ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 841
বিভাগ - খ
২। যে-কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে)
Download History App : Madhyamik History Suggestion 2022
উপবিভাগ ঃ ২.১
একটি বাক্যে উত্তর দাও ঃ
২.১.১ প্রথম বাংলা রঙিন চলচ্চিত্রের নাম কী?
উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা
২.১.২ 'নববিধান' কে ঘোষণা করেন?
উত্তরঃ কেশবচন্দ্র সেন
২.১.৩ সৈয়দ আহমেদ কে ছিলেন?
উত্তরঃ রায়বেরিলিতে ওয়াহাবি আন্দোলনের নেতা
২.১.৪ 'বন্দেমাতরম' সংগীতটি কত সালে রচিত হয়?
উত্তরঃ ১৮৭৫ সালে
উপবিভাগ ঃ ২.২
ঠিক বা ভুল নির্ণয় কর ঃ
২.২.১ বিশ্বভারতীয় প্রথম আচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ ঠিক
২.২.২ 'জীবনের ঝরাপাতা' হল একটি স্মৃতিকথা মূলক গ্রন্থ।
উত্তরঃ ঠিক
২.২.৩ 'নীলদির্পণ' নাটকটি প্রকাশিত হয় ঢাকা থেকে।
উত্তরঃ ঠিক
২.২.৪ ফরাজি আন্দোলনের প্রধান নেতা ছিলেন মহম্মদ মুসিন।
উত্তরঃ ভুল
উপবিভাগ ঃ ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও ঃ
উত্তরঃ
Download History App : Madhyamik History Suggestion 2022
উপবিভাগ ঃ ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করো ঃ
২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা
২.৪.২ সিপাহী বিদ্রোহের একটি কেন্দ্র
২.৪.৩ বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের প্রধান কেন্দ্র
২.৪.৪ শান্তিনিকেতন
উপবিভাগ ঃ ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো ঃ
২.৫.১ বিবৃতি ঃ সোমপ্রকাশ পত্রিকা ছিল বঙ্গীয় জাতীয় জাগরণের এক নির্ভরযোগ্য দলিল।
ব্যাখ্যা ১ ঃ এই পত্রিকা বাংলার নবজাগরণে সাহায্য করেছিল।
ব্যাখ্যা ২ ঃ এই পত্রিকায় সমাজশিক্ষা, অরথনীতি ও রাজনীতি সংক্রান্ত নির্ভিক বক্তব্য প্রকাশিত হত।
ব্যাখ্যা ৩ ঃ বাংলার অধিকাংশ মানুষ এই পত্রিকা পড়তো।
উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ এই পত্রিকা বাংলার নবজাগরণে সাহায্য করেছিল।
২.৫.২ বিবৃতি ঃ 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকা ছিল একটি ব্যতিক্রমী পত্রিকা।
ব্যাখ্যা ১ ঃ সম্পাদক হরিনাথ ছিলেন অভিজ্ঞ সাংবাদিক।
ব্যাখ্যা ২ ঃ এই পত্রিকায় নীল বিদ্রোহ সমর্থিত হয়।
ব্যাখ্যা ৩ ঃ এর আগে কোনো সংবাদপত্রে গ্রামের কথা বলা হয়নি।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ এর আগে কোনো সংবাদপত্রে গ্রামের কথা বলা হয়নি।
২.৫.৩ বিবৃতি ঃ ১৮৫৮ খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্র জারি হয়।
ব্যাখ্যা ১ ঃ এই ঘোষণার দ্বারা ভারতে কোম্পানির শাসনের সূচনা হয়।
ব্যাখ্যা ২ ঃ এই ঘোষণার দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান হয়।
ব্যাখ্যা ৩ ঃ এই ঘোষণার দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে এবং মহারানির শাসনের সূচনা হয়।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ এই ঘোষণার দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে এবং মহারানির শাসনের সূচনা হয়।
২.৫.৪ বিবৃতি ঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় গ্রন্থ রচনা করেন।
ব্যাখ্যা ১ ঃ ব্যবসায়িক উদ্দেশ্যে রচিত হয়।
ব্যাখ্যা ২ ঃ মাতৃভাষার মাধ্যমে গণ-শিক্ষার প্রসারের জন্য।
ব্যাখ্যা ৩ ঃ নিজের সুনাম বৃদ্ধির জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ মাতৃভাষার মাধ্যমে গণ-শিক্ষার প্রসারের জন্য।
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ