LightBlog
Higher Secondary Bengali Class 12 ABTA Test Papers 2021-2022 Page 78
Type Here to Get Search Results !

Higher Secondary Bengali Class 12 ABTA Test Papers 2021-2022 Page 78

 ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-202

BENGALI

PAGE - 78


PART - B


১। সঠিক বিকল্পটি নির্বাচন করো ঃ


১.১ 'শনিতে বাদলা লাগলে তা থাকবে' - 

(ক) তিনদিন

(খ) পাঁচদিন

(গ) একদিন

(ঘ) সাতদিন

উত্তরঃ (ঘ) সাতদিন


১.২ 'বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনতে পায়' -

(ক) নকড়ি নাপিত

(খ) নিবারণ বাগদি

(গ) ভটচাজমশাই

(ঘ) জগা

উত্তরঃ (ক) নকড়ি নাপিত


১.৩ 'চৌকিদারের পরনে যে পোশাক ছিল।' - 

(ক) সাদা রঙের

(খ) লাল রঙের

(গ) নীল রঙের

(ঘ) খয়ের রঙের

উত্তরঃ (গ) নীল রঙের


১.৪ 'বাড়ির বড়ো কর্তাকে শরবত তৈরি করে দিত'! - 

(ক) মেজো বউ

(খ) ছোটো বউ

(গ) বড়ো বউ

(ঘ) বড়ো পিসি

উত্তরঃ (গ) বড়ো বউ


১.৫ বাঘিনী লুকিয়ে উচ্ছবকে খেতে দিয়েছিল -

(ক) চিঁড়ে

(খ) মুড়ি

(গ) খই

(ঘ) ছাতু

উত্তরঃ (ঘ) ছাতু


১.৬ 'পরদা খুললে দেখা যায়...' -

(ক) মঞ্চ অন্ধকার

(খ) মঞ্চ ফাঁকা

(গ) মঞ্চ সম্পূর্ণ ফাঁকা

(ঘ) মঞ্চে নায়ক গান গাইছে

উত্তরঃ (গ) মঞ্চ সম্পূর্ণ ফাঁকা


অথবা, 'শাহাজাদি! সম্রাটনন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে?' - যে নাটকের দৃশ্য -

(ক) রিজিয়া

(খ) সাজাহান

(গ) নবান্ন

(ঘ) রাজা

উত্তরঃ (ক) রিজিয়া


১.৭ 'হ্যাঁ বল্লভভাই বলে গেছেন' -

(ক) বাঙালিরা উদার

(খ) বাঙালিরা কাঁদুনে জাত

(গ) বাঙালিরা আড্ডাবাজ

(ঘ) বাঙালিরা ঘরমুখো

উত্তরঃ (খ) বাঙালিরা কাঁদুনে জাত


অথবা, 'এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জেমশাই', কারণ -

(ক) মালিক তার মাইনে কমিয়ে দেবেন

(খ) মালিক তাঁকে তাড়িয়ে দেবেন

(গ) মালিক দুঃখ পাবেন

(ঘ) বক্তা একেবারে বেঘোরে মারা যাবেন

উত্তরঃ (ঘ) বক্তা একেবারে বেঘোরে মারা যাবেন


১.৮ 'The night is calling me' - সংলাপটি কার লেখা?

(ক) শেলী

(খ) বার্নাড্‌ শ

(গ) বায়রন

(ঘ) শেকসপীয়র

উত্তরঃ (খ) বার্নাড্‌ শ


অথবা, 'রাজনীতি বড়ো কূট' - যাকে বলা হয়েছে -

(ক) দারাকে 

(খ) সুজাকে

(গ) কালীনাথকে

(ঘ) মহম্মদকে

উত্তরঃ (ঘ) মহম্মদকে


১.৯ 'রাজা রথারোহণম নাটয়তি' - এর অর্থ 

(ক) রাজা রথ থেকে নামলেন

(খ) রাজা রথে আরোহণ করলেন

(গ) রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন

(ঘ) রাজা রথে চড়ে যুদ্ধযাত্রা করলেন

উত্তরঃ (গ) রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন


অথবা, 'নানা রঙের দিন' নাটকে - 'রিজিয়া' নাটকের যে চরিত্রের সংলাপ রজনীবাবু বলেছেন -

(ক) আলমগীর

(খ) মীরজুমলা

(গ) সাজাহান

(ঘ) বক্তিয়ার

উত্তরঃ (ঘ) বক্তিয়ার


১.১০ 'এ জীবন আমৃত্যুর' - 

(ক) কঠোর তপস্যা

(খ) সত্যের সাধনা

(গ) দেনা শোধের তপস্যা

(ঘ) দুঃখের তপস্যা

উত্তরঃ (ঘ) দুঃখের তপস্যা


১.১১ 'মেঘ-মদির মহুয়ার' - কোথায় আছে?

(ক) নির্জন অরণ্যে

(খ) পথের দু'ধারে

(গ) খুব খুব কাছে

(ঘ) অনেক অনেক দূরে

উত্তরঃ (ঘ) অনেক অনেক দূরে


১.১২ 'আমি তা পারি না' - কবি পারেন না 

(ক) কবিতা লিখতে

(খ) গান গাইতে

(গ) ছবি আঁকতে

(ঘ) ঈশ্বরের দোহাই দিয়ে বসে থাকতে

উত্তরঃ (গ) ছবি আঁকতে


১.১৩ 'সাকা হলেই বুঝতাম' - যা বুঝতাম 

(ক) বাড়িতে অরন্ধন

(খ) বাড়িতে উপোস

(গ) ঘরবন্দি থাকতে হবে

(ঘ) জল খেয়ে দিন কাটাতে হবে

উত্তরঃ (ক) বাড়িতে অরন্ধন


অথবা, 'গলদের নিপাত করেছিল' - 

(ক) হিটলার

(খ) সিজার

(গ) আলেকজান্ডার

(ঘ) দ্বিতীয় ফ্রেডরিক

উত্তরঃ (খ) সিজার


১.১৪ 'রবীন্দ্রনাথের সহজপাঠ বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছিলেন -

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

(খ) নন্দলাল বসু

(গ) যামিনী রায়

(ঘ) রামকিঙ্কর বেইজ

উত্তরঃ (খ) নন্দলাল বসু


১.১৫ 'বেঙ্গল কেমিক্যালস -এর প্রতিষ্ঠাতা

(ক) সত্যেন্দ্রনাথ বসু

(খ) মেঘনাদ সাহা

(গ) জগদীশচন্দ্র বসু

(ঘ) প্রফুল্লচন্দ্র রায়

উত্তরঃ (ঘ) প্রফুল্লচন্দ্র রায়


১.১৬ বাঙালির প্রথম সার্কাসের নাম -

(ক) ন্যাশনাল সার্কাস

(খ) অলিম্পিক সার্কাস

(গ) অজন্তা সার্কাস

(ঘ) ইন্টারন্যাশনাল সার্কাস

উত্তরঃ (ক) ন্যাশনাল সার্কাস


১.১৭ 'ল' ধ্বনিটি হল -

(ক) নাসিক্য ধ্বনি

(খ) কম্পিত ধ্বনি

(গ) পার্শ্বিক ধ্বনি

(ঘ) দন্ডমূলীয় ধ্বনি

উত্তরঃ (গ) পার্শ্বিক ধ্বনি


১.১৮ বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা বলেন -

(ক) সোস্যুর

(খ) ব্লমফিল্ড

(গ) চমস্কি 

(ঘ) প্লব্রোকায়

উত্তরঃ (খ) ব্লমফিল্ড


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close