Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 19-02-2022/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 19-02-2022/ Daily Current Affairs Today

Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর



প্রশ্নঃ এই অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরালদের মধ্যে কোনটিকে সরকার দেশের প্রথম জাতীয় সমুদ্র নিরাপত্তা সমন্বয়কারী হিসেবে নিয়োগ করেছে? -

(ক) সঞ্জিত মেহতা

(খ) জি আশক কুমার

(গ) সঞ্জয় বাঙ্গার

(ঘ) সুদীপ জিনসবর

উত্তরঃ (খ) জি আশক কুমার


প্রশ্নঃ অনলাইন গেমিং অ্যাপ্লিকেশন A23 সম্প্রতি কোন অভিনেতাকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নাম দিয়েছে? -

(ক) অক্ষয় কুমার

(খ) শাহরুখ খান

(গ) আমির খান

(ঘ) সালমান খান

উত্তরঃ (খ) শাহরুখ খান


প্রশ্নঃ সরকার রাষ্ট্রীয় উন্নয়ন শিক্ষা অভিযান প্রকল্পকে __________ পর্যন্ত চালু রাখার অনুমোদন দিয়েছে? -

(ক) 31st December 2027

(খ) 31st January 2024

(গ) 31st April 2023

(ঘ) 31sr March 2026

উত্তরঃ (ঘ) 31sr March 2026


প্রশ্নঃ কত আফ্রিকার দেশ বিপ্লবী mRNA প্রযুক্তি গ্রহণ করবে? -

(ক) আট

(খ) নয়

(গ) পাঁচ

(ঘ) ছয়

উত্তরঃ (ঘ) ছয়


প্রশ্নঃ কন্নড় সাহিত্যিক ডঃ চেন্নাভিরা কানাভি _________ বছর বয়সে মারা গেছেন? -

(ক) ৬৮ 

(খ) ৯৪

(গ) ৭৬

(ঘ) ৮২

উত্তরঃ (খ) ৯৪


প্রশ্নঃ ভারতে টিপস বৈশিষ্ট্য প্রচারের জন্য কে টুইটার কোম্পানির সাথে চুক্তি করেছে? -

(ক) Mobikwik

(খ) Freecharge

(গ) Facebook

(ঘ) Paytm

উত্তরঃ (ঘ) Paytm


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ কোভিড-১৯ সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল করতে চলেছে? -

(ক) রাশিয়া

(খ) পাকিস্তান

(গ) চিন

(ঘ) জাপান

উত্তরঃ (ঘ) জাপান


প্রশ্নঃ কোন দেশ ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস গ্রহণ করবে? -

(ক) ভুটান

(খ) চিন

(গ) নেপাল

(ঘ) শ্রীলঙ্কা

উত্তরঃ (গ) নেপাল


প্রশ্নঃ প্রধানমন্ত্রী কোন শহরে বায়ো-সিএনজি প্ল্যান্ট উদ্বোধন করবেন? -

(ক) ইন্দোর

(খ) কলকাতা

(গ) মুম্বাই

(ঘ) ভারানসী

উত্তরঃ (ক) ইন্দোর


প্রশ্নঃ নিম্নলিখিত কোন মন্ত্রক সম্প্রতি বয়স্ক শিক্ষার সমস্ত দিক কভার করার জন্য "নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম" নামে একটি প্রকল্প অনুমোদন করেছে? -

(ক) Ministry of Woman

(খ) Ministry of Education

(গ) Ministry of Railways

(ঘ) Ministry of Science

উত্তরঃ (খ) Ministry of Education

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close