LightBlog
Higher Secondary Philosophy Class 12 ABTA Test Papers 2021-2022 Page 22
Type Here to Get Search Results !

Higher Secondary Philosophy Class 12 ABTA Test Papers 2021-2022 Page 22

 ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022

PHILOSOPHY

PAGE - AC-22


PART - B


১। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ


(১) একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল -

(ক) দুটি

(খ) তিনটি

(গ) চারটি

(ঘ) পাঁচটি

উত্তরঃ (গ) চারটি


(২) কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য -

(ক) A

(খ) E

(গ) I

(ঘ) O

উত্তরঃ (ঘ) O


(৩) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ আছে তা হল -

(ক) বিপরীত

(খ) অসম

(গ) অধীন বিপরীত

(ঘ) বিরুদ্ধ

উত্তরঃ (ক) বিপরীত


(৪) কোনো কোনো অক্রীড়াবিদ হয় অনিরামিষাশী - এই বচনটির  -

(ক) উদ্দেশ্য ও বিধেয় ব্যাপ্য

(খ) উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য

(গ) উদ্দেশ্য ও বিধেয় উভয়ই অব্যাপ্য

(ঘ) উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় ব্যাপ্য

উত্তরঃ (খ) উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য


(৫) 'সকল S হয় অ-P' এই বচনটি -

(ক) A বচন

(খ) E বচন

(গ) I বচন

(ঘ) O বচন

উত্তরঃ (ক) A বচন


(৬) 'সব বচন বাক্য, কিন্তু সব বাক্য বচন নয়' - এই বাক্যটি -

(ক) সাপেক্ষ বচন

(খ) সার্থক বচন

(গ) নিরপেক্ষ বচন

(গ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) সাপেক্ষ বচন


(৭) তৃতীয় সংস্থানের বৈধমূর্তির সংখ্যা -

(ক) ৪টি

(খ) ৫টি

(গ) ৩টি

(ঘ) ৬টি

উত্তরঃ (ঘ) ৬টি


(৮) FRESISON কোন সংস্থানের বৈধ মূর্তি? -

(ক) প্রথম

(খ) দ্বিতীয়

(গ) তৃতীয়

(ঘ) চতুর্থ

উত্তরঃ (ঘ) চতুর্থ


(৯) কোনো পদের অবস্থান অনুযায়ী সংস্থান হয় -

(ক) হেতুপদ

(খ) পক্ষপদ

(গ) সাধ্যপদ

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তরঃ (ক) হেতুপদ


(১০) 'কদাচিৎ' শব্দটি থাকলে বচনটি হবে -

(ক) A বচন

(খ) E বচন

(গ) I বচন

(ঘ) O বচন

উত্তরঃ (ঘ) O বচন


(১১) P - এর বিরুদ্ধ কী? -

(ক) p

(খ) অp

(গ) q

(ঘ) অq

উত্তরঃ (খ) অp


(১২) বিরোধিতা কতপ্রকার? -

(ক) এক

(খ) দুই

(গ) তিন

(ঘ) চার

উত্তরঃ (ঘ) চার


(১৩) দ্বিতীয় সংস্থানের হেতু পদের অবস্থান -

(ক) প্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্যে

(খ) পক্ষবাক্যে বিধেয়

(গ) উভয় আশ্রয়বাক্যে উদ্দেশ্য

(ঘ) উভয় আশ্রয় বাক্যে বিধেয়

উত্তরঃ (ঘ) উভয় আশ্রয় বাক্যে বিধেয়


(১৪) বিধেয় ব্যাপ্য -

(ক) সামান্য বচনের

(খ) বিশেষ বচনের

(গ) নঞর্থক বচনের

(ঘ) সদর্থক বচনের

উত্তরঃ (গ) নঞর্থক বচনের


(১৫) DARAPTI বৈধ মূর্তিটি -

(ক) ১ম সংস্থানের

(খ) ২য় সংস্থানের

(গ) ৩য় সংস্থানের

(ঘ) ৪র্থ সংস্থানের

উত্তরঃ (গ) ৩য় সংস্থানের


(১৬) আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি -

(ক) প্রকৃতির একরূপতা

(খ) পর্যবেক্ষণ

(গ) কারণ

(ঘ) পরীক্ষণ ও পর্যবেক্ষণ

উত্তরঃ (ঘ) পরীক্ষণ ও পর্যবেক্ষণ


(১৭) আরোহ অনুমানের সিদ্ধান্ত -

(ক) বিশেষ বচন

(খ) বিশ্লেষক

(গ) সামান্য সংশ্লেষক

(ঘ) স্বতঃসত্য

উত্তরঃ (গ) সামান্য সংশ্লেষক


(১৮) সাদৃশ্যমূলক আরোহ অনুমান হল -

(ক) আবর্তন

(খ) বৈজ্ঞানিক যুক্তি

(গ) উপমা

(ঘ) কাকতালীয়

উত্তরঃ (গ) উপমা


(১৯) অবৈজ্ঞানিক আরোহ অনুমানের আরেক নাম -

(ক) মন্দ উপমা

(খ) পূর্ণ গনণামূলক

(গ) অপূর্ণ গনণামূলক

(ঘ) সাদৃশমূলক অনুমান

উত্তরঃ (গ) অপূর্ণ গনণামূলক


(২০) অপসারণের সূত্র কয়টি? -

(ক) ২টি

(খ) ৩টি

(গ) ৪টি

(ঘ) ৫টি

উত্তরঃ (গ) ৪টি


(২১) অন্বয় ব্যতিরেকী পদ্ধতি ভিত্তি অপসারনের কোন সূত্র? -

(ক) প্রথম

(খ) দ্বিতীয়

(গ) তৃতীয়

(ঘ) প্রথম ও দ্বিতীয়

উত্তরঃ (ঘ) প্রথম ও দ্বিতীয়


(২২) মিলের কোন পদ্ধতিতে দুটি মাত্র দৃষ্টান্ত গ্রহণ করা হয়? -

(ক) অন্বয়

(খ) ব্যতিরেকী

(গ) অন্বয় ব্যতিরেকী

(ঘ) সহ পরিবর্তন

উত্তরঃ (গ) অন্বয় ব্যতিরেকী


(২৩) প্রকৃত সম অবস্থায় একই রকম আচরণ করে ঃ এই নীতিটি হল 

(ক) কার্য-কারণ

(খ) বিরোধবাধক

(গ) প্রকৃতির একরূপতা

(ঘ) তাদাত্ম্য

উত্তরঃ (গ) প্রকৃতির একরূপতা


(২৪) যুগ্ম পদ্ধতি হল -

(ক) অন্বয়

(খ) অন্বয়-ব্যতিরেকী

(গ) ব্যতিরেকী

(ঘ) সহ পরিবর্তন

উত্তরঃ (খ) অন্বয়-ব্যতিরেকী



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close