ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 743
বিভাগ -খ
২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে) ঃ
Download History App : Madhyamik History Suggestion 2022
উপবিভাগ ঃ ২.১
একটি বাক্যে উত্তর দাও ঃ
২.১.১ মোহনবাগান প্রথম কবে IFA শিল্ড জেতে?
উত্তরঃ ১৯১১ সালে
২.১.২ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিকপত্রিকা কোন্টি?
উত্তরঃ সোমপ্রকাশ
২.১.৩ শিক্ষা সংক্রান্ত কোন প্রতিবেদনকে 'ম্যাগনাকার্টা' (Magnacarta) বলা হয়?
উত্তরঃ উডের ডেসপ্যাচ
২.১.৪ 'হুল কথার অর্থ কী?
উত্তরঃ বিদ্রোহ
উপবিভাগ ঃ ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো -
২.২.১ "India wins freedom' গ্রন্থটির রচয়িতা হলেন জওহরলাল নেহেরু।
উত্তরঃ ভুল
২.২.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য হলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
উতরঃ ঠিক
২.২.৩ বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
উত্তরঃ ভুল
২.২.৪ 'মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলিপ্রদত্ত' - এটি স্বামী বিবেকানন্দের উক্তি।
উত্তরঃ ঠিক
উপবিভাগ ঃ ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও ঃ
উত্তরঃ
উপবিভাগ ঃ ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো ঃ
২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা
২.৪.২ নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র ঃ যশোর
২.৪.৩ চুয়াড় বিদ্রোহের এলাকা
২.৪.৪ মহাবিদ্রোহের কেন্দ্র ঃ ব্যারাকপুর
উপবিভাগ ঃ ২.৫
২.৫.১ বিবৃতি ঃ ঔপনিবেশিক শিক্ষা প্রণালী হল 'কলের প্রণালী'।
ব্যাখ্যা ১ ঃ ঔপনিবেশিক শিক্ষা প্রণালীর মূল উদ্দেশ্য ছিল।
ব্যাখ্যা ২ ঃ ঔপনিবেশিক শিক্ষা প্রণালীর মূল উদ্যোগ ছিল।
ব্যাখ্যা ৩ ঃ জ্ঞান নির্ভর শিক্ষা প্রণালীতে ভারতীয় জীবনাদর্শ ও রীতিনীতি উপেক্ষিত হয়।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ জ্ঞান নির্ভর শিক্ষা প্রণালীতে ভারতীয় জীবনাদর্শ ও রীতিনীতি উপেক্ষিত হয়।
২.৫.২ বিবৃতি ঃ ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।
ব্যাখ্যা ১ ঃ বৈজ্ঞানিক গবেষণাগার শিক্ষা প্রদানের জন্য।
ব্যাখ্যা ২ ঃ কারগরি শিক্ষার উন্নতির জন্য।
ব্যাখ্যা ৩ ঃ জাতীয় শিক্ষা প্রদানের জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ জাতীয় শিক্ষা প্রদানের জন্য।
২.৫.৩ বিবৃতি ঃ চার্লস উইলকিনস 'বাংলার গুটেনবার্গ' নামে পরিচিত!
ব্যাখ্যা ১ ঃ তিনি সর্বপ্রথম বাংলার মুদ্রণ-কৌশল প্রবর্তন করেন।
ব্যাখ্যা ২ ঃ তিনি বাংলা মুদ্রণের জন্য মুদ্রাক্ষর তৈরি করেন।
ব্যাখ্যা ৩ ঃ গুটেনবার্গের পরামর্শ মতো মুদ্রণ প্রক্রিয়া শুরু করেন।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ তিনি বাংলা মুদ্রণের জন্য মুদ্রাক্ষর তৈরি করেন।
২.৫.৪ বিবৃতি ঃ গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রগুলিতে বাঙালিবাবুদের সমালোচনা করেছেন।
ব্যাখ্যা ১ ঃ বাঙালিবাবুরা পাশ্চাত্য সভ্যতার অনুরাগী ছিলেন।
ব্যাখ্যা ২ ঃ বাঙালিবাবুরা শিক্ষিত ছিলেন।
ব্যাখ্যা ৩ ঃ বাঙালিবাবুরা ধনী ছিলেন।
উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ বাঙালিবাবুরা পাশ্চাত্য সভ্যতার অনুরাগী ছিলেন।
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ