ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 937
বিভাগ - ক
১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ
Download History App : Madhyamik History Suggestion 2022
১.১ 'সত্তর বৎসর' কার অসম্পূর্ণ আত্মজীবনী -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সরলাদেবী চৌধুরানী
(গ) চিত্তরঞ্জন দাশ
(ঘ) বিপিনচন্দ্র পাল
উত্তরঃ (ঘ) বিপিনচন্দ্র পাল
১.২ 'নতুন সামাজিক ইতিহাসচর্চা' শুরু হয় -
(ক) ১৯৪০-এর দশকে
(খ) ১৯৫০ -এর দশকে
(গ) ১৯৬০ -এর দশকে
(ঘ) ১৯৯০ -এর দশকে
উত্তরঃ (গ) ১৯৬০ -এর দশকে
১.৩ এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় -
(ক) ১৭৮০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৮৪ খ্রিস্টাব্দে
(গ) ১৭৫৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৬৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৭৮৪ খ্রিস্টাব্দে
১.৪ হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় -
(ক) ১৮১৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮১৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে
১.৫ 'ভারতের প্রথম সংবাদপত্র' হিকি সাহেবের -
(ক) সমাচার দর্পন
(খ) বিগদর্শন
(গ) বেঙ্গল গেজেট
(ঘ) অমৃতিবাজার পত্রিকা
উত্তরঃ (গ) বেঙ্গল গেজেট
১.৬ 'কলকাতা মেডিক্যাল কলেজ' স্থাপিত হয় -
(ক) ১৮৩৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
১.৭ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে -
(ক) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(গ) ১৭৫৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮৫৮ খ্রিস্টাব্দে
Download History App : Madhyamik History Suggestion 2022
১.৮ 'বাঁশের কেল্লা' তৈরি করেন -
(ক) দুদুমিঁয়া
(খ) তিতুমির
(গ) সৈয়দ আহমেদ
(ঘ) করম শাহ
উত্তরঃ (খ) তিতুমির
১.৯ 'খুঁৎকাঠি' প্রথা যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল -
(ক) রঙপুর বিদ্রোহ
(খ) সন্ন্যাসী বিদ্রোহ
(গ) মুন্ডা বিদ্রোহ
(ঘ) পাবনা বিদ্রোহ
উত্তরঃ (গ) মুন্ডা বিদ্রোহ
১.১০ মহাবিদ্রোহ হয়েছিল -
(ক) ১৭৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৭৫৭ খ্রিস্টাব্দে
১.১১ 'ভারত সভা' প্রতিষ্ঠিত হয় -
(ক) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
১.১২ 'ভারতমাতা' চিত্রটি আঁকেন -
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) নন্দলাল বসু
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
১.১৩ 'হিন্দুমেলা' প্রতিষ্ঠা করেন -
(ক) নবগোপাল মিত্র
(খ) রাজনারায়ণো বসু
(গ) বিনায়ক দামোদর সাভারকর
(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ (ক) নবগোপাল মিত্র
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ