Madhyamik Life Science ABTA Test Papres 2021-2022 Page 310 Part 2
Type Here to Get Search Results !

Madhyamik Life Science ABTA Test Papres 2021-2022 Page 310 Part 2

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

LIFE SCIENCE

PAGE - 310


বিভাগ - খ


২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো ঃ


Life Science Suggestion App : Madhyamik Life Science 2022


শূন্যস্থান পূর্ণ করো (যে কোনো পাঁচটি) ঃ


২.১ স্পর্শমাত্রাওই লজ্জাবতীর পাতা মুড়ে যাওয়া __________ প্রকার চলন।

উত্তরঃ সিসমোন্যাস্টিক


২.২ আপদকালীন হর্মোন হল __________।

উত্তরঃ অ্যাড্রিনালিন


২.৩ SAT ক্রোমোজোমে SAT - এর সম্পূর্ণ নাম ________।

উত্তরঃ স্যাটেলাইট


২.৪ মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার অবস্থান ক্রোমোজোমের _________।

উত্তরঃ মাঝখানে


২.৫ ক্রোমোজোমের যে বিন্দুতে জিন অবস্থান করে তাকে বলে ________।

উত্তরঃ লোকাস


২.৬ _________ ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়।

উত্তরঃ সন্ধ্যামালতী


সত্য অথবা মিথ্যা লেখো (যে কোনো পাঁচটি) ঃ


২.৭ ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস হয়।

উত্তরঃ সত্য


২.৮ কনুই-এর সন্ধি বল সকেট সন্ধির উদাহরণ।

উত্তরঃ সত্য


২.৯ G₀ দশা অ্যানাফেজের পর অবস্থান করে।

উত্তরঃ মিথ্যা


২.১০ সস্যের (গুপ্তবীজীর ক্ষেত্রে) প্লয়ডি স্তর 3.

উত্তরঃ সত্য


২.১১ মেত্তেল তাঁর পরীক্ষার জন্য মটরগাছের সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলেন।

উত্তরঃ সত্য

 

২.১২ লিংকেজ মেত্তেলের একসংকর জননের সূত্রের একটি ব্যতিক্রম।

উত্তরঃ মিথ্যা


A - স্তম্ভ ও B - স্তম্ভের শব্দগুলি মিলিয়ে লেখো (যে কোনো পাঁচটি) ঃ

A

B

২.১৩ GA

(ক) DNA

২.১৪ IAA

(খ) অগ্রস্থ প্রকটতা

২.১৫ সোরাস

(গ) RNA

২.১৬ বুলবিল

(ঘ) বীজের সুপ্তাবস্থা ভঙ্গ

২.১৭ থাইমিন

(ঙ) চুপড়ি আলু

২.১৮ ইউরাসিল

(চ) ফার্ণ 


(ছ) ছত্রাক

উত্তরঃ

A

B

২.১৩ GA

(ঘ) বীজের সুপ্তাবস্থা ভঙ্গ

২.১৪ IAA

(খ) অগ্রস্থ প্রকটতা

২.১৫ সোরাস

(চ) ফার্ণ

২.১৬ বুলবিল

(ঙ) চুপড়ি আলু

২.১৭ থাইমিন

(ক) DNA

২.১৮ ইউরাসিল

(গ) RNA 




একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ


২.১৯ নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনটির নাম লেখো।

উত্তরঃ জিব্বেরেলিন


২.২০ গয়টার কিসের অভাবে হয়?

উত্তরঃ আয়োডিন


২.২১ চোখের পীতবিন্দু কী?

উত্তরঃ রেটিনার যে অংশে কোন কোশের সংখ্যা বেশি থাকায় সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয় তাকে পীতবিন্দু বলে।


২.২২ মিয়োসিসকে হ্রাস বিভাজন বলে কেন?

উত্তরঃ উৎপন্ন অপত্যের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় তাই মিয়োসিস বিভাজনকে হ্রাস বিভাজন বলে।


২.২৩ ক্রসিং-ওভার কী?

উতরঃ সমসংস্থা ক্রোমোজোমের ননসিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খন্ডাংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। 


২.২৪ কায়াজমা কী?

উত্তরঃ মিয়োসিস ১ এর প্রথম প্রফেজের ডিপ্লোটিন উপদশায় হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের ননসিস্টার ক্রোমাটিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে 'X' আকৃতির গঠন করে তাকে কায়াজমা বলে।


২.২৫ প্রকটতা সূত্রটি কী?

উত্তরঃ দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে প্রকট বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে একে প্রকটতার সূত্র বলে।


২.২৬ কোন প্রকার হিমোফিলিয়াকে রাজকীয় হিমোফিলিয়া বলে?

উত্তরঃ হিমোফিলিয়া A কে


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close