LightBlog
Madhyamik Life Science ABTA Test Papres 2021-2022 Page 289 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Life Science ABTA Test Papres 2021-2022 Page 289 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

LIFE SCIENCE

PAGE - 289


বিভাগ - ক


১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো ঃ


Life Science Suggestion App : Madhyamik Life Science 2022


১.১ ক্রোমোজোমের খন্ডকের বিনিময় এর ঘটনাকে বলা হয় -

(ক) কায়াজমা

(খ) সাইন্যাপসিস

(গ) সাইন্যাপস

(ঘ) ক্রসিংওভার

উত্তরঃ (ঘ) ক্রসিংওভার


১.২ ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে গঠিত হয় -

(ক) ক্রোমোমিয়ার

(খ) টেলোমিয়ার

(গ) স্যাটেলাইট

(ঘ) সেন্ট্রোমিয়ার

উত্তরঃ (ঘ) সেন্ট্রোমিয়ার


১.৩ দেহের ভারসাম্য রক্ষায় মস্তিষ্কের কোন অংশ দায়ী -

(ক) গুরুমস্তিষ্ক

(খ) লঘুমস্তিষ্ক

(গ) থ্যালামাস

(ঘ) হাইপোথ্যালামাস

উত্তরঃ (খ) লঘুমস্তিষ্ক


১.৪ ভয় পেলে মানুষের কোন হরমোন ক্ষরিত হয় -

(ক) GH

(খ) STH

(গ) থাইরক্সিন

(ঘ) অ্যাড্রিনালিন

উত্তরঃ (ঘ) অ্যাড্রিনালিন


১.৫ Tt x tt বলতে কি বোঝায় -

(ক) ব্যাকক্রস

(খ) টেস্টক্রস

(গ) রেসিপ্রোকাল ক্রস

(ঘ) সংকরায়ণ 

উতরঃ (খ) টেস্টক্রস


১.৬ মানব চক্ষুর কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় -

(ক) রেটিনা

(খ) কর্ণিয়া

(গ) তারারন্ধ্র

(ঘ) কোরয়েড

উত্তরঃ (ক) রেটিনা


১.৭ প্রাণী কোশ বিভাজনে বেমতন্তু গঠনের সাহায্যকারী অঙ্গানু হল -

(ক) রাইবোজোম

(খ) লাইসোজোম

(গ) সেন্ট্রোজোম

(ঘ) সেন্ট্রোমিয়ার

উত্তরঃ (গ) সেন্ট্রোজোম


১.৮ নীচের কোন্‌টি পক্ষী পরাগী ফল -

(ক) ধান

(খ) আম

(গ) পলাশ

(ঘ) জবা

উত্তরঃ (গ) পলাশ


১.৯ উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হল -

(ক) সাইটোকাইনিন

(খ) জিব্বেরোলিন

(গ) অক্সিন

(ঘ) ইথিলিন

উত্তরঃ (গ) অক্সিন


১.১০ DNA প্রতিলিপিকরণ ঘটে 

(ক) M

(খ) G₂

(গ) S

(ঘ) G₁

উত্তরঃ (গ) S


১.১১ কোন উৎসেচক অশ্রুতে থাকে -

(ক) লাইপেজ

(খ) লাইসোজাইম

(গ) পেপসিন

(ঘ) অ্যামাইলেজ

উত্তরঃ (খ) লাইসোজাইম


১.১২ দুটি সংকর লম্বা মটর গাছের সংকরায়ণ ঘটালে F₁ জনুতে সংকর লম্বা মটর গাছ পাওয়া যায় 

(ক) ২৫%

(খ) ৫০%

(গ) ৭৫%

(ঘ) ১০০%

উত্তরঃ (খ) ৫০%


১.১৩ রসস্ফীতির তারতম্যের জন্য উদ্ভিদ অঙ্গের চলন 

(ক) প্রকরণ

(খ) ন্যাস্টিক

(গ) সিলিয়ারা

(ঘ) ট্রপিক

উত্তরঃ (ক) প্রকরণ


১.১৪ YyRr - কত ধরনের গ্যামেট পাওয়া যাবে -

(ক) এক প্রকার

(খ) দুই প্রকার

(গ) তিন প্রকার

(ঘ) চার প্রকার

উত্তরঃ (ঘ) চার প্রকার


১.১৫ বল ও সকেট সন্ধির  উদাহরণ হল -

(ক) ঊরুসন্ধি

(খ) হাঁটু সন্ধি

(গ) গোড়ালি সন্ধি

(ঘ) কব্জা সন্ধি

উত্তরঃ (ক) ঊরুসন্ধি


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close