ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 844
বিভাগ - খ
২.১ নীচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে 'অ' লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২.১.১ মিসিসিপি নদীর ব-দ্বীপ অনেকটা পাখির পায়ের মতো দেখতে।
উত্তরঃ শু
২.১.২ রাজস্থানে চলমান বালিয়াড়ীগুলিকে ধ্রিয়ান বলে।
উত্তরঃ শু
২.১.৩ কার্পাস চাষের জন্য সবচেয়ে উপযুক্ত হলো লবনাক্ত মৃত্তিকা।
উত্তরঃ অ
২.১.৪ পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়।
উত্তরঃ শু
২.১.৫ ক্রান্তীয় মরু উদ্ভিদের মধ্যে শ্বাসমূল দেখা যায়।
উত্তরঃ অ
২.১.৬ ভারতের রাজ্যগুলির মধ্যে রাজস্থানের জনঘনত্ব সর্বনিম্ন।
উত্তরঃ অ
২.১.৭ শীতকালে ভূমধ্যসাগর থেকে আগত পশ্চিমা বায়ুর প্রভাবে ভারতে যে ঝড়বৃষ্টি হয় তাকেই 'আশ্বিনের ঝড় বলে।
উত্তরঃ অ
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ঃ
২.২.১ 'আবহবিকার' শব্দটি এসেছে _________ থেকে।
উত্তরঃ আবহাওয়া থাকে
২.২.২ দুই নদীর মধ্যবর্তী স্থানকে _________ বলে।
উত্তরঃ দোয়াব বলে
২.২.৩ তামিলনাড়ুকে উপকূলের আর একটি নাম __________ উপকূল।
উত্তরঃ করমন্ডল উপকূল
২.২.৪ ভারতে প্রবাহিত __________ বায়ু একটি সাময়িক বায়ু।
উত্তরঃ মৌসুমী বায়ু
২.২.৫ কৃষিজমির সাথে উদ্ভিদের প্রতিপালনকে __________ বলে।
উত্তরঃ কৃষি বনসৃজন
২.২.৬ ভারতের প্রধান নির্মান কারখানাটি __________ অবস্থিত।
উত্তরঃ বিশাখাপত্তনমে অবস্থিত
২.২.৭ বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে তা হলো __________।
উত্তরঃ স্থিতিশীল উন্নয়ন বা বহতা উন্নয়ন বা Sustainable Development
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও ঃ (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কোন এককে?
উত্তরঃ কিউসেক বা কিউমেক
২.৩.২ শিলাময় মরুভূমকে কী বলে?
উত্তরঃ হামাদা
২.৩.৩ ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ উত্তরাখন্ডের দেরাদুনে
২.৩.৪ খারফ শস্য কোন ঋতুতে চাষ করা হয়?
উত্তরঃ বর্ষা ঋতুতে
২.৩.৫ দক্ষিণ ভারতের একটি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো।
উত্তরঃ বিশাখাপত্তনম
২.৩.৬ পশ্চিমবঙ্গের একটি মেগাসিটির নাম কী?
উত্তরঃ কলকাতা
২.৩.৭ ভারত কোন জলবায়ুর অন্তর্গত?
উত্তরঃ মৌসুমী জলবায়ুর
২.৩.৮ SAARC -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ কাঠমান্ডুতে
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো ঃ
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ