ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
LIFE SCIENCE
PAGE - 330
বিভাগ - খ
২। নীচের ২৬টি প্রশ্ন থেকে যে কোন ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো ঃ
Life Science Suggestion App : Madhyamik Life Science 2022
নীচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে কোন ৫টি) ঃ
২.১ মানব বিকাশে মোট __________ টি দশা বর্তমান।
উত্তরঃ পাঁচটি দশা
২.২ উদ্ভিদ হরমোনের অপর নাম ________।
উত্তরঃ ফাইটো হরমোন
২.৩ DNA -এর হেলিক্স অণু তৈরী হয় দুটি পরিপূরক __________ শৃঙ্খল দ্বারা।
উত্তরঃ পলি নিউক্লিওটাইড
২.৪ মুক্ত কানের লতি বৈশিষ্ট্যটি __________ জিনদ্বারা নিয়ন্ত্রিত হয়।
উত্তরঃ প্রকট
২.৫ মানবদেহের সচল সন্ধিতে __________ তরল থাকে।
উত্তরঃ সাইনোভিয়াল
২.৬ মানুষের ক্ষেত্রে __________ হল হোমোগ্যামি।
উত্তরঃ মহিলা
নীচের বাক্যগুলি সত্য/মিথ্যা কিনা নিরুপণ করো (যে কোন ৫টি) ঃ
২.৭ প্লাসমোডিয়ামের সাইজন্ট দশায় বহুবিভাজন দেখা যায়।
উত্তরঃ সত্য
২.৮ রেণুধর দশায় প্রথম কোষ হল জাইগোট।
উত্তরঃ সত্য
২.৯ অক্সিনের প্রবাহ মেরুবর্তী।
উত্তরঃ মিথ্যা
২.১০ সকল টেস্টক্রসই ব্যাকক্রস।
উত্তরঃ সত্য
২.১১ থার্মোট্যাকটিক চলন একপ্রকার সামগ্রিক আবিষ্ট চলন।
উত্তরঃ সত্য
২.১২ অটোজোম জীবের লিঙ্গনির্ধারণ করে।
উত্তরঃ মিথ্যা
A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয়স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ জোড়টি পুনরায় লেখো (যে কোন ৫টি) ঃ
উত্তরঃ
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোন ছয়টি) ঃ
২.১৯ বিসদৃশটি বেছে লেখো - সিলিয়ারি পেশী, উপযোজন, লেন্স, সাস্পেনসারি লিগামেন্ট।
উত্তরঃ উপযোজন
২.২০ টেনডনের কাজ কী?
উত্তরঃ অস্থির সঙ্গে পেশীকে যুক্ত করা
২.২১ সস্য নিউক্লিয়াসের প্রকৃতি লেখো।
উত্তরঃ ট্রিপ্লয়েড বা 3n
২.২২ নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেহে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও - মধুমেহ ঃ ইনসুলিন ঃঃ বহুমুত্র ঃ __________।
উত্তরঃ ADH
২.২৩ কোন্ প্রানী হ্যাপ্লো-ডিপ্লেয়ড পদ্ধতিতে লিঙ্গনির্ধারণ করে।
উত্তরঃ মৌমাছি
২.২৪ আমি একপ্রকার লিঙ্গ সংযোজিত বংশগত রোগ, মানবদেহে সৃষ্ট ক্ষতস্থানে অবিরাম রক্তক্ষরণ ঘটিয়ে থাকি। আমি কে?
উত্তরঃ হিমোফিলিয়া
২.২৫ উদ্ভিদ মাইটোসিসে কোথা থেকে বেমতন্তু গঠিত হয়?
উত্তরঃ অনুনালিকা বা মাইক্রোটিবিউল
২.২৬ DNA -এর নাইট্রোজেন বেস দুটি কী কী?
উত্তরঃ পিউরিন ও পাইরিমিডিন
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ