ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 812
বিভাগ - ক
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
১.১ পর্যায়ন প্রক্রিয়া যে প্রাকৃতিক প্রক্রিয়ার অঙ্গ -
(ক) বহির্জাত প্রক্রিয়া
(খ) অন্তর্জাত প্রক্রিয়া
(গ) মহাজাগতিক প্রক্রিয়া
(ঘ) জৈবিক প্রক্রিয়া
উত্তরঃ (ক) বহির্জাত প্রক্রিয়া
১.২ পলল ব্যজনীর আকার হয় -
(ক) বৃত্তাকার
(খ) চৌকাকার
(গ) গোলাকার
(ঘ) ত্রিকোণাকার
উত্তরঃ (ঘ) ত্রিকোণাকার
১.৩ নদীর অবতল পাড়ের দিকে নদী খাতের গভীর অংশ জলপূর্ণ হলে তাকে বলে -
(ক) রিফিল
(খ) পুল
(গ) ক্যাভিটেশন
(ঘ) প্লাজ্ঞপুল
উত্তরঃ (খ) পুল
১.৪ উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয় করে -
(ক) নদী
(খ) হিমবাহ
(গ) বায়ু
(ঘ) ভৌমজল
উত্তরঃ (খ) হিমবাহ
১.৫ মরু ও মরুপ্রায় অঞ্চলে বার্ধক্য অবস্থার নিদর্শন হল -
(ক) গৌর
(খ) পেডিমেন্ট
(গ) ইনসেলবার্জ
(ঘ) হামাদা
উত্তরঃ (খ) পেডিমেন্ট
১.৬ ভারতের 'রাজ্য পুনর্গঠন কমিশন' গঠন করা হয়েছিল -
(ক) ১৯৫০ সালে
(খ) ১৯৫৬ সালে
(গ) ১৯৫৩ সালে
(ঘ) ১৯৬৬ সালে
উত্তরঃ (গ) ১৯৫৩ সালে
১.৭ পূরবঘাট পর্বতের অপর নাম -
(ক) সহ্যাদ্রি
(খ) মলয়াদ্রি
(গ) হিমাদ্রি
(ঘ) কারাকোরাম
উত্তরঃ (খ) মলয়াদ্রি
১.৮ মহানদী যে যে রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে -
(ক) ছত্তিশগড়-ওড়িশা
(খ) বিহার-ওড়িশা
(গ) ছত্তিশগড়-অন্ধ্রপ্রদেশ
(ঘ) মহারাষ্ট্র-ওড়িশা
উত্তরঃ (ক) ছত্তিশগড়-ওড়িশা
১.৯ মৌসুমি বায়ু যে রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায় সেটি হল -
(ক) তামিলনড়ু
(খ) কেরল
(গ) অরুণাচল প্রদেশ
(ঘ) মহারাষ্ট্র
উত্তরঃ (খ) কেরল
১.১০ ভারতের জাতীয় অরন্য গবেষণাগার যে রাজ্যে অবস্থিত -
(ক) উত্তরপ্রদেশ
(খ) উত্তরাঞ্চল
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) মধ্যপ্রদেশ
উত্তরঃ (খ) উত্তরাঞ্চল
১.১১ আম্লিক পডজল মাটিতে ভালো চাষ হয় -
(ক) চা
(খ) কফি
(গ) ইক্ষু
(ঘ) মিলেট
উত্তরঃ (ক) চা
১.১২ 'শিকড় আলগা শিল্প' বলা হয় -
(ক) অ্যালুমিনিয়াম শিল্পকে
(খ) পেট্রো-রসায়ন শিল্পকে
(গ) চিনি শিল্পকে
(ঘ) কার্পাস শিল্পকে
উত্তরঃ (ঘ) কার্পাস শিল্পকে
১.১৩ ২০১১ সালে জনগণনা অনুসারে ভারতে জনঘনত্ব সবচেয়ে কম -
(ক) সিকিমে
(খ) গোয়াতে
(গ) রাজস্থানে
(ঘ) অরুণাচল প্রদেশে
উত্তরঃ (ঘ) অরুণাচল প্রদেশে
১.১৪ সোনালি চতুর্ভুজ যে পরিবহন মাধ্যমের সঙ্গে জড়িত -
(ক) রেলপথ
(খ) সড়কপথ
(গ) আকাশপথ
(ঘ) রজ্জুপথ
উত্তরঃ (খ) সড়কপথ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ