LightBlog
Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 766 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 766 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 766


বিভাগ - ক


১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ


Download History App : Madhyamik History Suggestion 2022


১.১ 'ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন' গ্রন্থটি লেখেন -

(ক) রুশো

(খ) মিশেল ফুকো

(গ) ফারনান্ড ব্রদেল

(ঘ) পার্থ ঘোষ

উত্তরঃ (খ) মিশেল ফুকো


১.২ ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র হল -

(ক) রাজা হরিশচন্দ্র

(খ) আলম আরা

(গ) বিল্বমঙ্গল

(ঘ) আওয়ারা

উত্তরঃ (ক) রাজা হরিশচন্দ্র


১.৩ ভারতীয় হকি প্রথম অলিম্পিক সোনা জেতে -

(ক) ১৯২৮ খ্রিস্টাব্দে

(খ) ১৯৩২ খ্রিস্টাব্দে

(গ) ১৯৩৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯২৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৯২৮ খ্রিস্টাব্দে


১.৪ ভারতীয় গণনাট্য সংঘ তৈরি হয় (আই পি টি এ) -

(ক) ১৯৪৩ 

(খ) ১৯৪২

(গ) ১৯৩৮

(ঘ) ১৯৪০

উত্তরঃ (ক) ১৯৪৩ 


১.৫ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন -

(ক) লর্ড কার্জন

(খ) লর্ড ক্যানিং

(গ) লর্ড বেন্টিক

(ঘ) লর্ড ওয়েলেসলি

উত্তরঃ (গ) লর্ড বেন্টিক


১.৬ ভারতের প্রথম ভাইসরয় হলেন -

(ক) ওয়ারেন হেস্টিংস

(খ) লর্ড কর্ণওয়ালিস

(গ) লর্ড ক্যানিং

(ঘ) লর্ড মাউন্টব্যাটেন

উত্তরঃ (গ) লর্ড ক্যানিং


১.৭ মধুসূদন গুপ্ত ছিলেন -

(ক) মেডিকেল ছাত্র

(খ) বিপ্লবী

(গ) সম্পাদক

(ঘ) শ্রমিক নেতা

উত্তরঃ (ক) মেডিকেল ছাত্র


১.৮ ঊনবিংশ শতাব্দীকে 'সভা-সমিতির যুগ' বলেছেন -

(ক) রমেশচন্দ্র মজুমদার

(খ) নিমাইসাধন বসু

(গ) অনিল শীল

(ঘ) রণজিৎ গুহ

উত্তরঃ (গ) অনিল শীল


১.৯ দুর্জন সিং ছিলেন -

(ক) কোল বিদ্রোহের নেতা 

(খ) সাঁওতাল বিদ্রোহের নেতা

(গ) মুন্ডা বিদ্রোহের নেতা

(ঘ) চুয়াড় বিদ্রোহের নেতা

উত্তরঃ (ঘ) চুয়াড় বিদ্রোহের নেতা


১.১০ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় -

(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৮খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে


১.১১ সিধু নেতা ছিলেন -

(ক) সাঁওতাল বিদ্রোহের 

(খ) ভিল বিদ্রোহের 

(গ) মুন্ডা বিদ্রোহের

(ঘ) কোল বিদ্রহের

উত্তরঃ (ক) সাঁওতাল বিদ্রোহের 


১.১২ বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন -

(ক) তিতুমির 

(খ) দুদুমিঞা

(গ) দিগম্বর বিশ্বাস

(ঘ) বিনয় বসু

উত্তরঃ (ক) তিতুমির 


১.১৩ 'বর্ণপরিচয়' প্রথম প্রকাশিত হয় -

(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে


১.১৪ 'ভারত সভার' প্রথম সভাপতি ছিলেন -

(ক) আনন্দমোহন বসু

(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(গ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

(ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ (গ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়


১.১৫ আধুনিক ভারতীয় চিত্ররীতির জনক হলেন -

(ক) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(গ) গগনেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর


১.১৬ 'খুৎকাঠি' কথার অর্থ হল -

(ক) বেগার শ্রম

(খ) যৌথ মালিকানা

(গ) ব্যক্তিগত মালিকানা

(ঘ) দাদন

উত্তরঃ (খ) যৌথ মালিকানা


১.১৭ ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন -

(ক) পর্তুগিজরা

(খ) ইংরেজরা

(গ) দিনেমাররা

(ঘ) ফরাসীরা

উত্তরঃ (ক) পর্তুগিজরা


১.১৮ প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার হলেন -

(ক) কেশবচন্দ্র সেন

(খ) শিবচন্দ্র নন্দী

(গ) গোলকচন্দ্র নন্দী

(ঘ) সুরেশচন্দ্র 

উত্তরঃ (খ) শিবচন্দ্র নন্দী


১.১৯ বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন -

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) রথীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ঘ) রথীন্দ্রনাথ ঠাকুর


১.২০ বামাবোধিনী পত্রিকার 'বামা' আসলে -

(ক) বালিকারা

(খ) বিধবারা

(গ) দরিদ্র নারীরা

(ঘ) সমগ্র নারীকূল

উত্তরঃ (ঘ) সমগ্র নারীকূল


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close