Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 875 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 875 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY 

PAPGE - 875


বিভাগ - ক


১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ


Download History App : Madhyamik History Suggestion 2022


১.১ 'খেলা যখন ইতিহাস' গ্রন্থটি রচনা করেন -

(ক) বোরিয়া মজুমদার

(খ) কৌশিক বন্দ্যোপাধ্যায়

(গ) রিচার্ড হোল্ট

(ঘ) রামচন্দ্র গুহ

উত্তরঃ (খ) কৌশিক বন্দ্যোপাধ্যায়


১.২ 'আন্তর্জাতিক নারীবর্ষ' হলো -

(ক) ১৯৭০ খ্রিস্টাব্দে

(খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯৯৫ খ্রিস্টাব্দে

(ঘ) ২০০৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে


১.৩ 'কোলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস' অন্তর্গত হবে -

(ক) পরিবেশের ইরিহাস

(খ) খেলাধুলার ইতিহাস

(গ) বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস

(ঘ) স্থাপত্য শিল্পের ইতিহাস

উত্তরঃ (গ) বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস


১.৪ 'সংবাদ প্রভাকর' পত্রিকার সম্পাদক ছিলেন -

(ক) বিপিনচন্দ্র পাল

(খ) রামমোহন রায়

(গ) ঈশ্বর গুপ্ত

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ (গ) ঈশ্বর গুপ্ত


১.৫ বিজয়কৃষ্ণ গোস্বামীর 'যোগসাধনা বিষয়ক' গ্রন্থটি হলো -

(ক) নিরোগ

(খ) প্রশ্নোত্তর

(গ) যোগাধার

(ঘ) ধ্যানযোগ

উত্তরঃ (খ) প্রশ্নোত্তর


১.৬ হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা হলেন -  

(ক) ডিরোজিও

(খ) আলেকজান্ডার ডাফ

(গ) মেকলে

(ঘ) ডেভিড হেয়ার

উত্তরঃ (ঘ) ডেভিড হেয়ার


১.৭ 'বামাবোধিনী' পত্রিকা প্রকাশিত হয় -

(ক) ১৮৫৩ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬৩ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৬৩ খ্রিস্টাব্দে


১.৮ 'পটলডাঙ্গা অ্যাকাডেমির' বর্তমান নাম -

(ক) বেথুন স্কুল

(খ) হেয়ার স্কুল

(গ) বিশপ স্কুল

(ঘ) লরেটো স্কুল

উত্তরঃ (খ) হেয়ার স্কুল


১.৯ 'জঙ্গমহল' গড়ে ওঠে যে বিদ্রোহের ফলে -

(ক) চূয়াড় বিদ্রোহ

(খ) কোল বিদ্রোহ

(গ) সাঁওতাল বিদ্রোহ

(ঘ) মুন্ডা বিদ্রোহ

উত্তরঃ (গ) সাঁওতাল বিদ্রোহ


১.১০ ছিয়াত্তরের মন্বন্তরের সময় সংগঠিত বিদ্রোহ হলো -

(ক) নীল বিদ্রোহ

(খ) মুন্ডা বিদ্রোহ

(গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ

(ঘ) চূয়াড় বিদ্রোহ

উত্তরঃ (ঘ) চূয়াড় বিদ্রোহ


Download History App : Madhyamik History Suggestion 2022


১.১১ মুন্ডা বিদ্রোহকে বলা হয় -

(ক) হুল

(খ) শিঙবোঙ

(গ) দামিন-ই-কোহ

(ঘ) উলগুলান

উত্তরঃ (ঘ) উলগুলান


১.১২ ফরাজি আন্দোলনের প্রবর্তক হলেন -

(ক) তিতুমির

(খ) দুদু মিঞা

(গ) হাজি শরিয়ৎ উল্লাহ

(ঘ) সৈয়দ আহমেদ

উত্তরঃ (গ) হাজি শরিয়ৎ উল্লাহ


১.১৩ সমসাময়িক যে পত্রিকাটি সিপাহী বিদ্রোহের সমর্থন করেছিল, সেটি হলো -

(ক) সংবাদ প্রভাকর

(খ) সমাচার সুধাবর্ষণ

(গ) বঙ্গদূত

(ঘ) সোমপ্রকাশ

উত্তরঃ (খ) সমাচার সুধাবর্ষণ


১.১৪ 'বঙ্গভাষা প্রকশিকা সভা' অবলুপ্ত হয়েছিল -

(ক) সরকারি দমননীতির জন্য

(খ) দলাদলির জন্য

(গ) সদস্যদের পদত্যাগের জন্য

(ঘ) জনস্বার্থবিরোধী কাজের জন্য

উত্তরঃ (খ) দলাদলির জন্য


১.১৫ ভারতের Uncle Toms Cabin' বলা হয় -

(ক) গোরা উপন্যাসকে

(খ) বর্তমান ভারতকে

(গ) নীলদর্পণ নাটককে

(ঘ) আনন্দমঠ উপন্যাসকে

উত্তরঃ (গ) নীলদর্পণ নাটককে


১.১৬ ভারত সভার প্রথম সভাপতি ছিলেন -

(ক) সুরেন্দ্রনাথ ব্যানার্জী

(খ) আনন্দমোহন বসু

(গ) রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

(ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ (ক) সুরেন্দ্রনাথ ব্যানার্জী


১.১৭ বাংলা ভাষায় প্রথম সচিত্র গ্রন্থ প্রকাশের কৃতিত্ব -

(ক) হ্যালহেডের

(খ) উইলিয়াম কেরির

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) গঙ্গাকিশোর ভট্টাচার্যের

উত্তরঃ (ঘ) গঙ্গাকিশোর ভট্টাচার্যের


১.১৮ প্রথম নোবেল পুরস্কারপ্রাপ্ত ভারতীয় বৈজ্ঞানিক ছিলেন -

(ক) জগদীশচন্দ্র বসু

(খ) প্রফুল্লচন্দ্র রায়

(গ) চন্দ্রশেখর ভেঙ্কটরমন

(ঘ) সত্যেন্দ্রনাথ বসু

উত্তরঃ (গ) চন্দ্রশেখর ভেঙ্কটরমন


১.১৯ 'সন্দেশ' পত্রিকার সম্পাদক ছিলেন -

(ক) মহেন্দ্রলাল সরকার

(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর

(গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(ঘ) সুকুমার রায়

উত্তরঃ (গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী


১.২০ প্রথম বাঙালি কারিগর হলেন -

(ক) তারকনাথ পালিত

(খ) গোলকচন্দ্র নন্দী

(গ) শিবচন্দ্র নন্দী

(ঘ) প্রমথনাথ বসু

উত্তরঃ (খ) গোলকচন্দ্র নন্দী


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close