Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 743 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 743 Part 1

 ABTA MADHYAMIK TEST PAEPRS 2021-2022

HISTORY

PAGE - 743


বিভাগ - ক


 ১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ


Download History App : Madhyamik History Suggestion 2022


১.১ ইউরোপে ক্রীড়া ইতিহাসচর্চা শুরু হয় -

(ক) ১৯৪০-এর দশক

(খ) ১৯২০-এর দশক

(গ) ১৯৭০-এর দশক

(ঘ) ১৯৩০-এর দশক

উত্তরঃ (গ) ১৯৭০-এর দশক


১.২ 'এ নেশন ইন মেকিং' হল - আত্মজীবনী -

(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের

(খ) বিপিনচন্দ্র পালের

(গ) রবীন্দ্রনাথ ঠাকুরের

(ঘ) দাদাভাই গৌরজীর

উত্তরঃ (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের


১.৩ প্রথম নাট্যচার্চার উদ্ভব হয় কোন্‌ দেশে? -

(ক) রোম

(খ) গ্রীস

(গ) পারস্য

(ঘ) প্যারিস

উত্তরঃ (খ) গ্রীস


১.৪ বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হল -

(ক) বঙ্গদর্শন

(খ) সংবাদপত্র

(গ) সম্বাদ কৌমুদি

(ঘ) হিকির বেঙ্গল গেজেট

উত্তরঃ উপরের কোনোটিই নয় (সমাচার দর্পণ)


১.৫ 'বিধবাবিবাহ আইন' পাস হয় -

(ক) ১৮২৯ খ্রিস্টাব্দে

(খ) ১৮৩০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৫৬ খ্রিস্টাব্দে


১.৬ 'নীলদর্পন' নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন -

(ক) মাইকেল মধুসুদন দত্ত

(খ) কালীপ্রসন্ন  সিংহ

(গ) রেভাঃ জেমস লঙ

(ঘ) হরিশ্চচন্দ্র মুখোপাধ্যায়

উত্তরঃ (গ) রেভাঃ জেমস লঙ


১.৭ কোন্‌টি বেমানান? -

(ক) জ্ঞানান্বেষণ

(খ) পার্থেনন

(গ) এথেনিয়াম

(ঘ) ইন্ডিয়ান মিরর

উত্তরঃ (ঘ) ইন্ডিয়ান মিরর


১.৮ লালন ফকির ছিলেন -

(ক) আধ্যাত্মিক সাধক

(খ) সুফী সাধক

(গ) মুসলিম সাধক

(ঘ) বৈষ্ণব সাধক

উত্তরঃ (ক) আধ্যাত্মিক সাধক


১.৯ 'জমি আল্লাহর দান' বলেছিলেন -

(ক) তিতুমির

(খ) গোলাম মাসুম

(গ) দুদু মিঞা

(ঘ) শরিয়ৎ উল্লাহ

উত্তরঃ (গ) দুদু মিঞা


১.১০ 'দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি' গঠন করা হয় -

(ক) কোল বিদ্রোহের পরে

(খ) মুন্ডা বিদ্রোহের পর

(গ) সাঁওতাল বিদ্রোহের পর

(ঘ) ভিল বিদ্রোহের পর

উত্তরঃ (ক) কোল বিদ্রোহের পরে


১.১১ ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে ভাগ করা হয় -

(ক) দুটি স্তরে

(খ) তিনটি স্তরে

(গ) চারটি স্তরে

(ঘ) পাঁচটি স্তরে

উত্তরঃ (খ) তিনটি স্তরে


১.১২ ভারতে প্রথম নীলকর হলেন -

(ক) ব্রান্ডিস 

(খ) জেমস মিল

(গ) বোনার্ড

(ঘ) উইলিয়াম হান্টার

উত্তরঃ (গ) বোনার্ড


১.১৩ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে -

(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

(গ) ১৭৫৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৭ খ্রিস্টব্দে

উত্তরঃ (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে


১.১৪ 'ভারতমাতা' চিত্রটির পূর্ব নাম ছিল -

(ক) রাষ্ট্রমাতা

(খ) বিশ্বমাতা

(গ) বঙ্গমাতা

(ঘ) দেশমাতা

উত্তরঃ (গ) বঙ্গমাতা


১.১৫ 'জাতীয়তাবাদের গীতা' বলা হয় -

(ক) আনন্দমঠকে

(খ) বর্তমান ভারতকে

(গ) গোরাকে

(ঘ) নীলদর্পনকে

উত্তরঃ (ক) আনন্দমঠকে


১.১৬ ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে প্রথম বিক্ষোভ হয়েছিল -

(ক) মিরাট

(খ) নাগপুর

(গ) ব্যারাকপুর

(ঘ) বহরমপুরে

উত্তরঃ (গ) ব্যারাকপুর


১.১৭ বাংলা ভাষায় প্রথম ছাপাবই হল -

(ক) বর্ণপরিচয়

(খ) এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ

(গ) মঙ্গল সমাচার মতিয়েক

(ঘ) অন্নদামঙ্গল

উত্তরঃ (খ) এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ


১.১৮ 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' প্রতিষ্ঠিত হয় -

(ক) হাওড়ায়

(খ) শান্তিনিকেতনে

(গ) কলকাতায়

(ঘ) রিষড়ায়

উত্তরঃ (গ) কলকাতায়


১.১৯ 'শিবপুর বোটানিক্যাল গার্ডেনের' প্রতিষ্ঠাতা হলেন -

(ক) কর্নেল রবার্ট কিঙ

(খ) উইলিয়াম রকসবার্গ

(গ) জেমস রেনেল

(ঘ) জন ম্যাক

উত্তরঃ (ক) কর্নেল রবার্ট কিঙ


১.২০ মুদ্রণশিল্পের প্রথম উদ্ভব ঘটে -

(ক) আরব দেশে

(খ) জার্মানিতে

(গ) চিন দেশে

(ঘ) পর্তুগাল দেশে

উত্তরঃ (গ) চিন দেশে


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close