ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
BENGALI
PAGE -191
বিভাগ - ক
১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ
Bengali Suggestion App : Madhyamik Bengali Suggestion
১.১ তপনের গল্পের নাম ছিল -
(ক) প্রথম দিন
(খ) স্কুলের প্রথম দিন
(গ) প্রথম লেখা
(ঘ) প্রথম প্রতিশ্রুতি
উত্তরঃ (ক) প্রথম দিন
১.২ গিরীশ মহাপাত্রের রুমালে ছবি আঁকা ছিল -
(ক) পাখির
(খ) হরিণের
(গ) বাঘের
(ঘ) গন্ডারের
উত্তরঃ (গ) বাঘের
১.৩ বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় -
(ক) আট টাকা আট আনা
(খ) আট টাকা দশ আনা
(গ) দশ টাকা দশ আনা
(ঘ) দশ টাকা আট আনা
উত্তরঃ (খ) আট টাকা দশ আনা
১.৪ "ছড়ানো করতলের মতো পাতা" - আলোচ্যমান গাছটির রঙ ছিল -
(ক) সবুজ
(খ) সোনালি
(গ) গোপালি
(ঘ) আকাশি
উত্তরঃ (গ) গোপালি
১.৫ 'অভিষেক' কবিতাটি মেঘনাদবধ কাব্যের কোন সর্গ থেকে গৃহীত? -
(ক) প্রথম সর্গ
(খ) সপ্তম সর্গ
(গ) চতুরথ সর্গ
(ঘ) নবম সর্গ
উত্তরঃ (ক) প্রথম সর্গ
১.৬ 'তোরা সব জয়ধ্বনি কর' - পঙক্তিটি 'প্রলয়োল্লাস' কবিতায় কতবার আছে?
(ক) আঠারো
(খ) উনিশ
(গ) কুড়ি
(ঘ) একুশ
উত্তরঃ (ক) আঠারো
১.৭ ওস্তাদ কলমবাজদের বলা হয় -
(ক) ক্যালিগ্রাফিস্ট
(খ) লিপিকর
(গ) শ্রুতিলেখক
(ঘ) পেশকার
উত্তরঃ (ক) ক্যালিগ্রাফিস্ট
১.৮ ফাউন্টেন পেন সংগ্রহ করতেন -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সত্যজিৎ রায়
(গ) শৈলজানন্দ
(ঘ) সুভো ঠাকুর
উত্তরঃ (গ) শৈলজানন্দ
১.৯ লেখক প্রাচীন ফিনিসীর হলে লেখার জন্য ব্যবহার করতেন -
(ক) পালক
(খ) স্টাইলাস
(গ) হাড়
(ঘ) নলখাগড়া
উত্তরঃ (গ) হাড়
১.১০ প্রদত্ত কোনটি নির্দেশক -
(ক) এর
(খ) চেয়ে
(গ) তে
(ঘ) খানা
উত্তরঃ (ঘ) খানা
১.১১ 'মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন' - এখানে ' শিশুকে কোন শ্রেণির কর্তা? -
(ক) প্রযোজক কর্তা
(খ) প্রয়োজ্য কর্তা
(গ) ব্যতিহার কর্তা
(ঘ) নিরপেক্ষ কর্তা
উত্তরঃ (খ) প্রয়োজ্য কর্তা
১.১২ 'অনুসর্গ' অন্য যে নামে পরিচিত -
(ক) অনুপ্রাস
(খ) বিভাজন
(গ) সংক্ষেপ
(ঘ) কর্মপ্রবচনীয়
উত্তরঃ (ঘ) কর্মপ্রবচনীয়
১.১৩ 'ছেলেরা ফুটবল খেলে - নিম্নরেখ পদটি
(ক) কর্ম কারক
(খ) করণ কারক
(গ) নিমিত্ত কারক
(ঘ) অপাদান কারক
উত্তরঃ (খ) করণ কারক
১.১৪ 'বহুব্রীহি' সমাসে প্রাধান্য পায় -
(ক) পূর্বপদ
(খ) পরপদ
(গ) উভয়পদ
(ঘ) তৃতীয়পদ
উত্তরঃ (ঘ) তৃতীয়পদ
১.১৫ কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত -
(ক) খেচর
(খ) যুগান্তর
(গ) গরমিল
(ঘ) চতুরঙ্গ
উত্তরঃ (খ) যুগান্তর
১.১৬ 'সিংহাসন' - কোন কর্মধারয় সমাসের উদাহরণ -
(ক) মধ্যপদলোপী
(খ) উপমান
(গ) উপমিত
(ঘ) রূপক
উত্তরঃ (ক) মধ্যপদলোপী
১.১৭ কোন সমাসের ব্যাসবাক্য হয় না?
(ক) দ্বন্ধ
(খ) তৎপুরুষ
(গ) দ্বিগু
(ঘ) নিত্য
উত্তরঃ (ঘ) নিত্য
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ