেত
উত্তরঃ (খ) বাক্য
(৪) তর্কবিদ্যায় ব্যাপ্যতা বলতে বোঝায় -
(ক) শব্দের ব্যাপ্যতা
(খ) বাক্যের ব্যাপ্যতা
(গ) বচনের ব্যাপতা
(ঘ) পদের ব্যাপ্যতা
উত্তরঃ (ঘ) পদের ব্যাপ্যতা
(৫) বিধেয় পদ ব্যাপ্য হলে বচনটি হবে -
(ক) সামান্য
(খ) বিশেষ
(গ) সদর্থক
(ঘ) নঞর্থক
উত্তরঃ (ঘ) নঞর্থক
(৬) বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে বচন দুটির পার্থক্য -
(ক) গুণগত
(খ) পরিমানগত
(গ) গুণগত ও পরিমানগত
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) গুণগত ও পরিমানগত
(৭) অধীন বিপরীত বিরোধিতা যে প্রকারে বচনের মধ্যে হয় তা হল -
(ক) সামান্য
(খ) বিশেষ
(গ) সদর্থক
(ঘ) নঞর্থক
উত্তরঃ (খ) বিশেষ
(৮) দুটি বিপরীত বিরোধি বচনের মধ্যে একটি বচন সত্য হলে অন্য বচনটি হবে -
(ক) সত্য
(খ) মিথ্যা
(গ) অনিশ্চিত
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ (খ) মিথ্যা
(৯) 'O' বচন মিথ্যা হলে 'I' বচনের সত্যমূল্য হবে -
(ক) মিথ্যা
(খ) সত্য
(গ) কোনোটিই নয়
(ঘ) অনিশ্চিত
উত্তরঃ (খ) সত্য
(১০) বিবর্তন যে ধরনের অনুমান তা হল -
(ক) অমাধ্যম
(খ) মাধ্যম
(গ) সাদৃশ্য
(ঘ) বৈজ্ঞানিক আরোহ
উত্তরঃ (ক) অমাধ্যম
(১১) আবর্তন আদৌ সম্ভব নয় যে বচনের ক্ষেত্রে তা হল -
(ক) A বচন
(খ) E বচন
(গ) I বচন
(ঘ) O বচন
উত্তরঃ (ঘ) O বচন
(১২) অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা -
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তরঃ (ক) একটি
(১৩) আবর্তন ও বিবর্তন হয় __________ বচনের।
(ক) সাপেক্ষ বচন
(খ) প্রাকল্পিক বচন
(গ) বৈকল্পক বচন
(ঘ) নিরপেক্ষ বচন
উত্তরঃ (ঘ) নিরপেক্ষ বচন
(১৪) চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা -
(ক) ২টি
(খ) ৫টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
উত্তরঃ (খ) ৫টি
(১৫) সাধ্যপদটির অবস্থান হল -
(ক) প্রধান যুক্তি বাক্যে
(খ) অপ্রধান যুক্তি বাক্যে
(গ) সিন্ধান্তে
(ঘ) প্রধান যুক্তি বাক্য ও সিদ্ধান্তে
উত্তরঃ (ঘ) প্রধান যুক্তি বাক্য ও সিদ্ধান্তে
(১৬) অনেকার্থ হেতু দোষে -
(ক) সাধ্য পদের দুটি অর্থ
(খ) পক্ষ পদের দুটি অর্থ
(গ) হেতুপদের দুটি অর্থ
(ঘ) যে কোনো পদের দুটি অর্থ
উত্তরঃ (গ) হেতুপদের দুটি অর্থ
(১৭) EIO সমস্ত সংস্থানেই হয় -
(ক) বৈধ
(খ) অবৈধ
(গ) সত্য
(ঘ) মিথ্যা
উত্তরঃ (ক) বৈধ
(১৮) বৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল উদ্দেশ্য -
(ক) যুক্তির আকারকে ঠিক রাখা
(খ) যুক্তির অর্থকে ঠিক রাখা
(গ) যুক্তির যুক্তিবাক্যকে প্রতিপাদন করা
(ঘ) কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করো
উত্তরঃ (ঘ) কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করো
(১৯) উপমা যুক্তি কয় প্রকার -
(ক) এক প্রকার
(খ) তিন প্রকার
(গ) চার প্রকার
(ঘ) দুই প্রকার
উত্তরঃ (ঘ) দুই প্রকার
(২০) আরোহ অনুমানের সিদ্ধান্তে একটি __________ বচন প্রতিষ্ঠা করা হয় -
(ক) বিশেষ বচন
(খ) সামান্য বচন
(গ) সামান্য সংশ্লেষক বচন
(ঘ) সামান্য বিশ্লেষক বচন
উত্তরঃ (গ) সামান্য সংশ্লেষক বচন
(২১) আরোহ অনুমান সবসময় _________ রূপে গণ্য হয় -
(ক) নিশ্চিত
(খ) প্রমাণিত
(গ) সম্ভাব্য
(ঘ) অসম্ভব
উত্তরঃ (গ) সম্ভাব্য
(২২) মিল-এর পদ্ধতিগুলি কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত
(ক) অপনয়
(খ) উপনয়
(গ) প্রমান
(ঘ) অপ্রমান
উত্তরঃ (ক) অপনয়
(২৩) আরোহ পদ্ধতিগুলিকে বলা হয় __________ মূলক পদ্ধতি -
(ক) পর্যবেক্ষণমূলক
(খ) পরীক্ষণমূলক
(গ) অনুমান
(ঘ) প্রমাণ
উত্তরঃ (ক) পর্যবেক্ষণমূলক
(২৪) 'যতই জোরে দৌড়ানো হয় ততই রক্তচাপ বাড়ে' - এখানে কোন পদ্ধতির প্রয়োগ হয়েছে -
(ক) অন্বয়ী পদ্ধতি
(খ) ব্যতিরেকী পদ্ধতি
(গ) সহ-পরিবর্তন পদ্ধতি
(ঘ) অন্বয়-ব্যতিরেকী পদ্ধতি
উত্তরঃ (গ) সহ-পরিবর্তন পদ্ধতি
কেরেজ কথাটি কোন দেশের সঙ্গে যুক্ত?
উত্তরমুছুন