ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
LIFE SCIENCE
PAGE - 440
বিভাগ - ক
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)
Life Science Suggestion App : Madhyamik Life Science 2022
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো ঃ
১.১ সংশ্লেষ হয় ইন্টারফেজের -
(ক) G₁ দশায়
(খ) S দশায়
(গ) G₂ দশায়
(ঘ) G₀ দশায়
উত্তরঃ (খ) S দশায়
১.২ কোশচক্রের সঠিক ক্রমটি নির্ধারণ করো -
(ক) G₁ - S - G₂ - M
(খ) M - S - G₁ - G₂
(গ) S - G₁ - M - G₂
(ঘ) G₁ - G₂ - S - M
উত্তরঃ (ক) G₁ - S - G₂ - M
১.৩ প্রদত্ত কোন্ ফাইটোহরমোন পর্বমধ্যের বৃদ্ধি ঘটিয়ে কান্ডের দৈর্ঘ্য বাড়ায়? -
(ক) অক্সিন
(খ) ফ্লোরিজেন
(গ) জিব্বেরেলিন
(ঘ) কাইনিন
উত্তরঃ (গ) জিব্বেরেলিন
১.৪ রুইমাছের জোড় পাখনাগুলি হল -
(ক) বক্ষ ও পুচ্ছ পাখনা
(খ) শ্রেণি ও পৃষ্ঠ পাখনা
(গ) পৃষ্ঠ ও পায়ু পাখনা
(ঘ) বক্ষ ও শ্রেণি পাখনা
উত্তরঃ (ঘ) বক্ষ ও শ্রেণি পাখনা
১.৫ চোখের যে স্তরটি আলোক উত্তেজনায় উত্তেজিত হয়, তা হল -
(ক) স্ক্লেরা
(খ) কোরয়েড
(গ) রেটিনা
(ঘ) কর্ণিয়া
উত্তরঃ (গ) রেটিনা
১.৬ সঠিক জোড়াটি নির্বাচন করো -
(ক) সিসমোন্যাস্টি - বনচাঁড়ালের পার্শ্বফলক
(খ) ফটোট্যাকটিক - ফার্নের শুক্রাণুর ডিম্বানুর দিকে গমন
(গ) থার্মোন্যাস্টি - টিউলিপ ফুলের প্রস্ফুটিত হওয়া
(ঘ) কেমোন্যাস্টি - লজ্জাবতী পাতার মুদে যাওয়া
উত্তরঃ (গ) থার্মোন্যাস্টি - টিউলিপ ফুলের প্রস্ফুটিত হওয়া
১.৭ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হল -
(ক) থ্যালামাস
(খ) লঘুমস্তিষ্ক
(গ) হাইপোথ্যালামাস
(ঘ) সুষুম্নাশীর্ষক
উত্তরঃ (গ) হাইপোথ্যালামাস
১.৮ মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম সংযুক্তিগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? -
(ক) 44A+XY
(খ) 44A+XX
(গ) 44A+XY
(ঘ) 44A+XXY
উত্তরঃ (ক) 44A+XY
১.৯ ক্রোমোজোমের প্রান্তীয় অঞ্চলকে বলে -
(ক) সেন্ট্রোমিয়ার
(খ) ক্রোমোমিয়ার
(গ) গৌণ খাঁজ
(ঘ) টেলোমিয়ার
উত্তরঃ (ঘ) টেলোমিয়ার
১.১০ একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের (TT) সঙ্গে একটি সংকর লম্বা (Tt) মটর গাছের ইতর পরাগযোগ ঘটালে F জনুতে উৎপন্ন বিশুদ্ধ লম্বা মটর গাছের পরিমাণ হবে -
(ক) ৫০%
(খ) ২৫%
(গ) ৭৫%
(ঘ) ১০০%
উত্তরঃ (ক) ৫০%
১.১১ নীচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের হলুদ ও কুঞ্চিত জিনোটাইপের জন্য দায়ী? -
(ক) YYRR ও yyrr
(খ) YyRR ও YyRr
(গ) yyRR ও yyRR
(ঘ) YYrr ও Yyrr
উত্তরঃ (ঘ) YYrr ও Yyrr
১.১২ বংশগতির একক হল -
(ক) ক্রোমোজোম
(খ) জিন
(গ) DNA
(ঘ) RNA
উত্তরঃ (খ) জিন
১.১৩ মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত সঠিক বক্তব্যটি নির্ধারন করো -
(ক) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফূরণ ঘটায়
(খ) জীবের জনন অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়
(গ) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে
(ঘ) পুনরুৎপাদনে সাহায্য করে
উত্তরঃ (গ) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে
১.১৪ হিমোফিলিয়া-B রোগটি দেখা যায় যে ফ্যাক্টরের ত্রুটির কারণে তা হল -
(ক) ফ্যাক্টর VIII
(খ) ফ্যাক্টর IX
(গ) ফ্যাক্টর XI
(ঘ) ফ্যাক্টর VII
উত্তরঃ (খ) ফ্যাক্টর IX
১.১৫ মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নীচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? -
(ক) রোলার জিভ
(খ) হিমোফিলিয়া
(গ) থ্যালাসেমিয়া
(ঘ) কানের মুক্ত লতি
উত্তরঃ (খ) হিমোফিলিয়া
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ