ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 864
বিভাগ - ক
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
১.১ বহির্জাত শক্তি নয় এমন এক শক্তি হল -
(ক) নদী প্রবাহ
(খ) অগ্ন্যুৎগম
(গ) বায়ুপ্রবাহ
(ঘ) সমুদ্র তরঙ্গ
উত্তরঃ (খ) অগ্ন্যুৎগম
১.২ শিলাময় মরুভূমিকে সাহারায় বলে -
(ক) আর্গ
(খ) রেগ
(গ) হামাদা
(ঘ) কুম
উত্তরঃ (গ) হামাদা
১.৩ দুটি করির বিভাজিকা হল -
(ক) কর্তিত শৈলশিরা
(খ) হিমদ্রোণী
(গ) এসকার
(ঘ) অ্যারেট
উত্তরঃ (ঘ) অ্যারেট
১.৪ নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায় -
(ক) ২⁶ গুণ
(খ) ২⁴ গুণ
(গ) ২⁸ গুণ
(ঘ) ২² গুণ
উত্তরঃ (ক) ২⁶ গুণ
১.৫ 'গ্রেট গ্রিন ওয়াল' অরণ্য প্রাচীরটি যে মরুভূমির প্রসার রোধ করার জন্য নির্মিত হয়েছে সেটি হল -
(ক) সোনেরান
(খ) আটকামা
(গ) থর
(ঘ) সাহারা
উত্তরঃ (ঘ) সাহারা
১.৬ বর্তমানে (২০১৯ অনুসারে) ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হল -
(ক) আন্দামান ও নিকোবর
(খ) জম্মু-কাশ্মীর
(গ) লাক্ষাদ্বীপ
(ঘ) দিল্লি
উত্তরঃ (খ) জম্মু-কাশ্মীর
১.৭ মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হল -
(ক) ডাফাবুম
(খ) শিলং
(গ) নকরেক
(ঘ) পাইকই
উত্তরঃ (খ) শিলং
১.৮ ভারতের উচ্চতম হ্রদ হল -
(ক) লোকটাক
(খ) উলার
(গ) প্যাংগং
(ঘ) চিল্কা
উত্তরঃ (গ) প্যাংগং
১.৯ ভারতের পশ্চিমীঝঞ্ঝার উৎপত্তি স্থল হল -
(ক) আরব সাগর
(খ) বঙ্গোপসাগর
(গ) ভারত মহাসাগর
(ঘ) ভূ-মধ্যসাগর
উত্তরঃ (ঘ) ভূ-মধ্যসাগর
১.১০ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি অবস্থিত -
(ক) অন্ধ্রপ্রদেশ
(খ) পশ্চিমবঙ্গে
(গ) ওড়িশায়
(ঘ) মহারাষ্ট্রে
উত্তরঃ (ক) অন্ধ্রপ্রদেশ
১.১১ 'মার্মাগাঁও' বন্দরটি অবস্থিত -
(ক) কর্ণাটকে
(খ) কেরলে
(গ) গোয়ায়
(ঘ) মহারাষ্ট্রে
উত্তরঃ (গ) গোয়ায়
১.১২ ভারতের কফির রাজধানী নামে পরিচিত -
(ক) চিকমাগালুর
(খ) কুর্গজেল
(গ) কোদালুর
(ঘ) সিমোগা
উত্তরঃ (ক) চিকমাগালুর
১.১৩ ভারতের স্বাধীনতার আগে গড়ে ওঠা লৌহ-ইস্পাত কেন্দ্রটি হল -
(ক) ভিলাই
(খ) দুর্গাপুর
(গ) রৌরকেল্লা
(ঘ) ভদ্রাবতী
উত্তরঃ (ঘ) ভদ্রাবতী
১.১৪ হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) পাঞ্জাব
(গ) অন্ধ্রপ্রদেশ
(ঘ) তামিলনাড়ু
উত্তরঃ (খ) পাঞ্জাব
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ