LightBlog
Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 19-02-2022/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 19-02-2022/ Daily Current Affairs Today

Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর



প্রশ্নঃ সম্প্রতি কোন মন্ত্রণালয় DNT-এর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য প্রকল্প চালু করেছে? -

(ক) Ministry of Woman

(খ) Ministry of Social Justice

(গ) Ministry of Education

(ঘ) Ministry of Tribals

উত্তরঃ (খ) Ministry of Social Justice


প্রশ্নঃ এই কোম্পানিগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য "ওয়েস্ট টু ওয়েলথ ক্রিয়েশন" প্রোগ্রাম শুরু করেছে? -

(ক) SEBI

(খ) National Housing Bank

(গ) NABARD

(ঘ) SIDBI

উত্তরঃ (ঘ) SIDBI


প্রশ্নঃ কোন রাজ্যে প্রধানমন্ত্রী মোদী কার্যত ২টি নতুন রেল লাইন উদ্বোধন করবেন? -

(ক) উড়িষ্যা

(খ) গুজরাট

(গ) মহারাষ্ট্র

(ঘ) কেরালা

উত্তরঃ (গ) মহারাষ্ট্র


প্রশ্নঃ মিশন জীবন রক্ষার অংশ হিসেবে জানুয়ারীতে আরপিএফ কর্মীরা কতজনকে বাঁচায়? -

(ক) 12

(খ) 38

(গ) 42

(ঘ) 58

উত্তরঃ (গ) 42


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ কয়লা বিদ্যুৎকেন্দ্র পূর্ণ ক্ষমতায় চালানোর অনুমতি দেয়? -

(ক) ভারত

(খ) রাশিয়া

(গ) আমেরিকা

(ঘ) চিন

উত্তরঃ (ঘ) চিন


প্রশ্নঃ প্রধানমন্ত্রী মোদী এবং _________ এর ক্রাউন প্রিন্স ভার্চুয়াল সামিট করবেন? -

(ক) ওমান

(খ) আবু ধাবী

(গ) কাতার

(ঘ) সৌদি আরব

উত্তরঃ (খ) আবু ধাবী


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ ১২ জন ভারতীয় জেলেকে গ্রেফতার করেছে? -

(ক) বাংলাদেশ

(খ) পাকিস্তান

(গ) শ্রীলঙ্কা

(ঘ) মায়ানমার

উত্তরঃ (গ) শ্রীলঙ্কা


প্রশ্নঃ সম্প্রতি চেন্নাবীরা কানবীর মৃত্যু হলো - উনি কে ছিলেন? -

(ক) পত্রকার

(খ) লেখক

(গ) গায়ক

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (খ) লেখক


প্রশ্নঃ সম্প্রতি ভারতের প্রথম রাষ্ট্রিয় সমুদ্রী সুরক্ষা সমন্বয়ক কাকে নিয়ুক্ত করা হল? -

(ক) জী অশোক কুমার 

(খ) চনীরা পোনপ্পা

(গ) সঞ্জয় শ্রোত্রিয়

(ঘ) উপরের কেউই নন

উত্তরঃ (ক) জী অশোক কুমার 


প্রশ্নঃ সম্প্রতি কোথায় জল ট্যাক্সির সেবা শুরু করা হল? -

(ক) কোলকাতা

(খ) পুনে

(গ) মুম্বাই

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (গ) মুম্বাই


প্রশ্নঃ সম্প্রতি কাকে SBI এর বোর্ড নির্দেশক হিসাবে তার নাম মানাঙ্কিত করা হল? -

(ক) রাজীব যোশী

(খ) সঞ্জয় মলোত্রা

(গ) প্রভাত সিংহা

(ঘ) উপরের কেউই নন

উত্তরঃ (খ) সঞ্জয় মলোত্রা


প্রশ্নঃ সম্প্রতি "বিক্রম সারাভাই চিলড্রেন ইনোভেশন সেন্টর" - এর কোথায় শুভারম্ভ করা হল? -

(ক) মহারাষ্ট্র

(খ) গুজরাট

(গ) উড়িষ্যা

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (খ) গুজরাট


প্রশ্নঃ সম্প্রতি কোন্‌ রাজ্যের পুরুষ টিম সিনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়ানশিপ জিতলো? -

(ক) হরিয়ানা

(খ) উড়িষ্যা

(গ) মহারাষ্ট্র

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (ক) হরিয়ানা


প্রশ্নঃ সম্প্রতি ঔষধের ডিলিবারীর জন্য স্কাই এয়ার আর কোন্‌ রাজ্যের মধ্যে চুক্তি হল? -

(ক) মধ্যপ্রদেশ

(খ) হিমাচল প্রদেশ

(গ) উত্তর প্রদেশ

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (খ) হিমাচল প্রদেশ


প্রশ্নঃ কোন দেশ ভারতে 100 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে? -

(ক) কাতার

(খ) সংযুক্ত আরব আমিরেত

(গ) জাপান

(ঘ) ইজরায়েল

উত্তরঃ (খ) সংযুক্ত আরব আমিরেত


প্রশ্নঃ শিবসেনা নেতা সুধীর যোশী মারা গেলেন কত বছর বয়সে? -

(ক) 65

(খ) 75

(গ) 81

(ঘ) 97

উত্তরঃ (গ) 81


প্রশ্নঃ ইএএম এস জয়শঙ্কর ছয় দিনের সফরে যাবেন ____________। -

(ক) অস্ট্রেলিয়া এবং জাপান

(খ) বাংলাদেশ এবং চিন

(গ) রাশিয়া এবং ওমান

(ঘ) জার্মানি এবং ফ্রান্স

উত্তরঃ (ঘ) জার্মানি এবং ফ্রান্স


প্রশ্নঃ কোন রাজ্য 2022-2027 এর জন্য নতুন বায়োটেকনোলজি নীতি ঘোষণা করেছে? -

(ক) গুজরাট

(খ) তামিলনাড়ু

(গ) উত্তরাখন্ড

(ঘ) রাজস্থান

উত্তরঃ (ক) গুজরাট


প্রশ্নঃ নিচের কোন ব্যাঙ্ক সম্প্রতি "Agri Infinity" প্রোগ্রাম চালু করেছে? -

(ক) Bank of Baroda

(খ) ICICI Bank

(গ) Yes Bank

(ঘ) Canara Bank

উত্তরঃ (গ) Yes Bank


প্রশ্নঃ নিম্নলিখিত কোন সংস্থা সম্প্রতি "Quit Tobacco App" চালু করেছে? -

(ক) World Youth Organization

(খ) World Bank

(গ) Education Organization

(ঘ) World Health Organization

উত্তরঃ (ঘ) World Health Organization

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close