Madhyamik Geography ABTA Test Papers 2021-2022 Page 830 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Geography ABTA Test Papers 2021-2022 Page 830 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

GEOGRAPHY

PAGE - 830


বিভাগ - ক


১। বিকল্প প্রশ্নগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ


Geography Suggestion App : Madhyamik Geography Suggestion


১.১ কোন প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয় -

(ক) আরোহণ

(খ) পাত সংস্থান

(গ) অধঃক্ষেপন

(ঘ) পর্যায়ন

উত্তরঃ (ঘ) পর্যায়ন


১.২ ক্ষয়ের মাধ্যমে উচুভূমির উচ্চতা হ্রাসের প্রক্রিয়া হলো -

(ক) অবরোহণ

(খ) আরোহণ

(গ) বাষ্পীভবন

(ঘ) ঘনীভবন

উত্তরঃ (ক) অবরোহণ


১.৩ গ্র্যান্ড ক্যানিয়ণ আছে কোন নদীতে -

(ক) আমাজন

(খ) কলোরাডো

(গ) গঙ্গা

(ঘ) কঙ্গো

উত্তরঃ (খ) কলোরাডো


১.৪ দুটি করির মধ্যবর্তী অংশ কী নামে পরিচিত -

(ক) সার্ক

(খ) পিরামিড চুড়া

(গ) এরিটি

(ঘ) মোনাডনক

উত্তরঃ (গ) এরিটি


১.৫ মরুভূমির শুষ্ক নদী খাত হলো -

(ক) প্লায়া

(খ) বাজাদা

(গ) মরুদ্যান

(ঘ) ওয়াদি

উত্তরঃ (ঘ) ওয়াদি


১.৬ ভারতের উচ্চতম শৃঙ্গ -

(ক) মাউন্ট এভারেস্ট

(খ) K₂

(গ) কাঞ্চনজঙ্ঘা

(ঘ) সান্দাকফু

উত্তরঃ (খ) K₂


১.৭ সাংপো কোন নদীর অপরনাম -

(ক) সিন্ধু

(খ) গঙ্গা

(গ) ব্রহ্মপুত্র

(ঘ) মহানদী

উত্তরঃ (গ) ব্রহ্মপুত্র


১.৮ তুলার চাষ কোন মৃত্তিকায় সবচেয়ে বেশি হয় -

(ক) কৃষ্ণমৃত্তিকা

(খ) লোহিত মৃত্তিকা

(গ) পডসল মৃত্তিকা

(ঘ) পলিমৃত্তিকা

উত্তরঃ (ক) কৃষ্ণমৃত্তিকা


১.৯ ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব পড়ে -

(ক) গ্রীষ্মকালে

(খ) বর্ষাকালে

(গ) শরৎকালে

(ঘ) শীতকালে

উত্তরঃ (ঘ) শীতকালে


১.১০ উদীয়মান শিল্প হলো -

(ক) পেট্রোরসায়ন

(খ) কার্পাস বস্ত্র

(গ) লৌহ-ইস্পাত

(ঘ) মোটর গাড়ি

উত্তরঃ (ক) পেট্রোরসায়ন


১.১১ কৃষজ ফসল উৎপাদনের বিপ্লব হলো -

(ক) নীল বিপ্লব

(খ) সবুজ বিপ্লব

(গ) শ্বেত বিপ্লব

(ঘ) হলুদ বিপ্লব

উত্তরঃ (খ) সবুজ বিপ্লব


১.১২ ভারতে সর্বশেষ আদমশুমারী হয় কোন সালে -

(ক) ২০০০

(খ) ২০১০

(গ) ২০১১

(ঘ) ২০২০

উত্তরঃ (গ) ২০১১


১.১৩ কান্ডালা বন্দর কোন রাজ্যে অবস্থিত -

(ক) গুজরাট

(খ) মহারাষ্ট্র

(গ) গোয়া

(ঘ) উড়িশা

উত্তরঃ (ক) গুজরাট


১.১৪ ভারতের বৃহত্তম বিমান বন্দর অবস্থিত -

(ক) কলকাতায়

(খ) মুম্বাইতে

(গ) চেন্নাইতে

(ঘ) দিল্লিতে

উত্তরঃ (ঘ) দিল্লিতে


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close