ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
LIFE SCIENCE
PAGE - 268
বিভাগ - ক
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো ঃ
Life Science Suggestion App : Madhyamik Life Science 2022
১.১ লাউ, কুমড়ো আকর্ষের বৃদ্ধি পাওয়া এক প্রকার -
(ক) প্রকরণ চলন
(খ) ফোটোন্যস্টিক চলন
(গ) ট্যাকটিক চলন
(ঘ) বৃদ্ধিজ চলন
উত্তরঃ (ঘ) বৃদ্ধিজ চলন
১.২ ডাবের জলে যে হরমোনটি পাওয়া যায় -
(ক) অক্সিন
(খ) সাইটোকাইনিন
(গ) জিব্বেরেলিন
(ঘ) ইথিলিন
উত্তরঃ (খ) সাইটোকাইনিন
১.৩ ভয়, রাগ, দুঃখ হলে নিম্নোক্ত কোন্ হরমোন্টি ক্ষরিত হয় -
(ক) থাইরক্সিন
(খ) অক্সিটোসিন
(গ) অ্যাড্রিনালিন
(ঘ) ইনস্যুলিন
উত্তরঃ (গ) অ্যাড্রিনালিন
১.৪ মানবের সুষুম্বাস্নায়ুর সংখ্যা -
(ক) ১০ জোড়া
(খ) ১২ জোড়া
(গ) ৩১ জোড়া
(ঘ) ২৩ জোড়া
উত্তরঃ (গ) ৩১ জোড়া
১.৫ অশ্রুতে নিম্নোক্ত কোন্ উৎসেচক থাকে -
(ক) অ্যামাইলেজ
(খ) লাইপেজ
(গ) পেপসিন
(ঘ) লাইসোজাইম
উত্তরঃ (ঘ) লাইসোজাইম
১.৬ নিউক্লিক অ্যাসিডে যে অ্যাসিডটি থাকে তার নাম -
(ক) ফসফোগ্লিসারিক অ্যাসিড
(খ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(গ) ফসফোরিক অ্যাসিড
(ঘ) সালফিউরিক অ্যাসিড
উত্তরঃ (গ) ফসফোরিক অ্যাসিড
১.৭ মাইটোসিসের সে দশায় নিউক্লিয় পর্দার পূণরাবির্ভাব ঘটে তা হল -
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
উত্তরঃ (ঘ) টেলোফেজ
১.৮ নিম্নলিখিত কোন্টি ইতরপরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো -
(ক) একই গাছের একটি ফলের মধ্যেই ঘটে
(খ) বাহকের প্রয়োজন হয় না
(গ) নতুন বৈশিষ্ট্য সঞ্চার হবার সম্ভাবনা কম থাকে
(ঘ) পরাগরেণুর অপচয় বেশি হয়
উত্তরঃ (ঘ) পরাগরেণুর অপচয় বেশি হয়
১.৯ ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে এম্ব্রয়েড গঠিত হয় -
(ক) সিয়ন গ্রাফটিং
(খ) অনু বিস্তারণে
(গ) শাখা কলমে
(ঘ) বাড গ্রাফটিং-এ
উত্তরঃ (খ) অনু বিস্তারণে
১.১০ স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম হল -
(ক) XX
(খ) XY
(গ) XO
(ঘ) YY
উত্তরঃ (ক) XX
১.১১ জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন -
(ক) জোহানসেন
(খ) বেটসন
(গ) মেন্ডেল
(ঘ) ল্যামার্ক
উত্তরঃ (খ) বেটসন
১.১২ থ্যালাসেমিয়া রোগীদের অস্থিমজ্জা ও যকৃতে কোন্ ধাতু জমা হয় -
(ক) লোহা
(খ) তামা
(গ) ক্যালসিয়াম
(ঘ) ম্যাঙ্গানীজ
উত্তরঃ (ক) লোহা
১.১৩ ক্রিসমাস ডিজিজ বলা হয় -
(ক) থ্যালাসেমিয়া
(খ) হিমোফিলিয়া - A
(গ) হিমোফিলিয়া - B
(ঘ) বর্ণান্ধতাকে
উত্তরঃ (গ) হিমোফিলিয়া - B
১.১৪ যে পরীক্ষা থেকে মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি পাওয়া যায় তা হল -
(ক) প্রকরণ
(খ) এক সংকর জনন
(গ) দ্বি সংকর জনন
(ঘ) সংকরায়ণ
উত্তরঃ (খ) এক সংকর জনন
১.১৫ বর্ণান্ধ পিতার জিনোটাইপ -
(ক) XcY
(খ) Xc+Y
(গ) Xc+Yc+
(ঘ) XcYc
উত্তরঃ (ক) XcY
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ