ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 844
বিভাগ - ক
১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
১.১ আরোহণ ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো -
(ক) পর্যায়ণ
(খ) পুঞ্জিতক্ষয়
(গ) ক্ষয়ীভাবন
(ঘ) নগ্নীভবন
উত্তরঃ (ক) পর্যায়ণ
১.২ পলল ব্যজনী গঠিত হয় -
(ক) পর্বতের উচ্চভাগে
(খ) ব-দ্বীপ অঞ্চলে
(গ) অশ্বক্ষুরাকৃতি হ্রদে
(ঘ) পর্বতের পাদদেশীয় অঞ্চলে
উত্তরঃ (ঘ) পর্বতের পাদদেশীয় অঞ্চলে
১.৩ হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপটি হলো -
(ক) করি
(খ) ড্রামলিন
(গ) রসে মতানে
(ঘ) হিমদ্রোনী
উত্তরঃ (খ) ড্রামলিন
১.৪ মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলা হয় -
(ক) ওয়াদি
(খ) বাজাদা
(গ) এসকার
(ঘ) প্লায়া
উত্তরঃ (ক) ওয়াদি
১.৫ সুন্দরবনের দ্বীপগুলি ধীরে ধীরে ডুবে যাওয়ার মূল কারণ -
(ক) অত্যাধিক বৃষ্টিপাত
(খ) সমুদ্র জলের উন্থান
(গ) ভূমিকম্প
(ঘ) ঘূর্ণিঝড়
উত্তরঃ (খ) সমুদ্র জলের উন্থান
১.৬ ভারত - চীন সীমারেখার নাম -
(ক) র্যাডক্লিফ লাইন
(খ) ম্যাকমোহন লাইন
(গ) ডুরান্ডা লাইন
(ঘ) সূচার লাইন
উত্তরঃ (খ) ম্যাকমোহন লাইন
১.৭ দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ -
(ক) দোদাবেতা
(খ) অমরকন্টক
(গ) আনাইমুদি
(গ) নীলগিরি
উত্তরঃ (গ) আনাইমুদি
১.৮ বহুমুখী নদী-উপত্যকা পরিকল্পনা রূপায়িত হয়েছে এমন একটি নদী -
(ক) রূপনারায়ণ
(খ) মহানন্দা
(গ) দামোদর
(ঘ) তিস্তা
উত্তরঃ (গ) দামোদর
১.৯ ভারতের মৃত্তিকা ক্ষয়ের একটি মনুষ্যকৃত কারণ হল -
(ক) আবহবিকার
(খ) জলপ্রবাহ দ্বারা ক্ষয়
(গ) ত্রুটিপূর্ণ বা বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ
(ঘ) বায়ুপ্রবাহ
উত্তরঃ (গ) ত্রুটিপূর্ণ বা বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ
১.১০ সবুজ বিপ্লব সবচেয়ে বেশি কার্যকারী হয়েছে -
(ক) তৈলবীজ উৎপাদনে
(খ) ধান উৎপাদনে
(গ) গম উৎপাদনে
(ঘ) চা উৎপাদনে
উত্তরঃ (খ) ধান উৎপাদনে
১.১১ ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত -
(ক) কলকাতা
(খ) বেঙ্গালুরু
(গ) দিল্লি
(ঘ) চেন্নাই
উত্তরঃ (খ) বেঙ্গালুরু
১.১২ সবচেয়ে জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল -
(ক) দিল্লি
(খ) লাক্ষাদ্বীপ
(গ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(ঘ) পুদুচেরি
উত্তরঃ (খ) লাক্ষাদ্বীপ
১.১৩ ভারতের বৃহতম বন্দর হলো -
(ক) চেন্নাই বন্দর
(খ) কলকাতা বন্দর
(গ) বিশাখাপত্তনম বন্দর
(ঘ) মুম্বাই বন্দর
উত্তরঃ (ঘ) মুম্বাই বন্দর
১.১৪ সোনালি চতুর্ভূজ প্রকল্পটি যে ধরনের পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত -
(ক) বিমানপথ
(খ) জলপথ
(গ) সড়কপথ
(ঘ) রেলপথ
উত্তরঃ (গ) সড়কপথ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ