Madhyamik Life Science ABTA Test Papres 2021-2022 Page 330 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Life Science ABTA Test Papres 2021-2022 Page 330 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

LIFE SCIENCE

PAGE - 330


বিভাগ - ক


১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক নংসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো ঃ


Life Science Suggestion App : Madhyamik Life Science 2022


১.১ অগ্রস্থ প্রকটতার জন্য বিপরীত ধর্মী ভূমিকা পালনকারী ফাইটো হরমোণ জোড়াটি হল -

(ক) অক্সিন ও জিব্বেরেলিন

(খ) অক্সিন ও সাইটোকাইনিন

(গ) জিব্বেরেলিন ও সাইটোকাইনিন

(ঘ) অক্সিন ও ইথিলিন

উত্তরঃ (খ) অক্সিন ও সাইটোকাইনিন


১.২ সেট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ্য অংশটিকে বলে -

(ক) স্যাটেলাইট

(খ) কাইনেটোকোর

(গ) টেলোমিয়ার

(ঘ) ক্রোমাটিড

উত্তরঃ (খ) কাইনেটোকোর


১.৩ কোষচক্রের সঠিক পর্যায়টি হল -

(ক) M - G₂ - S - G₁

(খ) G₂ - S - M - G₁

(গ) G₁ - S - G₂ - M

(ঘ) G₁ - G₂ - S - M

উত্তরঃ (গ) G₁ - S - G₂ - M


১.৪ হলুদ গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ হলো -

(ক) YyRr

(খ) YYRr

(গ) YyRR

(ঘ) সবকটি

উত্তরঃ (ঘ) সবকটি


১.৫ কোন্‌ হরমোনটি সংশ্লেষণে আয়োডিন প্রয়োজন -

(ক) ইনসুলিন

(খ) গ্লুকাগন

(গ) থাইরক্সিন

(ঘ) টেস্টোস্টেরন

উত্তরঃ (গ) থাইরক্সিন


১.৬ পুনরৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে -

(ক) অ্যামিবা

(খ) ইস্ট

(গ) প্লাসমডিয়াম

(ঘ) প্ল্যানেরিয়াম

উত্তরঃ (ঘ) প্ল্যানেরিয়াম


১.৭ রাজকীয় রোগ বলা হয় -

(ক) হিমোফিলিয়া

(খ) লাল-বর্ণান্ধতা

(গ) থ্যালাসেমিয়া

(ঘ) হিমোফিলিয়া - বি

উত্তরঃ (ক) হিমোফিলিয়া


১.৮ মানুষের করোটি স্নায়ু সংখ্যা -

(ক) ১০টি

(খ) ১০ জোড়া

(খ) ১২টি

(গ) ১২ জোড়া

উত্তরঃ (গ) ১২ জোড়া


১.৯ কোন উদ্ভিদে পতঙ্গের মাধ্যমে পরাগযোগ ঘটে -

(ক) পাতাশ্যাওলা

(খ) শিমূল

(গ) পলাশ

(ঘ) আম

উত্তরঃ (ঘ) আম


১.১০ দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনুতে F₁ সংকর কালে গিনিপিগ হবে -

(ক) ২৫%

(খ) ৫০%

(গ) ৭৫%

(ঘ) ১০০%

উত্তরঃ (খ) ৫০%


১.১১ তোমার বাবা দূরের বস্তু দেখতে পান কিন্তু কাছের বস্তু ঝাপসা দেখেন। উনি কোন প্রকার লেন্সযুক্ত চশমা পরবেন -

(ক) উত্তল লেন্স

(খ) অবতল লেন্স

(গ) উত্তল ও অবতল লেন্স

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ (ক) উত্তল লেন্স


১.১২ বংশগতির একক হল -

(ক) DNA

(খ) RNA

(গ) ক্রোমোজোম

(ঘ) জিন

উত্তরঃ (ঘ) জিন


 ১.১৩ নেগেটিভ জিওট্রপিক চলনের উদাহরণ হল -

(ক) উদ্ভিদের প্রধানমূলের চলন

(খ) আত্তিকরণ মূলের চলন

(গ) অস্থানিক মূলের চলন

(ঘ) শ্বাসমূলের চলন

উত্তরঃ (ঘ) শ্বাসমূলের চলন


১.১৪ নীচের কোন গুণটি প্রকট -

(ক) কান্ডের দৈর্ঘ্য-বেঁটে

(খ) বীজের আকার-কুঞ্চিত

(গ) বীজপত্রের বর্ণ - হলুদ

(ঘ) ফুলের বর্ণ - সাদা

উত্তরঃ(গ) বীজপত্রের বর্ণ - হলুদ


১.১৫ অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল -

(ক) ব্যাঙ

(খ) পাখি

(গ) অ্যামিবা

(ঘ) কেঁচো

উত্তরঃ (গ) অ্যামিবা


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close