ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 830
বিভাগ - খ
২.১ নিম্নলিখিত রাজ্যগুলি শুদ্ধ হলে 'শু' এবং অশুদ্ধ হলে 'অ' লেখো (যে কোনো ছয়টি) ঃ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২.১.১ আলাস্কার হুবার্ড পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমাবাহ।
উত্তরঃ শু
২.১.২ জলপ্রপাতের জল পড়ে যে গর্তের সৃষ্টি হয় তাকে মন্থকূপ বলে।
উত্তরঃ অ
২.১.৩ ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দু।
উত্তরঃ শু
২.১.৪ প্রাচীন পলি গঠিত সমভূমি ভাঙ্গার নামে পরিচিত।
উত্তরঃ অ
২.১.৫ রাজস্থানের মরুভূমির ধূলিঝড় লু নামে পরিচিত।
উত্তরঃ অ
২.১.৬ ঠেসমূল পর্ণমোচী উদ্ভিদে দেখা যায়।
উত্তরঃ অ
২.১.৭ কলকাতার মেট্রোরেল ভারতের দীর্ঘতম।
উত্তরঃ অ
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) ঃ
২.২.১ দুই নদীর মধ্যবর্তী অঞ্চল হলো _________।
উত্তরঃ দোয়াব
২.২.২ সমুদ্রবক্ষে ভাসমান বৃহদাকার বরফের চাঁই হলো _________।
উত্তরঃ হিমশৈল
২.২.৩ শিলাস্তর দিয়ে গঠিত মরুভূমিকে বলে _________।
উত্তরঃ হামাদা
২.২.৪ হোগলা _________ অরন্য অঞ্চলের উদ্ভিদ।
উত্তরঃ ম্যানগ্রোভ
২.২.৫ এশিয়ার বৃহত্তম লেগুনটি হলো _________।
উত্তরঃ চিলকা
২.২.৬ আমন ধান এক প্রকার _________ ফসল।
উত্তরঃ খারিফ
২.২.৭ মহারাষ্ট্রের _________ বন্দর হলো আধুনিক প্রযুক্তিগত বন্দর।
উত্তরঃ নভসেবা বা জওহরলাল নেহেরু বন্দর
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ হিমবাহের দ্বারা পর্বতের পাদদেশে সঞ্চিত বড়ো প্রস্তরখন্ডের নাম কী?
উত্তরঃ আগামুখ
২.৩.২ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম কী?
উত্তরঃ গাঙ্গেয় ব-দ্বীপ
২.৩.৩ "I" আকৃতির শুষ্ক নদীখাত কী নামে পরিচিত?
উত্তরঃ ক্যানিয়ন
২.৩.৪ নদীর জল প্রবাহ মাপার এককের নাম কী?
উত্তরঃ কিউসেক ও কিউমেক
২.৩.৫ কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ
২.৩.৬ মেঘালয়ের উচ্চতম অংশটির নাম কী?
উত্তরঃ শিলং
২.৩.৭ ভারতের প্রবেশ দ্বার কোন বন্দরকে বলা হয়?
উত্তরঃ মুম্বাই
২.৩.৮ ভারতের কফি গবেষণা কেন্দ্রের নাম কী?
উত্তরঃ চিকমাগালুর
২.৪ বাম দিকের সাথে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো ঃ
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ