ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
LIFE SCIENCE
PAGE - 352
বিভাগ - খ
২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো ঃ
Life Science Suggestion App : Madhyamik Life Science 2022
নীচের বাক্যগুলির শূণ্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্য সম্পূর্ণ করো (যে কোনো পাঁচটি) ঃ
২.১ __________ প্রকটতায় F₂ জনুতে জিনোটাইপ ও ফেনোটাইপ অনুপাত একই হয়।
উত্তরঃ অসম্পূর্ণ
২.২ অশ্রুগ্রন্থি (Lacrimal gland) এর ক্ষরণে উপস্থিত _________ উৎসেচক ব্যাকটেরিয়া ধ্বংস করে।
উত্তরঃ লাইসোজাইম
২.৩ __________ কোষীয় অঙ্গানু স্নায়ুকোশের নিজল দানা গঠন করে।
উত্তরঃ রাইবোজোম
২.৪ ফল পাকাতে সহায়তা করে __________ নামক বায়বীয় হরমোন।
উত্তরঃ ইথিলিন
২.৫ পাখির পুচ্ছভাগে অবস্থিত উড্ডয়নে সহায়তাকারী পালককে __________ বলে।
উত্তরঃ রেকট্রিসেস
২.৬ টিকটিকির (Home lizard) খন্ডিত লেজের পুনরুৎপাদন (Regeneration) ___________ কোশবিভাজন দ্বারা সম্পাদিত হয়।
উত্তরঃ মাইটোসিস
নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরুপন করো (যে কোনো পাঁচটি) ঃ
২.৭ হিমোফিলিয়া ক্রিস-ক্রস উত্তরাধিকার দ্বারা বংশগতিতে সঞ্চারিত হয়।
উত্তরঃ সত্য
২.৮ ডেলটয়েড পেশি অ্যাডাকশন প্রক্রিয়ায় কোন অঙ্গকে দেহাক্ষের নিকটবর্তী হতে সহায়তা করে।
উত্তরঃ মিথ্যা
২.৯ কুকুর, বিড়াল ইত্যাদির ত্বকের অ্যারেকটোরেস পিলাই (Arrectores Pilli) পেশির সংকোচন ঘটিয়ে ত্বকের রোম খাড়া হতে সহায়তা করে অ্যাড্রিনালিন হরমোন।
উত্তরঃ সত্য
২.১০ RNA -এর ইউরাসিল একটি পিউরিন নাইট্রোজেন বেস
উত্তরঃ মিথ্যা
২.১১ সপুষ্পক উদ্ভিদের দ্বি-নিষেকের ফলে উৎপন্ন ট্রিপ্লয়েড নিউক্লিয়াস (3n) বার বার বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে।
উত্তরঃ মিথ্যা
২.১২ ফার্ণের ক্ষেত্রে জণুক্রম লক্ষ্য করা যায়।
উত্তরঃ সত্য
A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের নং উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে কোন পাঁচটি) ঃ
উত্তরঃ
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.১৯ বার্ধক্য ত্বরান্বিত : ইথিলিন : : বার্ধক্য বিলম্বিত ঃ ___________।
উত্তরঃ সাইটোকাইনিন
২.২০ বংশগতির জনকের নাম কী?
উত্তরঃ গ্রেগর জোহার মেন্ডেল
২.২১ সিলিয়া, ফ্লাজেলা ও সিউডোপোডিয়ার একটি প্রধান সাদৃশ্যমূলক কার্য লেখো।
উত্তরঃ গমনে সাহায্য করে
২.২২ মেনিনজেস এর মধ্যবর্তী স্তরটির নাম লেখো।
উত্তরঃ এরাকনয়েড ম্যাটার
২.২৩ উদ্ভিদের জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
উত্তরঃ অক্সিন
২.২৪ একটি উদ্দীপক ধর্মী ও একটি অবদমনধর্মী নিউরোট্রান্সমিটার এর নাম লেখো।
উত্তরঃ অ্যাসিটাইল কোলিন, গ্লাইসিন
২.২৫ উদ্ভিদের অনুবিস্তারের ব্যবহৃত একটি পুষ্টিমাধ্যমের নাম লেখো।
উত্তরঃ আগারাগার
২.২৬ সবুজ বর্ণান্ধতাকে কী বলে?
উত্তরঃ ডিউটেরানোপিয়া
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ