Madhyamik Life Science ABTA Test Papres 2021-2022 Page 352 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Life Science ABTA Test Papres 2021-2022 Page 352 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

LIFE SCIENCE

PAGE - 352


বিভাগ - ক


১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো ঃ


Life Science Suggestion App : Madhyamik Life Science 2022


১.১ একটি কৃত্রিক ফাইটোহরমোন হল -

(ক) অক্সিন

(খ) 2, 4-D

(গ) জিব্বেরেলিন

(ঘ) STH

উত্তরঃ (খ) 2, 4-D


১.২ উদ্দীপনায় উদ্দীপিত হওয়া দেহস্থ পেশি ও গ্রন্থি হল -

(ক) গ্রাহক

(খ) স্নায়ুকেন্দ্র

(গ) কারক

(ঘ) আজ্ঞাবহ নিউরোন

উত্তরঃ (গ) কারক


১.৩ গমনের সময় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে না -

(ক) পনস

(খ) অটোলিথ

(গ) লঘুমস্তিষ্ক

(ঘ) অর্ধবৃত্তাকারনালি

উত্তরঃ (ক) পনস


১.৪ Chelation therapy যে রোগের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তা হল -

(ক) বর্ণান্ধতা

(খ) থ্যালাসেমিয়া

(গ) হিমোফিলিয়া

(ঘ) ট্রাইটানোপিয়া

উত্তরঃ (খ) থ্যালাসেমিয়া


১.৫ পুরুষদের কানে লোমের জন্য দায়ী -

(ক) X ক্রোমোজোম বাহিত প্রকট জিন

(খ) অটোজম বাহিত প্রকট জিন

(গ) Y ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন

(ঘ) Y ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন

উত্তরঃ (ঘ) Y ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন


১.৬ বংশগতিতে নতুন চারিত্রিক বৈশিষ্ট যুক্ত জীব সৃষ্টি সঠিক পর্যায়ক্রমটি হল -

(ক) প্রকরণ - মিউটেশন - পরিবেশজনিত প্রভাব - নতুন চারিত্রিক জীব

(খ) পরিবেশজনিত প্রভাব - মিউটেশন - প্রকরণ - নতুন চারিত্রিক জীব

(গ) মিয়টেশন - প্রকরণ - পরিবেশজণিত প্রভাব - নতুন চারিত্রিক জীব

(ঘ) প্রকরণ - পরিবেশজণিত প্রভাব - মিউটেশন - নতুন চারিত্রিক জীব

উত্তরঃ (খ) পরিবেশজনিত প্রভাব - মিউটেশন - প্রকরণ - নতুন চারিত্রিক জীব


১.৭ ক্রোমোজোমের ননহিস্টোন আম্লিক প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিড জোড়টি বেশি পরিমাণে থাকে তা হল -

(ক) আর্জিনিন ও লাইসিন

(খ) লাইসিন ও হিস্টিডিন

(গ) ট্রিপটোফান ও টাইরোসিন

(ঘ) হিস্টিডিন ও আর্জিনিন

উত্তরঃ (গ) ট্রিপটোফান ও টাইরোসিন


১.৮ মাইটোসি কোশবিভাজনের টেলোফেজ দশায় NOR অঞ্চলের DNA থেকে নিউক্লিওলাস গঠিত হয়, এই NOR অঞ্চলটি ক্রোমোজোমের যে স্থানে অবস্থান করে তা হল -

(ক) প্রাথমিক খাঁজ

(খ) গৌন খাঁজ

(গ) সেন্ট্রোমিয়ার

(ঘ) টেলোমিয়ার

উত্তরঃ (খ) গৌন খাঁজ


১.৯ যদি কোশচক্রের I = ইন্টারফেজ, G = গ্রোথ-2 দশা ও S = সংশ্লেষণ দশা হয় তবে মানুষের পরিণত লোহিত রক্তকনিকার কোশচক্রে অবস্থানকারী দশাটির সঠিক চিত্রপটটি হল -

(ক) I - G₂ - G

(খ) I - S - G₀

(গ) I - G₁ - G₀

(ঘ) I - G₂ - G₁ - G₀

উত্তরঃ (গ) I - G₁ - G₀


১.১০ নিম্নলিখিত যে বস্তুটি ভৌতসমন্বয়তন্ত্রের স্নায়ুপ্রাপ্ত থেকে নিঃসৃত হয় কিন্তু রাসায়নিক সমন্বয়তন্ত্রের দ্বারা বাহিত হয়ে রাসায়নিক সমন্বায়ক রূপে কার্যকরে তাহা হল -

(ক) T₃ ও T₄

(খ) অ্যাসিটাইলকোলিন

(গ) ADH

(ঘ) টেস্টোস্টেরণ

উত্তরঃ (গ) ADH


১.১১ T₄ এর কারণে পাহাড়ি এলাকায় বসবাসকারী লোকেদের গলগন্ড রোগ দেখা দেয়, ইহার জন্য দায়ী মৌলটি হল -

(ক) Fe

(খ) Cu

(গ) Na

(ঘ) I

উত্তরঃ (ঘ) I


১.১২ উদ্ভিদকোশের সাইটোকাইনেসিসে কোশপাত তৈরিতে প্রত্যক্ষভাবে সাহায্যকারী কোষীয় অঙ্গানুটি হল -

(ক) গলগি বডি

(খ) মাইটোকন্ড্রিয়া

(গ) রাইবোজোম

(ঘ) প্লাস্টিড

উত্তরঃ (ক) গলগি বডি


১.১৩ এন্টোমোফিলি ফুলের উদাহরণ হল -

(ক) ধান

(খ) আম

(গ) পলাশ

(ঘ) শুমূল

উত্তরঃ (খ) আম


১.১৪ ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট স্থানকে বলে -

(ক) লোকাস

(খ) অ্যালিল

(গ) জিনোটাইপ

(ঘ) অ্যালিলোমর্ফ

উত্তরঃ (ক) লোকাস


১.১৫ একজন স্বাভাবিক পিতা ও বর্ণান্ধুবাহক মাতার পুত্র সন্তানদের বর্ণান্ধতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল -

(ক) ২৫%

(খ) ৫০%

(গ) ৭৫%

(ঘ) ১০০%

উত্তরঃ (খ) ৫০%


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close