ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 888
বিভাগ - ক
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
১.১ বহির্জাত প্রক্রিয়ায় মূল উৎস হল -
(ক) নদী
(খ) বায়ু
(গ) হিমবাহ
(ঘ) সূর্য
উত্তরঃ (ঘ) সূর্য
১.২ সমভূমি প্রবাহে নদীর আঁকাবাঁকা পথকে বলে -
(ক) প্লাবনভূমি
(খ) মিয়েন্ডার
(গ) ব-দ্বীপ
(ঘ) পলল ব্যজনী
উত্তরঃ (খ) মিয়েন্ডার
১.৩ ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় -
(ক) মহাদেশীয় হিমবাহ
(খ) পার্বত্য হিমবাহ
(গ) পাদদেশীয় হিমবাহ
(ঘ) নদী দ্বার
উত্তরঃ (খ) পার্বত্য হিমবাহ
১.৪ রসেমতানের সমুখের মসৃণ প্রতিবাত ঢালকে বলে -
(ক) লি
(খ) ক্র্যাগ
(গ) স্টস
(ঘ) টেল
উত্তরঃ (গ) স্টস
১.৫ ব্লো আউট-এর সৃষ্টি হয় -
(ক) নদীর ক্ষয়ে
(খ) বায়ুর ক্ষয়ে
(গ) হিমবাহের ক্ষয়ে
(ঘ) সমুদ্রতরঙ্গের ক্ষয়ে
উত্তরঃ (গ) হিমবাহের ক্ষয়ে
১.৬ ভোরঘাট ফাঁকটি অবস্থিত -
(ক) পশ্চিমঘাট পর্বতে
(খ) হিমালয় পর্বতে
(গ) পূর্বঘাট পর্বতে
(ঘ) আরাবল্লী পর্বতে
উত্তরঃ (ক) পশ্চিমঘাট পর্বতে
১.৭ শিবালক এর পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখন্ড দ্বারা সঞ্চিত ভূমিকে বলে -
(ক) ভাবর
(খ) ভাঙর
(গ) খাদার
(ঘ) বেট
উত্তরঃ (ক) ভাবর
১.৮ যে নদীর মহনায় ব-দ্বীপ গড়ে ওঠেনি -
(ক) গঙ্গা
(খ) মহানদী
(গ) গোদাবরী
(ঘ) তাপ্তি
উত্তরঃ (ঘ) তাপ্তি
১.৯ ভারতে পশ্চিমীঝঞ্ঝার প্রভাব দেখা যায় -
(ক) শীত
(খ) শরৎ
(গ) গ্রীষ্ম
(ঘ) বর্ষা ঋতুতে
উত্তরঃ (ক) শীত
১.১০ প্রাচীন পলিমাটিকে বলা হয় -
(ক) ভাঙ্গর
(খ) খাদার
(গ) ভাবর
(ঘ) বেট
উত্তরঃ (ক) ভাঙ্গর
১.১১ ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত -
(ক) যোধপুর
(খ) হায়দ্রাবাদ
(গ) দেরাদুনে
(ঘ) চন্ডীগড়
উত্তরঃ (গ) দেরাদুনে
১.১২ হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতে প্রথম রাজ্যটি হলো -
(ক) তামিলনাড়ু
(খ) অসম
(গ) কর্ণাটক
(ঘ) পশ্চিমবঙ্গ
উত্তরঃ (খ) অসম
১.১৩ 'আধুনিক শিল্পদানব' বলা হয় যে শিল্পকে -
(ক) পেট্রোরসায়ন
(খ) ইঞ্জিনিয়ারিং
(গ) কার্পাসবয়ন
(ঘ) অটো মোবাইল
উত্তরঃ (ক) পেট্রোরসায়ন
১.১৪ ভারতে লিঙ্গ অনুপাতে সবথেকে কম যে রাজ্যে -
(ক) কেরল
(খ) পাঞ্জাব
(গ) হরিয়ানা
(ঘ) গোয়া
উত্তরঃ (গ) হরিয়ানা
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ