ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
LIFE SCIENCE
PAGE - 246
বিভাগ - ক
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা বাক্যটি সম্পূর্ণ করে লেখো ঃ
Life Science Suggestion App : Madhyamik Life Science 2022
১.১ উদ্দীপক শনাক্ত করে জীবের সাড়া প্রদানকে বলে -
(ক) অনুভব
(খ) অভিমুখীতা
(গ) সংবেদনশীলতা
(ঘ) উদ্দীপনা গ্রহণ
উত্তরঃ (গ) সংবেদনশীলতা
১.২ ডায়াবেটিস মেলিটাস আক্রান্ত একজন ব্যক্তি নীচের কোন্ হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? -
(ক) থাইরক্সিন
(খ) ইনসুলিন
(গ) গ্লুকাহন
(ঘ) টেস্টোষ্টেরণ
উত্তরঃ (খ) ইনসুলিন
১.৩ বল ও সকেট সন্ধির উদাহরণ হলো -
(ক) উরুসন্ধি
(খ) হাঁটু সন্ধি
(গ) গোড়ালি সন্ধি
(ঘ) কব্জা সন্ধি
উত্তরঃ (ক) উরুসন্ধি
১.৪ মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোকসুবেদী তা হল -
(ক) স্ক্লেরা
(খ) লেন্স
(গ) রেটিনা
(ঘ) কর্ণিয়া
উত্তরঃ (গ) রেটিনা
১.৫ নীচের কোন্টি STH এর কাজ বলে তুমি মনে করো?
(ক) রক্তচাপ নিয়ন্ত্রণ করা
(খ) শুক্রাণু উৎপাদনে সাহায্য করা
(গ) দেহের সার্বিক বৃদ্ধি ও প্রোটিনি সংশ্লেষ নিয়ন্ত্রণ করা
(ঘ) আয়োডিন বিপাক নিয়ন্ত্রণ করা
উত্তরঃ (গ) দেহের সার্বিক বৃদ্ধি ও প্রোটিনি সংশ্লেষ নিয়ন্ত্রণ করা
১.৬ মানুষের জননকোশে লি-ক্রোমোজোমের সংখ্যা -
(ক) ১টি
(খ) ২টি
(গ) ২২টি
(ঘ) ৪৪টি
উত্তরঃ (ক) ১টি
১.৭ তুমি মাইটোসিস কোশ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমোটিডদ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি হল -
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
উত্তরঃ (গ) অ্যানাফেজ
১.৮ দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ বিস্তার করতে কোন্ পদ্ধতির সাহায্য নেবে?
(ক) যৌনজনন
(খ) খন্ডীভবন
(গ) পুন্রুৎপাদন
(ঘ) মাইক্রোপ্রোপাগেশন
উত্তরঃ (ঘ) মাইক্রোপ্রোপাগেশন
১.৯ ক্রোমোজোমের কোন্ অংশে স্যাটেলাইট থাকে?
(ক) মুখ্য খাঁজে
(খ) গৌনখাঁজে
(গ) সেন্ট্রোমিয়ারে
(ঘ) ক্রোমাটিডে
উত্তরঃ (ঘ) ক্রোমাটিডে
১.১০ স্বপরাগযোগ লক্ষ্য করা যায় কোন্ উদ্ভিদে?
(ক) পেপে
(খ) লাউ
(গ) শিম
(ঘ) তাল
উত্তরঃ (গ) শিম
১.১১ হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যাসন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল -
(ক) ০%
(খ) ৫০%
(গ) ৭৫%
(ঘ) ১০০%
উত্তরঃ (ক) ০%
১.১২ মটর গাছের দ্বিসংকরজনন পরীক্ষায় F₂ জনুর অনুপাত কোন্টি?
(ক) ৩ ঃ ১
(খ) ১ ঃ ২ ঃ ১
(গ) ৯ ঃ ৩ ঃ ৩ ঃ ১
(ঘ) ১ ঃ ৩ ঃ ৩ ঃ ১
উত্তরঃ (গ) ৯ ঃ ৩ ঃ ৩ ঃ ১
১.১৩ Bbrr জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কতরকমের গ্যামেট উৎপন্ন হবে?
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
উত্তরঃ (খ) ২
১.১৪ কোন্ রোগটি পুরুষদের মধ্যে বেশি দেখা যায়?
(ক) ক্যানসার
(খ) হিমোফিলিয়া
(গ) সবুজ বর্ণান্ধতা
(ঘ) যক্ষ্মা
উত্তরঃ (খ) হিমোফিলিয়া
১.১৫ নিম্নলিখিত কোন্ বৈশিষ্ট্যটি লিঙ্গ সংযোজিত?
(ক) রোলারভিজ
(খ) টাক পড়া
(গ) বর্ণান্ধতা
(ঘ) যুক্ত কানের লতি
উত্তরঃ (গ) বর্ণান্ধতা
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ