Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 875 Part 2
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 875 Part 2

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 875


বিভাগ - খ


২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) ঃ


Download History App : Madhyamik History Suggestion 2022


উপবিভাগ ঃ ২.১


একটি বাক্যে উত্তর দাও ঃ


২.১.১ 'উইমেন ইন মর্ডান ইন্ডিয়া' গ্রন্থের লেখক কে?

উত্তরঃ নীরা দেশাই


২.১.২ 'তিন আইন' কবে পাশ হয়?

উত্তরঃ ১৮৭২ খ্রিস্টাব্দে


২.১.৩ কবে বাঁশের কেল্লা ধ্বংস হয়েছিল?

উত্তরঃ ১৮৩১ খ্রিস্টাব্দে


২.১.৪ কোন্‌ পত্রিকায় 'বর্তমান ভারত' গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?

উত্তরঃ উদ্বোধন পত্রিকায়


উপবিভাগ ঃ ২.২


ঠিক বা ভুল নির্ণয় করো ঃ


২.২.১ দেবেন্দ্রনাথ ঠাকুর ১৯০১ খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয় স্থাপন করেন।

উত্তরঃ ভুল


২.২.২ কোলকাতার অ্যালর্বাট হলে ১৮৭৬ খ্রিস্টাব্দে ২৫শে জুলাই ভারত সভার প্রথম অধিবেশনে বসে।

উত্তরঃ ভুল


২.২.৩ 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকা নীল বিদ্রোহের সময় নীলকর সাহেবদের সমর্থন করেছিল।

উত্তরঃ ভুল


২.২.৪ 'শব্দকল্পদ্রুম' কে রচনা করেন?

উত্তরঃ রাধাকান্ত দেব


উপবিভাগ ঃ ২.৩


'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও ঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.৩.১ অরন্য আইন

(১) পার্সি ব্রাউন

২.৩.২ স্থাপত্যের ইতিহাস

(২) গগনেন্দ্রনাথ ঠাকুর

২.৩.৩ অদ্ভুত লোক

(৩) সার্ভেয়ার জেনারেল

২.৩.৪ জেমস রেনেল

(৪) ১৮৬৫ খ্রিস্টাব্দ

উত্তরঃ


Download History App : Madhyamik History Suggestion 2022


‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.৩.১ অরন্য আইন

(৪) ১৮৬৫ খ্রিস্টাব্দ

২.৩.২ স্থাপত্যের ইতিহাস

(১) পার্সি ব্রাউন

২.৩.৩ অদ্ভুত লোক

(২) গগনেন্দ্রনাথ ঠাকুর

২.৩.৪ জেমস রেনেল

(৩) সার্ভেয়ার জেনারেল


উপবিভাগ ঃ ২.৪


প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো ঃ


২.৪.১ পর্তুগীজদের দ্বারা স্থাপিত ভারতের প্রথম ছাপাখানা অবস্থানস্থল 'গোয়া'।

২.৪.২ সিপাহী বিদ্রোহের কেন্দ্র ঝাঁসি।

২.৪.৩ মুন্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি

২.৪.৪ চূয়াড় বিদ্রোহের ফলে গড়ে ওঠা 'জঙ্গলমহল'


উপবিভাগ ঃ ২.৫


নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো ঃ


২.৫.১ বিবৃতি ঃ ১৮৬০ সালে দীনবন্ধু মিত্র বাংলা ভাষায় 'নীলদর্পণ' নাটক লেখেন।

ব্যাখ্যা ১ ঃ কৃষক প্রজাদের ওপর জমিদাওরদের অত্যাচার ও শোষণ তুলে ধরেন।

ব্যাখ্যা ২ ঃ নীলচাষ সাহেবদের গ্রামীণ উন্নয়নমূলক কার্যাবলীর বিবরণ ধরেন।

ব্যাখ্যা ৩ঃ নীলচাষ ক্ষতিকারক ও তা চাষ করতে গিয়ে কীভাবে কৃষকরা নিঃস্ব হয়েছিল তার বিবরণ।

উত্তরঃ ব্যাখ্যা ৩ঃ নীলচাষ ক্ষতিকারক ও তা চাষ করতে গিয়ে কীভাবে কৃষকরা নিঃস্ব হয়েছিল তার বিবরণ।


২.৫.২ বিবৃতি ঃ পোশাক পরিচ্ছদ সংস্কৃতির অপরিহার্য অঙ্গ।

ব্যাখ্যা ১ ঃ পোশাকের সৌন্দর্য ব্যক্তির সৌন্দর্য বৃদ্ধি করে।

ব্যাখ্যা ২ ঃ পোশাক থেকে ব্যক্তির সামাজিক অবস্থান ও রুচির পরিচয় পাওয়া যায়।

ব্যাখ্যা ৩ ঃ পোশাক সাংস্কৃতিক ইতিহাসের অঙ্গ।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ পোশাক থেকে ব্যক্তির সামাজিক অবস্থান ও রুচির পরিচয় পাওয়া যায়।


২.৫.৩ বিবৃতি ঃ শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ মহাবিদ্রোহ থেকে নিজেদের সরিয়ে রেখেছিল।

ব্যাখ্যা ১ ঃ বাঙালি মধ্যবিত্ত সমাজ মহাবিদ্রোহ থেকে নিজেদের সরিয়ে রেখেছিল।

ব্যাখ্যা ২ ঃ তারা ব্রিটিশ শাসনের পক্ষে ছিলেন এবং আশা করেছিলেন বিদ্রোহীরা জয়ী হলে মধ্যযুগীয় শাসন ব্যবস্থার পুনঃপ্রবর্তন হবে।

ব্যাখ্যা ৩ ঃ বাঙালিরা সে সময় সংস্কারমূলক কার্যাবলীকে বেশি প্রাধান্য দিয়েছিলেন।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ তারা ব্রিটিশ শাসনের পক্ষে ছিলেন এবং আশা করেছিলেন বিদ্রোহীরা জয়ী হলে মধ্যযুগীয় শাসন ব্যবস্থার পুনঃপ্রবর্তন হবে।


২.৫.৪ বিবৃতি ঃ বাংলা তথা ভারতে ছাপাখানার প্রতিষ্ঠা ও বিকাশ সাংস্কৃতিক জগতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে -

ব্যাখ্যা ১ ঃ ছাপাখানার আবিষ্কার ভারতে ব্রিটিশ শাসনের পতন ঘটাতে সাহায্য করছে।

ব্যাখ্যা ২ ঃ ছাপাখানার আবিষ্কার শিক্ষার অগ্রগতি ঘটে।

ব্যাখ্যা ৩ঃ ছাপাখানার আবিষ্কারের পর ব্রিটিশ বিরোধী গতিবিধি বেড়ে যায়।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ ছাপাখানার আবিষ্কার শিক্ষার অগ্রগতি ঘটে।


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close