Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 841 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 841 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 841


বিভাগ - ক


১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ


Download History App : Madhyamik History Suggestion 2022


১.১ কিচেন গার্ডেনের ব্যবহার ভারতীয়রা শিখেছিল -

(ক) ইংরেজদের কাছ থেকে

(খ) ফরাসীদের কাছ থেকে

(গ) ওলন্দাজদের কাছ থেকে

(ঘ) পর্তুগীজদের কাছ থেকে

উত্তরঃ (গ) ওলন্দাজদের কাছ থেকে


১.২ 'চিপকো' আন্দোলন যে আন্দোলনের সঙ্গে যুক্ত -

(ক) পরিবেশ আন্দোলন

(খ) নারী আন্দোলন

(গ) খাদ্য আন্দোলন

(ঘ) বিজ্ঞান আন্দোলন

উত্তরঃ (ক) পরিবেশ আন্দোলন


১.৩ মোহনবাগান ক্লাব প্রথম আই এফ এ শিল্ড জয় করে -

(ক) ১৮৮১ খ্রিস্টাব্দে

(খ) ১৯১১ খ্রিস্টাব্দে

(গ) ১৯২০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৫১ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৯১১ খ্রিস্টাব্দে


১.৪ সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে -

(ক) বিদেশী মুদ্রা

(খ) সরকারের আমদানি করা সোনা

(গ) সামরিক সরঞ্জম

(ঘ) সরকারি বিভিন্ন দপ্ত্রের প্রতিবেদন

উত্তরঃ (ঘ) সরকারি বিভিন্ন দপ্ত্রের প্রতিবেদন


১.৫ 'মহারানীর বিরোধী পক্ষ' নামে পরিচিত ছিল যে পত্রিকা -

(ক) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা

(খ) বামাবোধিনী

(গ) গ্রামবার্তা প্রকাশিকা

(ঘ) সোমপ্রকাশ

উত্তরঃ (ক) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা


১.৬ মেয়েদের মধ্যে প্রথম এমএ পাশ করেন -

(ক) কাদম্বিনী বসু

(খ) চন্দ্রমুখী বসু

(গ) কমলা বসু

(ঘ) জানকী বসু

উত্তরঃ (খ) চন্দ্রমুখী বসু


১.৭ 'স্কটিশচার্চ' কলেজ প্রতিষ্ঠিত হয় -

(ক) ১৮৩০ খ্রিস্টাব্দে

(খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮৩০ খ্রিস্টাব্দে


১.৮ বাংলার নবজাগরণকে 'তথাকথিত নবজাগরণ' বলেছেন -

(ক) সুশোভন সরকার

(খ) যদুনাথ সরকার

(গ) অমলেশ ত্রিপাঠী

(ঘ) অশোক মিত্র

উত্তরঃ (ঘ) অশোক মিত্র


১.৯ ফরেস্ট চার্টার অ্যাক্ট বা আরণ্য সনদ পাশ হয় -

(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯৬৪ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে


১.১০ 'চাইবাসার' যুদ্ধে পরাজিত হয় -

(ক) সাঁওতালরা

(খ) ইংরেজরা

(গ) কোলরা

(ঘ) মুন্ডারা

উত্তরঃ (গ) কোলরা


Download History App : Madhyamik History Suggestion 2022


১.১১ বাংলার প্রথম কৃষক বিদ্রোহ হয় -

(ক) রংপুর বিদ্রোহ

(খ) পাবনা কৃষক বিদ্রোহ

(গ) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ

(ঘ) নীল বিদ্রোহ

উত্তরঃ (খ) পাবনা কৃষক বিদ্রোহ


১.১২ ১৮৬০ খ্রিস্টাব্দে গঠিত নীল কমিশনের একমাত্র ভারতীয় সদস্য ছিলেন -

(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(খ) চন্দ্রমোহন চট্টোপাধ্যায়

(গ) শিশির কুমার ঘোষ

(ঘ) দীনবন্ধু মিত্র

উত্তরঃ (খ) চন্দ্রমোহন চট্টোপাধ্যায়


১.১৩ 'The Indian War of Independence' রচনা করেন -

(ক) বিনায়ক দামোদর সাভারকার

(খ) রমেশচন্দ্র মজুমদার

(গ) ডঃ সুরেন্দ্রনাথ সেন

(ঘ) রজনীপাম দত্ত

উত্তরঃ (ক) বিনায়ক দামোদর সাভারকার


১.১৪ 'জমিদার সভার' প্রাণপুরুষ ছিলেন -

(ক) রাজা রাধাকান্ত দেব

(খ) প্রসন্নকুমার ঠাকুর

(গ) দ্বারকানাথ ঠাকুর

(ঘ) প্যারীচাঁদ মিত্র

উত্তরঃ (গ) দ্বারকানাথ ঠাকুর


১.১৫ 'ন্যাশনাল পেপার' যে সংগঠনের মুখপত্র ছিল -

(ক) হিন্দুমেলা

(খ) ভারত সভা

(গ) জমিদার সভা

(ঘ) ইন্ডিয়ান লীগ

উত্তরঃ (ক) হিন্দুমেলা


১.১৬ 'রাজা হরিশচন্দ্র' হল একটি -

ক) একটি নাটকের নাম

(খ) একটি সিনেমার নাম

(গ) একটি ব্যাঙ্গচিত্রের নাম

(ঘ) একটি উপন্যাসের নাম

উত্তরঃ (খ) একটি সিনেমার নাম


১.১৭ 'শ্রীরামপুর মিশন প্রেস' প্রতিষ্ঠিত হয় -

(ক) ১৭৭৮ খ্রিস্টাব্দে

(খ) ১৭৮০ খ্রিস্টাব্দে

(গ) ১৭৮৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮০০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৮০০ খ্রিস্টাব্দে


১.১৮ বাঙালির লেখা প্রথম বাংলা ছাপা বই হল -

(ক) বর্ণপরিচয়

(খ) প্রতাপাদিত্য চরিত্র

(গ) অন্নদামঙ্গল

(ঘ) বিদ্যাসুন্দর 

উত্তরঃ (খ) প্রতাপাদিত্য চরিত্র


১.১৯ ভারতবর্ষে সর্বপ্রাচীন মৌলিক বিজ্ঞান গবেষণাগার হল -

(ক) বসু বিজ্ঞান মন্দির

(খ) কলকাতা বিজ্ঞান কলেজ

(গ) ভারতবর্ষীয় বিজ্ঞানসভা

(ঘ) বঙ্গীয় বিজ্ঞান পরিষদ

উত্তরঃ (গ) ভারতবর্ষীয় বিজ্ঞানসভা


১.২০ 'বেঙ্গল টেকনিক্যাল ইন্সস্টিটিউটের' প্রথম অধ্যক্ষ ছিলেন -

(ক) প্রমথনাথ বসু

(খ) নীলরতন সরকার

(গ) অরবিন্দ ঘোষ

(ঘ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়

উত্তরঃ (ক) প্রমথনাথ বসু


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close