ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 864
বিভাগ - খ
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো (যে কোনো ছয়টি) ঃ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২.১.১ হিমরেখার উচ্চতা নিরক্ষরেখার থেকে মেরুর দিকে ক্রমশ বাড়তে থাকে।
উত্তরঃ অ
২.১.২ গঙ্গা নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা।
উত্তরঃ অ
২.১.৩ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH44।
উত্তরঃ শু
২.১.৪ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ।
উত্তরঃ অ
২.১.৫ ভারতের একক বৃহত্তম শিল্প হল বস্ত্র-বয়ন শিল্প।
উত্তরঃ শু
২.১.৬ আরাবল্লীর পশ্চিমাংশে নদী বিধৌত উর্বর প্লাবনভূমিকে বলে রোহি।
উত্তরঃ শু
২.১.৭ রেগুর মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ।
উত্তরঃ শু
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) ঃ
২.২.১ পাদদেশীয় হিমবাহের অগ্রভাগটিকে __________ বলে।
উত্তরঃ লোব
২.২.২ __________ পৃথিবীর গভীরতম গিরিখাত।
উত্তরঃ নেপালের অন্ধ গলচি বা কালী গন্ডকী গিরিঘাত
২.২.৩ __________ ভারতের বৃহত্তম রাজ্য।
উত্তরঃ রাজস্থান
২.২.৪ দেবপ্রয়োগে ভাগীরথী ও __________ নদীর মিলনে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে।
উত্তরঃ অলকানন্দা
২.২.৫ দক্ষিণ-পূর্ব রেলের সদর দপ্তর __________ শহরে অবস্থিত।
উত্তরঃ কলকাতা
২.২.৬ 'মরুস্থলী' শব্দের অর্থ __________ ।
উত্তরঃ মৃতের স্তুপ
২.২.৭ __________ ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরন্য।
উত্তরঃ সুন্দরবন
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ প্লায়া হ্রদের সন্নিকটে গঠিত পলল সমভূমি কী নামে পরিচিত?
উত্তরঃ বাজাদা বা বাহাদা
২.৩.২ বিশ্বের দীর্ঘতম খাঁড়ির নাম কী?
উত্তরঃ ওব নদীর মোহনা
২.৩.৩ ইন্দিরা পয়েন্ট-এর অপর নাম কী?
উত্তরঃ পিগম্যালিয়ন পয়েন্ট
২.৩.৪ মালাবার উপকূলে অবস্থিত বালিয়াড়িগুলি স্থানীয় ভাষায় কী নামে পরিচিত?
উত্তরঃ টেরিস
২.৩.৫ ভারতের সর্বাধুনিক বন্দরটির নাম কী?
উত্তরঃ নভসেবা বা জওহরলাল নেহেরু বন্দর
২.৩.৬ ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ উত্তরাখন্ডের দেরাদুনে
২.৩.৭ কাকে 'ভারতের উন্নয়নের জীবনরেখা' বলা হয়?
উত্তরঃ জলপথকে
২.৩.৮ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো।
উত্তরঃ শিলং এবং পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো ঃ
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ