ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 940
বিভাগ - খ
২.১ নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যেটি ঠিক তার পাশে সত্য যেটি ভুল তার পাশে মিথ্যা লেখো ঃ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২.১.১ অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার পরবর্তী অবস্থা হল পর্যায়ন।
উত্তরঃ সত্য
২.১.২ হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না।
উত্তরঃ সত্য
২.১.৩ গুগলি নদীর মোহনায় লোহাচরা দ্বীপ অবস্থিত।
উত্তরঃ সত্য
২.১.৪ ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা।
উত্তরঃ সত্য
২.১.৫ ভারতের দীর্ঘতম খাল হলো ইন্দিরা গান্ধি খাল।
উত্তরঃ সত্য
২.১.৬ ভারতে সবচেয়ে কম জলসেচযুক্ত কৃষিজমি রয়েছে পাঞ্জাবে।
উত্তরঃ মিথ্যা
২.১.৭ ভারতের প্রাচীন ঐতিহ্যময় কার্পাস বয়ন শিল্প একক বৃহত্তম শিল্প।
উত্তরঃ সত্য
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো সাতটি) ঃ
২.২.১ __________ হলো নরওয়ের বৃহত্তম ফিয়র্ড।
উত্তরঃ সোজনে ফিয়র্ড
২.২.২ পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম হলো __________।
উত্তরঃ ইলাহা দা মারাজো
২.২.৩ কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় _________ বলে।
উত্তরঃ টেরিস
২.২.৪ কচ্ছ উপদ্বীপের লবণাক্ত জলাভূমির নাম __________।
উত্তরঃ কচ্ছের রন
২.২.৫ কাশ্মীর উপত্যকার কারেওয়া মৃত্তিকায় __________ চাষ হয়।
উত্তরঃ জাফরান
২.২.৬ ___________ শিল্পকে সকল শিল্পের মেরুদন্ড বলে।
উত্তরঃ লৌহ-ইস্পাত শিল্পকে
২.২.৭ ভারতের ইস্পাতনগরী __________ কে বলা হয়।
উত্তরঃ জামশেদপুরকে
২.২.৮ ভারত __________ বন্দর কফি রপ্তানিতে বিখ্যাত।
উত্তরঃ নিউ ম্যাঙ্গালোর
২.৪ 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও ঃ
উত্তরঃ
২.৩ একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
৩.১ প্লাবনভূমি, ব-দ্বীপ নদীর কোন প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি হয়?
উত্তরঃ সঞ্চয় প্রক্রিয়া
৩.২ সমপ্রায় ভূমিতে কঠিন শিলা দ্বারা গঠিত অবশিষ্ট পাহাড়গুলিকে কী বলে?
উত্তরঃ মোনাডনক
৩.৩ ভারতের থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে কী বলা হয়?
উত্তরঃ ধ্রিয়ান
৩.৪ ভারতের বৃহত্তম কয়ালের নাম কী?
উত্তরঃ ভেম্বানাদ
৩.৫ কুমায়ুন হিমালয়ে অবস্থিত হিমবাহসৃষ্ট হ্রদগুলিকে কি বলে?
উত্তরঃ তাল
৩.৬ সোনালি তন্তু কাকে বলা হয়?
উত্তরঃ কার্পাসকে
৩.৭ ভারতের প্রবেশদ্বার কাকে বলে?
উত্তরঃ মুম্বাইকে
৩.৮ ২০১১ সালে আদমসুমারী অনুযায়ী ভারতের জনঘনত্ব কত?
উত্তরঃ ৩৮২ জন/বর্গকিমি
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ