Madhyamik Bengali ABTA Test Papers 2021-2022 Page 212 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Bengali ABTA Test Papers 2021-2022 Page 212 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

BENGALI

PAGE - 212


বিভাগ - ক


১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ


Bengali Suggestion App : Madhyamik Bengali Suggestion


১.১ 'ওমা এ তো বেশ লিখেছিস রে?' - এখানে বক্তা -

(ক) তপনের ছোটোমামা

(খ) তপনের মেজোকাকু

(গ) তপনের ছোটোমাসি

(ঘ) তপনের ছোটোমেসো

উত্তরঃ (গ) তপনের ছোটোমাসি


১.২ হরিদার মতে সব তীর্থ -

(ক) মানুষের বুকের ভিতর

(খ) গভীর অরণ্যে

(গ) শূন্য আকাশে

(ঘ) হিমালয়ের চূড়ায়

উত্তরঃ (ক) মানুষের বুকের ভিতর


১.৩ 'বুড়োমানুষের কথাটা শূনো' - 'বুড়োমানুষ'টি হলেন -

(ক) জগদীশবাবু

(খ) গিরীশ মহাপাত্র

(গ) অপূর্ব

(ঘ) নিমাইবাবু

উত্তরঃ (ঘ) নিমাইবাবু


১.৪ 'সে জানত না' - 'সে' হল -

(ক) পরাজিত সৈনিক

(খ) কবির ভালোবাসার জন

(গ) কবির মা

(ঘ) কবিতার কথক

উত্তরঃ (খ) কবির ভালোবাসার জন


১.৫ 'আমাদের চোখমুখ ঢাকা' - 'চোখমুখ' অর্থে কবি বলেছেন -

(ক) মুখোশাবৃত

(খ) সময়াবৃত

(গ) অলংকারাকৃত

(ঘ) সমাজাবৃত

উত্তরঃ (ক) মুখোশাবৃত


১.৬ 'আফ্রিকা' কবিতায় কবি 'ছায়াবৃতা' সম্বোধন করেছেন -

(ক) আদিম অরণ্যকে

(খ) ঔপনিবেশিক শাসনকে

(গ) আফ্রিকাকে

(ঘ) আফ্রিকায় কৃষ্ণাজ্ঞী ক্রীতদাসীকে

উত্তরঃ (গ) আফ্রিকাকে


১.৭ 'জ্ঞানাঞ্জন শলাকা' আসলে -

(ক) কলম

(খ) পেনসিল

(গ) কাজল পরার কাঠিবিশেষ

(ঘ) হাড় থেকে তৈরি পেনবিশেষ

উত্তরঃ (ক) কলম


১.৮ লেখক তাঁর প্রথম ফাউন্টেন পেনটি কবে নাগাদ কেনেন?

(ক) প্রথম বিশ্বযুদ্ধের পর

(খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর

(গ) ভারতের স্বাধীনতার পর

(ঘ) ভারত ছাড়ো আন্দোলনের সময়

উত্তরঃ (খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর


১.৯ 'কলমে কায়স্থে চিনি, গোঁফেতে রাজপুর'। - নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ?

(ক) কর্মকারক

(খ) উপায়াত্মক করণকারক

(গ) লক্ষণাত্মক করণকারক

(ঘ) অধিকরণ কারক

উত্তরঃ (গ) লক্ষণাত্মক করণকারক


১.১০ সে ও তুমি = তোমরা - এটি যে ধরনের দ্বন্ধ সমাস 

(ক) সমাহার দ্বন্ধ

(খ) একশেষ দ্বন্ধ

(গ) সমার্থক দ্বন্ধ

(ঘ) বহুপদ নিষ্পন্ন দ্বন্ধ

উত্তরঃ (খ) একশেষ দ্বন্ধ


১.১১ 'সমাস' কথাটির অর্থ -

(ক) সংক্ষেপ

(খ) মিলন

(গ) বিস্তার

(ঘ) বহু ধান্যসম্পন্ন ব্যক্তি

উত্তরঃ (ক) সংক্ষেপ


১.১২ 'তিলে তিলে হয়' - বাক্যের অপাদানটি হল -

(ক) অবস্থানবাচক

(খ) তারমত্যবাচক

(গ) বিবৃতিবাচক

(ঘ) উৎপত্তিবাচক

উত্তরঃ (গ) বিবৃতিবাচক


১.১৩ ব্যাসবাক্যের অন্য একটি নাম -

(ক) বিগ্রহ বাক্য

(খ) পূর্বপদ

(গ) সংক্ষিপ্ত বাক্য

(ঘ) সমস্যমান বাক্য

উত্তরঃ (ক) বিগ্রহ বাক্য


১.১৪ 'পুণ্যবাণী' - এই সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হল -

(ক) পুণ্যরূপ বাণী

(খ) পুণ্য ও বাণী

(গ) পুণ্য বাণী যায়

(ঘ) পুণ্য যে বাণী

উত্তরঃ (ঘ) পুণ্য যে বাণী


১.১৫ 'বিভক্তি' বসে -

(ক) শব্দের পূর্বে

(খ) শব্দের পরে

(গ) শব্দের পূর্বে পৃথকভাবে

(ঘ) শব্দের পরে যুক্তভাবে

উত্তরঃ (ঘ) শব্দের পরে যুক্তভাবে


১.১৬ 'সোনার আংটি হাতে পরেছে' - এই বাক্যে অকারক সম্পর্কে থাকা পদটি -

(ক) হাতে

(খ) পরেছে

(গ) সোনার

(ঘ) আংটি

উত্তরঃ (গ) সোনার


১.১৭ 'দ্বিগু' সমাসের পূর্বপদটি হয় -

(ক) গুণবাচক

(খ) ব্যক্তিবাচক

(গ) বস্তুবাচক

(ঘ) সংখ্যাবাচক

উত্তরঃ (ঘ) সংখ্যাবাচক


অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close