Madhyamik Life Science ABTA Test Papres 2021-2022 Page 310 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Life Science ABTA Test Papres 2021-2022 Page 310 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

LIFE SCIENCE

PAGE - 310


বিভাগ - ক


১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো ঃ


Life Science Suggestion App : Madhyamik Life Science 2022


১.১ বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে -

(ক) IAA

(খ) ফ্লোরিজেন

(গ) GH

(ঘ) কাইনিন

উত্তরঃ (ক) IAA


১.২ চোখের অন্ধবিন্দুতে -

(ক) ভালো প্রতিবিম্ব গঠিত হয়

(খ) প্রতিবিম্ব সৃষ্টি হয় না

(গ) অর্দ্ধেক প্রতিবিম্ব গঠিত হয়

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ (খ) প্রতিবিম্ব সৃষ্টি হয় না


১.৩ মানুষের চোখের লেন্সের প্রকৃতি -

(ক) উত্তল

(খ) অবতল

(গ) সমতল

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ (ক) উত্তল


১.৪ মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে -

(ক) লুঘুমস্তিষ্ক

(খ) অন্তঃকর্ণ

(গ) ক ও খ

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ (গ) ক ও খ


১.৫ রেকট্রিসেস পালক দেখা যায় পায়রার -

(ক) লেজে

(খ) ডানায়

(গ) দেহে মধ্যভাগে

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ (ক) লেজে


১.৬ ক্রোমোজোমের কোথায় সেন্ট্রোমিয়ার থাকে -

(ক) গৌণ খাঁজ-I

(খ) গৌণ খাঁজ - II

(গ) টেলোমিয়ার

(ঘ) মুখ্য খাঁজ

উত্তরঃ (ঘ) মুখ্য খাঁজ


১.৭ মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের সবথেকে কম স্থায়ী দশটি হল -

(ক) প্রোফেজ

(খ) মেটাজেফ

(গ) অ্যানাফেজ

(ঘ) টেলোফেজ

উত্তরঃ (গ) অ্যানাফেজ


১.৮ কোশচক্রের কোন দশায় DNA -দ্বিত্বকরণ ঘটে -

(ক) G₁

(খ) G₂

(গ) S

(ঘ) মেটাফেজ

উত্তরঃ (গ) S


১.৯ আলুর যে অংশটি দ্বারা অঙ্গজ জনন সম্পন্ন হয় -

(ক) স্ফীতকন্দ

(খ) কন্দ

(গ) গুঁড়িকন্দ

(ঘ) রানার

উত্তরঃ (ক) স্ফীতকন্দ


১.১০ জীবনচক্র হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলে -

(ক) জীবনচক্র

(খ) জনুক্রম

(গ) ডিপ্লয়েড

(ঘ) হ্যাপ্লয়েড

উত্তরঃ (খ) জনুক্রম


১.১১ বংশগতিবিদ্যার জনক কে?

(ক) ডারউইন

(খ) ল্যামার্ক

(গ) ওডাম

(ঘ) মেত্তেল

উত্তরঃ (ঘ) মেত্তেল


১.১২ হলান্ড্রিক জিন কোন ক্রোমোজোম দ্বারা বাহিত হয়?

(ক) X

(খ) Y

(গ) XY

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ (খ) Y


১.১৩ YyRr জীবটি কতপ্রকার গ্যামেট তৈরি করতে পারবে?

(ক) চারপ্রকার

(খ) তিনপ্রকার

(গ) পাঁচপ্রকার

(ঘ) দুইপ্রকার

উত্তরঃ (ক) চারপ্রকার


১.১৪ মাতা বর্ণান্ধ হলে পুত্ররা -

(ক) সব পুত্র বর্ণান্ধ হবে

(খ) সব কন্যা বর্ণান্ধ হবে

(গ) সব পুত্র বর্ণান্ধ ও অর্দ্ধেক কন্যা বর্ণান্ধ

(ঘ) সব কন্যা বর্ণান্ধ ও অর্দ্ধেক পুত্র বর্ণান্ধ

উত্তরঃ (ক) সব পুত্র বর্ণান্ধ হবে


১.১৫ কোন্‌টি টেস্ট ক্রশ -

(ক) Tt x Tt

(খ) Tr x TT

(গ) TT x tt

(ঘ)  Tt x tt

উত্তরঃ (ঘ)  Tt x tt


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close