ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
LIFE SCIENCE
PAGE - 246
বিভাগ - খ
২। নীচের ২৬টি প্রশ্ন থেকে নির্দেশানুসারে ২১ টি প্রশ্নের উত্তর দাও ঃ
Life Science Suggestion App : Madhyamik Life Science 2022
শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও (যে কোন পাঁচটি) ঃ
২.১ উদ্ভিদের আবিষ্ট চলন উদ্দীপকের তীব্রতা দ্বারা প্রভাবিত হলে, তাকে __________ বলে।
উত্তরঃ ন্যাস্টিক চলন
২.২ একটি অ্যান্টি জিব্বেরেলিন হরমোন হল __________।
উত্তরঃ ABA
২.৩ কোশচক্রের __________ দশায় নিউক্লিয়াসকে মেটাবলিক নিউক্লিয়াস বলে।
উত্তরঃ ইন্টারফেজ
২.৪ এক্সপ্লান্ট - ক্যালাস - _________ - প্লান্টলেট।
উত্তরঃ এম্ব্রয়েড
২.৫ মানুষের রেটিনার __________ বর্ণ চিনতে সাহায্য করে।
উত্তরঃ কোন কোশ
২.৬ কোনো জীবের জিনোটাইপ জানার জন্য যে ক্রস ঘটানো হয়, তাকে __________ বলে।
উত্তরঃ টেস্ট ক্রস
নীচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো (যে কোন ৫টি) ঃ
২.৭ ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস হয়।
উত্তরঃ মিথ্যা
২.৮ মায়োপিয়ার ক্ষেত্রে উত্তললেন্স ব্যবহার করলে ত্রুটি দূর হয়।
উত্তরঃ মিথ্যা
২.৯ ক্রোমোজোম একক সংখ্যার সেটে থাকলে তাকে হ্যাপ্লয়েড বলে।
উত্তরঃ সত্য
২.১০ কর্ষন দ্রবণে জিব্বেরেলিন হরমোন দেওয়া হয়।
উত্তরঃ মিথ্যা
২.১১ মটর গাছের বীজ পত্রের হলুদবর্ণ বৈশিষ্ট্যটি সবুজ বর্ণের উপর প্রকট।
উত্তরঃ সত্য
২.১২ সব খর্ব ও লম্বা মটর গাছই সর্বদা বিশুদ্ধ।
উত্তরঃ মিথ্যা
A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করো (যে কোন পাঁচটি) ঃ
উত্তরঃ
নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোন ছয়টি) ঃ
২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো ঃ ফেসিয়াল, অপটিক, অডিটরি, অলফ্যাক্টরি
উত্তরঃ ফেসিয়াল,
২.২০ একনেত্র ও দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য কি?
উত্তরঃ একনেত্র দৃষ্টিতে দুটি ভিন্ন প্রতিবিম্ব গঠিত হয়, কিন্তু দ্বিনেত্র দৃষ্টিতে একটি প্রতিবিম্ব গঠিত হয়।
২.২১ DNA -এর নাইট্রোজেন বেস দুটি কি কি?
উত্তরঃ পিউরিন ও পাইরিমিডিন
২.২২ প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান পূরণ কর ঃ অ্যামিবা ঃ দ্বিবিভাজন ঃ ঃ প্লাসমোডিয়াম ঃ __________।
উত্তরঃ বহু বিভাজন
২.২৩ জিনগতভাবে নিষ্ক্রিয় ক্রোমোজোমের গাঢ় রঞ্জিত অংশটি কী বলে?
উত্তরঃ হেটারোক্রোমাটিড
২.২৪ স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন?
উত্তরঃ কারক স্ত্রী লোকে যে দুটি যৌন ক্রোমোজোম থাকে সে দুটো হচ্ছে একই প্রকৃতির গ্যামেট উৎপন্ন করে অর্থাৎ প্রত্যেকটি X ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট উৎপন্ন করে।
২.২৫ একই প্রজাতির কোন উদ্ভিদের পরাগরেণু অপর উদ্ভিদের ফুলের গর্ভমূলে সঞ্চারণকে কী বলে?
উত্তরঃ ইতর পরাগযোগ বা জেনোগ্যামি
২.২৬ একটি অটোজোমঘটিত বংশগত রোগের উদাহরণ দাও।
উত্তরঃ থ্যালাসেমিয়া
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ