ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022
BENGALI
PAGE - 58
বিভাগ - ক
১। সঠিক বিকল্পটি নির্বাচন করো ঃ
১.১ 'খুবই অদ্ভুত কথা' -
(ক) বুড়ো কর্তা দূরদর্শী লোক ছিলেন
(খ) বড়ো পিসিমার বিয়ে হয়নি
(গ) বড়ো বাড়ির সব কিছুই বড়ো পিসিমার নয়মে চলে
(ঘ) বড়ো পিসিমা সবসময় ঠেস দিয়ে কথা বলে
উত্তরঃ (খ) বড়ো পিসিমার বিয়ে হয়নি
১.২ 'ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে।' - বাসিনীর ছুটে আসার কারণ হল -
(ক) উচ্ছব ডেকচি চুরি করে পালাচ্ছিল
(খ) উচ্ছব না খেয়ে রাগ করে চলে যাচ্ছিল
(গ) উচ্ছব অশৌচ ভাত খেতে যাচ্ছিল
(ঘ) উচ্ছব দেশে পালিয়ে যাচ্ছিল
উত্তরঃ (গ) উচ্ছব অশৌচ ভাত খেতে যাচ্ছিল
১.৩ 'নইলে দোষ লাগবে।' - কী না করলে দোষ লাগবে -
(ক) রাতের মধ্যে ব্রাহ্মণ না ডাকলে
(খ) রাতের মধ্যে তান্ত্রিক না এলে
(গ) সঠিক সময় হোম-যজ্ঞ না হলে
(ঘ) রাতের মধ্যে সৎকার না হলে
উত্তরঃ (ঘ) রাতের মধ্যে সৎকার না হলে
১.৪ রাঢ় বাংলার পৌষ মাসের শীতের বৃষ্টিকে ভদ্রলোকে বলে -
(ক) ডাওর
(খ) ফাঁপি
(গ) পউয়ে বাদলা
(ঘ) এগুলির কোনোটিই নয়
উত্তরঃ (গ) পউয়ে বাদলা
১.৫ 'বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল - চৌকিদার যে পরামর্শ দিয়েছিল -
(ক) দোকান বন্ধ করতে
(খ) দাঙ্গা থামাতে
(গ) বুড়ির সেবা করতে
(ঘ) বুড়িকে নদীকে ফেলে আসতে
উত্তরঃ (ঘ) বুড়িকে নদীকে ফেলে আসতে
১.৬ কবি শক্তি চট্টোপাধ্যায়ের 'আমি দেখি' কবিতাটি উৎস যে কাব্যগ্রন্থ -
(ক) 'যেতে পারি কিন্তু কেন যাবো
(খ) ছিন্নবিচ্ছিন্ন
(গ) অঙ্গুরী তোর হিরন্যজল
(ঘ) পাড়ের কাঁথা মাটির বাড়ি
উত্তরঃ (গ) অঙ্গুরী তোর হিরন্যজল
১.৭ 'মহুয়ার দেশ' কবিতায় মানুষের চোখে হানা দেয় -
(ক) ধুলোর কলঙ্ক
(খ) ক্লান্ত দুঃস্বপ্ন
(গ) গভীর ঘুম
(ঘ) গভীর বেদনা
উত্তরঃ (খ) ক্লান্ত দুঃস্বপ্ন
১.৮ 'চিনিলাম আপনারে' - কবি নিজেকে চিনলেন
(ক) বেদনায় আঘাতে
(খ) রক্তের অক্ষরে
(গ) দুঃখে-শোকে
(ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়
উত্তরঃ (ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়
১.৯ 'তার নাকি দারুণ বক্স অফিস' - কীসের -
(ক) প্রেমের নাটকের
(খ) সামাজিক নাটকের
(গ) দুঃখের নাটকের
(ঘ) হাসির নাটকের
উত্তরঃ (ঘ) হাসির নাটকের
অথবা, 'রাজনীতি বড়ো কূট' - কথাটি বলেছিলেন -
(ক) রজনী
(খ) মহম্মদ
(গ) কালীনাথ
(ঘ) কিংলিয়র
উত্তরঃ (ক) রজনী
১.১০ 'একেবারে বেঘোরে মারা পড়ব তাহলে।' - একথা বলেছিলেন -
(ক) কালীপদ সেন
(খ) কালীনাথ সেন
(গ) কালীকিঙ্কর সেন
(ঘ) পেটম্যান
উত্তরঃ (খ) কালীনাথ সেন
অথবা, 'বিশ্বভারতী-ই কি পারমিশন দেবে?' - বিশ্বভারতী যা পারমিশন দেবে না তা হল -
(ক) বিকৃত সুরে ভেঙে মোর ঘরের চাবি গান গাওয়া
(খ) ন্যাকামির ভঙ্গিতে মালতীলতা দোলে গানটি পাওয়া
(গ) রবীন্দ্রসংগীত যে রাতে মোর অন্যভাবে গাওয়া
(ঘ) এগুলির কোণোটিই নয়
উত্তরঃ (খ) ন্যাকামির ভঙ্গিতে মালতীলতা দোলে গানটি পাওয়া
১.১১ 'শিল্পকে যে মানুষ ভালোবেসেছে -।' রজনীকান্তের মতে তার -
(ক) বার্ধক্য নেই
(খ) একাকীত্ব নেই
(গ) রোগ নেই
(ঘ) সবগুলোই সঠিক
উত্তরঃ (ক) বার্ধক্য নেই
অথবা, 'কাবুকি' থিয়েটার দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন -
(ক) আইনস্টাইন
(খ) আইজেন স্টাইন
(গ) বার্নাড শ
(ঘ) শম্ভু মিত্র
উত্তরঃ (খ) আইজেন স্টাইন
১.১২ "তাহলে সে রাজনীতি আমার জন্য নয়।" - মহম্মদের এই উক্তির মূলে অন্যতম কারণ হল ঔরঙ্গজেবের -
(ক) পিতাকে হত্যা করা
(খ) পিতাকে সিংহাসনচ্যুত করা
(গ) অবাধ লুন্ঠনের আকাঙ্ক্ষা
(ঘ) রণলিপ্সা
উত্তরঃ (খ) পিতাকে সিংহাসনচ্যুত করা
অথবা, 'হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়।' - আওয়াজটি হল -
(ক) ফ্যান চাই ভাত চাই
(খ) অন্ন চাই গৃহ চাই
(গ) চাল চাই কাপড় চাই
(ঘ) এগুলির কোনোটিই নয়
উত্তরঃ (গ) চাল চাই কাপড় চাই
১.১৩ "যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না।" - একথা বলেছিলেন -
(ক) লেখকের মা
(খ) লেখকের স্কুলের মাস্টারমশাই
(গ) লেখকের মায়ের বান্ধবী
(ঘ) গুরু নানক
উত্তরঃ (খ) লেখকের স্কুলের মাস্টারমশাই
অথবা, "দশ-দশ বছরের এক-একজন।" - উদ্ভব হন -
(ক) মহান নেতা
(খ) মহান সম্রাট
(গ) বাদশাহ
(ঘ) মহামানব
উত্তরঃ (ঘ) মহামানব
১.১৪ দুটি স্বাধীন রূপমূলের সমবায়কে বলা হয় -
(ক) ক্যানবেরি রূপমূল
(খ) আভিধানিক রূপমূল
(গ) মিশ্র রূপমূল
(ঘ) জটিল রূপমূল
উত্তরঃ (গ) মিশ্র রূপমূল
১.১৫ শিশুরা কীভাবে কথা বলে, কীভাবে বাক্য তৈরি করে, তার ধারাবাহিক বিশ্লেষণ করে -
(ক) স্নায়ুভাষা বিজ্ঞান
(খ) মনোভাষা বিজ্ঞান
(গ) নৃভাষা বিজ্ঞান
(ঘ) শৈলী বিজ্ঞান
উত্তরঃ (খ) মনোভাষা বিজ্ঞান
১.১৬ 'নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক বলা হয় -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুরকে
(খ) গগনেন্দ্রনাথ ঠাকুরকে
(গ) অবনীন্দ্রনাথ ঠাকুরকে
(ঘ) নন্দলাল বসুকে
উত্তরঃ (গ) অবনীন্দ্রনাথ ঠাকুরকে
১.১৭ 'দিল্লি দরবার তথ্যচিত্রটি নির্মাণ করেন -
(ক) হরিসাধন দাশগুপ্ত
(খ) হীরালাল সেন
(গ) বিমল রায়
(ঘ) সত্যজিৎ রায়
উত্তরঃ (খ) হীরালাল সেন
১.১৮ "ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট" প্রতিষ্ঠা করেন -
(ক) প্রিয়দারঞ্জন রায়
(খ) নীলরতন ধর
(গ) সত্যেন্দ্রনাথ বসু
(ঘ) প্রশান্তচন্দ্র মহলানবিশ
উত্তরঃ (ঘ) প্রশান্তচন্দ্র মহলানবিশ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ