ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - AC-5
Part - B (Marks : 40)
২। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি গ্রহণ করে লেখো ঃ
(১) 'জীবনের জলসাগর' হল -
(ক) লোক কথার
(খ) স্মৃতি কথার
(গ) কিংবদন্তীর
(ঘ) পৌরাণিক উদাহরণ
উত্তরঃ (খ) স্মৃতি কথার
(২) "ইতিহাসের পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো" এই কথাটি বলেছেন -
(ক) র্যাঙ্কে
(খ) ই এইচ কার
(গ) এস সি হিল
(ঘ) রবার্ট ওর্ম
উত্তরঃ (খ) ই এইচ কার
(৩) আধুনিক ইতিহাসচর্চার জনক হলেন -
(ক) হেরোডোটাস
(খ) থুকিডিডিস
(গ) ইবন খালদুন
(ঘ) সেন্ট অগাস্টিন
উত্তরঃ (গ) ইবন খালদুন
(৪) লুভর মিউজিয়াম অবস্থিত -
(ক) ফ্রান্সে
(খ) নিউ ইয়র্কে
(গ) প্যারিসে
(ঘ) বার্লিনে
উত্তরঃ (গ) প্যারিসে
(৫) মুর্শিদ কুলি খাঁ ছিলেন বিশ্বস্ত অনুচর -
(ক) বাবর
(খ) ঔরঙ্গজেব
(গ) শাহজাহান
(ঘ) অকবর
উত্তরঃ (খ) ঔরঙ্গজেব
(৬) আই-লা-স্যাপেলের সন্ধি হয়েছিল -
(ক) ১৭৪৫ খ্রীঃ
(খ) ১৭৪৮ খ্রীঃ
(গ) ১৮৪৮ খ্রীঃ
(ঘ) ১৭৪৬ খ্রীঃ
উত্তরঃ (গ) ১৮৪৮ খ্রীঃ
(৭) 'Lays of Ancient Rome' গ্রন্থটির লেখক হলেন -
(ক) জেমস মিল
(খ) ব্যাবিংটন মেকলে
(গ) স্টুয়ার্ট মিল
(ঘ) রামমোহন রায়
উত্তরঃ (খ) ব্যাবিংটন মেকলে
(৮) ভারতে রেলপথের সম্প্রসারণের জনক ছিলেন -
(ক) লর্ড ক্লাইভ
(খ) কর্ণওয়ালিস
(গ) লর্ড কার্জন
(ঘ) লর্ড ডালহৌসি
উত্তরঃ (ঘ) লর্ড ডালহৌসি
(৯) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় -
(ক) ১৭৮৪ খ্রীঃ
(খ) ১৮০২ খ্রীঃ
(গ) ১৮১৭ খ্রীঃ
(ঘ) ১৮৫৭ খ্রীঃ
উত্তরঃ (গ) ১৮১৭ খ্রীঃ
(১০) 'The History of British India' গ্রন্থের লেখক হলেন -
(ক) মেকলে
(খ) বেন্টিং
(গ) জেরেমি বেন্থাম
(ঘ) জেমস মিল
উত্তরঃ (ঘ) জেমস মিল
(১১) 'শিব জ্ঞানে জীব সেবা' এই কথাটি বলেছেন -
(ক) শ্রীরামকৃষ্ণ
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) শ্রীচৈতন্যদেব
উত্তরঃ (ক) শ্রীরামকৃষ্ণ
(১২) জ্যোতিরাও ফুলে 'সত্যশোধক সমাজ' প্রতিষ্ঠা করেন -
(ক) ১৭৭৩ খ্রীঃ
(খ) ১৮৭৩ খ্রীঃ
(গ) ১৮৭২ খ্রীঃ
(ঘ) ১৮৮২ খ্রীঃ
উত্তরঃ (খ) ১৮৭৩ খ্রীঃ
(১৩) 'দক্ষিন ভারতের বিদ্যাসাগর' কাকে বলা হয়? -
(ক) শ্রীনারায়ণ গুরু
(খ) বীরসালিঙ্গম
(গ) জ্যোতিরাও ফুলে
(ঘ) দয়ানন্দ সরস্বতী
উত্তরঃ (খ) বীরসালিঙ্গম
(১৪) সংস্কার প্রবর্তনে চিন সম্রাটের কাছে আবেদন জানায় -
(ক) ফাং-ইউ-ওয়ে
(খ) ফোয়াং সু
(গ) সাইউয়ান পেই
(ঘ) চেন-তু-শিউ
উত্তরঃ (ক) ফাং-ইউ-ওয়ে
(১৫) স্তম্ভ 'ক'র সাথে 'খ' স্তম্ভ মেলাও ঃ
উত্তরঃ
(ক) (i) - a, (ii) - b, (iii) - c, (iv) - c
(খ) (i) - b, (ii) - d, (iii) - a, (iv) - c
(গ) (i) - a, (ii) - c, (iii) - d, (iv) - b
(ঘ) (i) - b, (ii) - a, (iii) - c, (iv) - d
উত্তরঃ (ঘ) (i) - b, (ii) - a, (iii) - c, (iv) - d
(১৬) মাইকেল-ও-ডায়ার যুক্ত ছিলেন -
(ক) রাওলাট আইনের সাথে
(খ) জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের
(গ) হল ব্রিজের গুলি বর্ষণের সঙ্গে
(ঘ) সিডিশন কমিশনের সঙ্গে
উত্তরঃ (খ) জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের
(১৭) 'মুসলিম লীগের' প্রতিষ্ঠা হয় -
(ক) ১৯০২ খ্রীঃ
(খ) ১৯০৫ খ্রীঃ
(গ) ১৯০৬ খ্রীঃ
(ঘ) ১৯০৭ খ্রীঃ
উত্তরঃ (গ) ১৯০৬ খ্রীঃ
(১৮) কোন দেশীয় রাজা প্রথম 'অধীনতামূলক মিত্রতা' নীতি গ্রহন করেন -
(ক) জয়পুরের রাজা
(খ) মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজীরাও
(গ) হায়দ্রাবাদের নিজাম
(ঘ) টিপু সুলতান
উত্তরঃ (গ) হায়দ্রাবাদের নিজাম
(১৯) ওয়ালচাঁদ হীরাচাঁদ কোন শিল্পের সাথে যুক্ত ছিলেন? -
(ক) জাহাজ নির্মাণ
(খ) চা
(গ) কাগজ
(ঘ) লৌহ ইস্পাত
উত্তরঃ (ক) জাহাজ নির্মাণ
(২০) ১৯৩৫ খ্রীঃ ভারত শাসন আইন অনুসারে ভারতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় -
(ক) ১৯৩৭ খ্রীঃ
(খ) ১৯৩৬ খ্রীঃ
(গ) ১৯৩৮ খ্রীঃ
(ঘ) ১৯৩৯ খ্রীঃ
উত্তরঃ (ক) ১৯৩৭ খ্রীঃ
(২১) গান্ধীজী ১৯৪২ খ্রীঃ ২৬ এপ্রিল ভারত ছাড়ো পরিকল্পনা পেশ করেন কোন পত্রিকায় -
(ক) ইয়ং ইন্ডিয়া
(খ) অমৃতবাজার
(গ) হরিজন
(ঘ) যুগান্তর
উত্তরঃ (গ) হরিজন
(২২) সুভাষ চন্দ্র বসু ১৯৪৩ খ্রীঃ ২৯ অক্টোবর 'আজাদ হিন্দ সরকার' নামে স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠা করেন -
(ক) থাইল্যান্ডে
(খ) সিঙ্গাপুর
(গ) কোহিমা
(ঘ) বার্মা
উত্তরঃ (খ) সিঙ্গাপুর
(২৩) ভারতের সংবিধান রচনার জন্য ১৯৪৬ খ্রীঃ গণপরিষদ গঠিত হয় কোন পরিকল্পনা অনুসারে -
(ক) ওয়াভেল
(খ) মন্ত্রীমিশন
(গ) ক্রিপস মিশান
(ঘ) মাউন্টব্যাটেন প্রস্তাব
উত্তরঃ (খ) মন্ত্রীমিশন
(২৪) স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন -
(ক) জাহরির
(খ) ডঃ মহম্মদ হাত্তা
(গ) ডঃ সুকর্ণ
(ঘ) বারট্রান্ড রাসেল
উত্তরঃ (গ) ডঃ সুকর্ণ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
জাদুঘর কাকে বলে
উত্তরমুছুন