ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 812
বিভাগ - খ
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো (যে ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২.১.১ নদী বৃহদাকার শিলাখন্ডগুলিকে লম্ফদান প্রক্রিয়ায় বহন করে থাকে।
উত্তরঃ শু
২.১.২ প্লায়ার জল অত্যন্ত লবণাক্ত হলে তাকে স্যালিনা বলে।
উত্তরঃ শু
২.১.৩ কাঞ্চনজঙ্ঘা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ।
উত্তরঃ শু
২.১.৪ ভারতের উচ্চতম বাঁধটির নাম হীরাকুঁদ।
উত্তরঃ অ
২.১.৫ ধাপ চাষ পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ক্ষয় কমায়।
উত্তরঃ শু
২.১.৬ সামুদ্রিক লোনা বাতাস কার্পাস চাষের উপযোগী।
উত্তরঃ শু
২.১.৭ অনুপ্রবেশ ভারতের জনসংখ্যা বৃদ্ধির কোন কারণ নয়।
উত্তরঃ অ
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরন করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.২.১ ছোটো ফিয়র্ডকে __________ বলে।
উত্তরঃ ফিয়ার্ড
২.২.২ বালি গঠনের প্রধান খনিজ হল __________।
উত্তরঃ কোয়ার্টজাইট
২.২.৩ __________ ভারতের বৃহত্তম কয়াল।
উত্তরঃ ভেম্বানাদ
২.২.৪ কর্ণাটকে আম্রবৃষ্টি ___________ নামে পরিচিত।
উত্তরঃ Cherry Blossom
২.২.৫ চন্দন গাছ ___________ বনভূমির অন্তর্গত অন্যতম বৃক্ষ।
উত্তরঃ আর্দ্র পর্ণমোচী
২.২.৬ একটি অবিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প হল ___________।
উত্তরঃ লৌহ-ইস্পাত শিল্প
২.২.৭ তুরস্কের __________ নদীর নাম অনুসারে নদীবাঁককে 'মিয়েন্ডার' বলে।
উত্তরঃ মিয়েন্ডারেস
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোন্টি?
উত্তরঃ গঙ্গা
২.৩.২ পৃথিবীর দ্রুততম হিমবাহ কোন্টি?
উত্তরঃ Jakobshvan
২.৩.৩ আরাবল্লি পর্বতের পাদদেশের অল্প বালুকাময় ভূমিভাগ কি নামে পরিচিত?
উত্তরঃ বাগার
২.৩.৪ ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদীর নাম কী?
উত্তরঃ লুনি
২.৩.৫ ভারতের জলবায়ু কি প্রকৃতির?
উত্তরঃ উষ্ণ-আর্দ্র প্রকৃতির
২.৩.৬ ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক পথটির নাম কী?
উত্তরঃ NH2
২.৩.৭ ভারতের উত্তরতম স্থল বিন্দুটির নাম কি?
উত্তরঃ ইন্দিরা কল
২.৩.৮ ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?
উত্তরঃ ডঃ এম এস স্বামীনাথন
২.৪ বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো ঃ
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ