ABTA MADHYAMIK TEST PAERS 2021-2022
LIFE SCIENCE
PAGE - 289
বিভাগ - খ
২। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও (৫টি) ঃ
Life Science Suggestion App : Madhyamik Life Science 2022
২.১ ___________ হল আজ্ঞবহ প্রবর্ধক।
উত্তরঃ অ্যাক্সন
২.২ প্লাসেন্টা গঠনে সাহায্য করে __________ হরমোন।
উত্তরঃ প্রোজেস্টেরন
২.৩ __________ আজ্ঞবহ প্রবর্ধক।
উত্তরঃ কব্জা
২.৪ কচুরিপানা __________ এর সাহায্যে বংশ বিস্তার করে।
উত্তরঃ খর্বধাবক
২.৫ অনিষিক্ত ডিম্বানু থেকে অপত্য জীব সৃষ্টিকে __________ বলে।
উত্তরঃ পার্থেনোজেনেসিস বা অপুংজনি
২.৬ IAA হল __________।
উত্তরঃ প্রাকৃতিক অক্সিন
২.২ সত্য/মিথ্যা (৫টি) নিরূপণ করো ঃ
২.৭ অ্যক্সেপ্লাজমে নিজলদানা থাকে না।
উত্তরঃ সত্য
২.৮ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিসৃত হয়।
উত্তরঃ সত্য
২.৯ প্লাজমোডিয়াম এর সাইজনট দশায় বহুবিভাজন দেখা যায়।
উত্তরঃ সত্য
২.১০ ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে।
উত্তরঃ সত্য
২.১১ হেটারোক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার ঘটে।
উত্তরঃ মিথ্যা
২.১২ হেমোফিলিয়া-সি অটোসোম বাহিত রোগ।
উত্তরঃ সত্য
A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মেলাও (৫টি) ঃ
উত্তরঃ
একটি বাক্যে উত্তর দাও ঃ
২.১৯ বিসদৃশ শব্দটি হল খন্ডীভবন, পুনরুৎপাদন, শাখাকলম, কোরকোদগম
উত্তরঃ শাখাকলম
২.২০ অ্যাড্রিনাল গ্লান্ড ক্ষরণ নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখো।
উত্তরঃ অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন (ACTH)
২.২১ ভিট্রিয়াস হিউমার কাকে বলে?
উত্তরঃ অক্ষিগোলকের লেন্সের পশ্চাৎ প্রকোষ্টে অবস্থিত স্বচ্ছ জেলির মতো যে প্রতিসারক মাধ্যম বা তরলটি রয়েছে তাকে ভিট্রিয়াস হিউমোর বলে।
২.২২ অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলে?
উত্তরঃ ইনসুলিন
২.২৩ উপযুক্ত শব্দ বসাও - জোড়কলম ঃ আম ঃঃ ________ ঃ জবা।
উত্তরঃ শাখা কলম
২.২৪ একটি অটোজোম বাহিত রোগের নাম লেখো।
উত্তরঃ থ্যালাসেমিয়া
২.২৫ রেণু কোন প্রকার জননে অংশগ্রহণ করে।
উত্তরঃ অযৌন জননে
২.২৬ আইবিএ এর পুরো নাম কী?
উত্তরঃ ইন্ডোল বিউটারিক অ্যাসিড
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ