ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 940
বিভাগ - ক
১। নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি চিহ্নিত করে লেখো ঃ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
১.১ 'গ্রেড' (Grade) শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
(ক) Powell
(খ) G.K. Gilbert
(গ) Penk
(ঘ) Davis
উত্তরঃ (খ) G.K. Gilbert
১.২ Basket of egg topography নামে পরিচিত
(ক) পেডিমেন্ট
(খ) রসেমতানে
(গ) ড্রামলিন
(ঘ) এস্কার
উত্তরঃ (গ) ড্রামলিন
১.৩ পলল ব্যজনী গড়ে ওঠে -
(ক) পার্বত্য উচ্চভূমিতে
(খ) পর্বত পাদদেশে
(গ) নিম্নগতিতে
(ঘ) বদ্বীপ অঞ্চলে
উত্তরঃ (খ) পর্বত পাদদেশে
১.৪ নীচের কোন অঞ্চলে বায়ুর কার্য সর্বাধিক লক্ষ্য করা যায়?
(ক) মরুভূমি অঞ্চলে
(খ) উপকূল অঞ্চলে
(গ) মরুপ্রায় অঞ্চলে
(ঘ) মেরু অঞ্চলে
উত্তরঃ (ক) মরুভূমি অঞ্চলে
১.৫ বালুকাপূর্ণ মরুভূমিকে সাহারায় বলে -
(ক) কুম
(খ) হামাদা
(গ) রেগ
(ঘ) আর্গ
উত্তরঃ (ঘ) আর্গ
১.৬ ভারতের উচ্চতম মালভূমির নাম কী? -
(ক) সিয়াচেন
(খ) কোডারমা
(গ) লাডাক
(ঘ) হাজারীবাগ
উত্তরঃ (গ) লাডাক
১.৭ ভারতের দীর্ঘতম নদীর নাম কী?
(ক) গঙ্গা
(খ) গোদাবরী
(গ) ব্রহ্মপুত্র
(ঘ) যমুনা
উত্তরঃ (ক) গঙ্গা
১.৮ ভারতের বৃহত্তম মিস্টি জলের হ্রদের নাম কী?
(ক) পুলিকট হ্রদ
(খ) উলার হ্রদ
(গ) সম্বর হ্রদ
(ঘ) ডাল হ্রদ
উত্তরঃ (খ) উলার হ্রদ
১.৯ ভারতের সবুজ বিপ্লবের জনক কে?
(ক) ডঃ এম এস স্বামীনাথন
(খ) মেধা পাটেকর
(গ) সুন্দরলাল বহুগুণা
(ঘ) অর্মত্য সেন
উত্তরঃ (ক) ডঃ এম এস স্বামীনাথন
১.১০ পশ্চিমবঙ্গের ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত?
(ক) ম্যানিলাতে
(খ) পুনে
(গ) বর্ধমান
(ঘ) হুগলির চুঁচুড়াতে
উত্তরঃ (ঘ) হুগলির চুঁচুড়াতে
১.১১ ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রটি কথায় অবস্থিত?
(ক) ভোপালে
(খ) ভিলাইয়ে
(গ) দুর্গাপুরে
(ঘ) বোকারোতে
উত্তরঃ (খ) ভিলাইয়ে
১.১২ কোন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় -
(ক) তথ্যপ্রযুক্তি
(খ) পাট
(গ) চিনি
(ঘ) পেট্রোরসায়ন
উত্তরঃ (ঘ) পেট্রোরসায়ন
১.১৩ কোন শহরটি উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার -
(ক) কানপুর
(খ) দিল্লি
(গ) লক্ষ্ণৌ
(ঘ) এলাহাবাদ
উত্তরঃ (ক) কানপুর
১.১৪ তথ্যপ্রযুক্তির রাজধানী বা সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়?
(ক) মুম্বাইকে
(খ) বেঙ্গালুরুকে
(গ) কলকাতাকে
(ঘ) চেন্নাইকে
উত্তরঃ (খ) বেঙ্গালুরুকে
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ