ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 790
বিভাগ - খ
২। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২.১.১ লম্ফদান নদী ক্ষয়ের একটি প্রক্রিয়া।
উত্তরঃ অ
২.১.২ হিমবাহ সারা বছর পৃথিবীর সর্বত্র সমান উচ্চতায় বিরাজ করে।
উত্তরঃ অ
২.১.৩ চলমান বালিয়াড়িকে ধ্রীয়ান বলে।
উত্তরঃ শু
২.১.৪ হীরাকুঁদ নদী পরিকল্পনা অজয় নদীর উপর অবস্থিত।
উত্তরঃ অ
২.১.৫ জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগকারী গিরিপথের নাম জোজিলা।
উত্তরঃ অ
২.১.৬ মৃত্তিকাক্ষয়ের একটি অন্যতম কারণ হল নির্বিচারে বৃক্ষচ্ছেদন।
উত্তরঃ শু
২.১.৭ ভারতের সিলিকন ভ্যালি বলা হয় মুম্বাইকে।
উত্তরঃ অ
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ( যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাও ) ঃ
২.২.১ নীলকন্ঠ একটি __________ এর উদাহরণ।
উত্তরঃ পিরামিড চূড়ার
২.২.২ মন্থকূপ __________ প্রক্রিয়ায় গঠিত হয়।
উত্তরঃ অবঘর্ষ
২.২.৩ ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম __________।
উত্তরঃ লুনি
২.২.৪ সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম __________।
উত্তরঃ ধূপগড়
২.২.৫ সোনালী পানীয় বলা হয় __________ কে।
উত্তরঃ চা
২.২.৬ __________ হল ভারতের দীরঘতম সেচখাল।
উত্তরঃ ইন্দিরা খাল
২.২.৭ __________ ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র।
উত্তরঃ ভিলাই
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.৩.১ হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে ফাটলকে কী বলে?
উত্তরঃ বার্গস্রুন্ড
২.৩.২ ভারতের বৃহত্তম মালভূমি কোন্টি?
উত্তরঃ দাক্ষিণাত্যের মালভূমি
২.৩.৩ একটি নিত্যবাহ খালের উদাহরণ দাও?
উত্তরঃ পূর্ব যমুনা খাল
২.৩.৪ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম কি?
উত্তরঃ গাঙ্গেয় বদ্বীপ বা গঙ্গা - ব্রহ্মপুত্র মিলিত বদ্বীপ
২.৩.৫ সোনালী চতুর্ভুজের ক্ষুদ্রতম বাহু কোন দুটি শহরকে যুক্ত করেছে?
উত্তরঃ মুম্বাই ও চেন্নাইকে
২.৩.৬ ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদের নাম কি?
উত্তরঃ চিল্কা
২.৩.৭ একটি পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ দাও।
উত্তরঃ শাল
২.৩.৮ ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী?
উত্তরঃ তামিলনাড়ু
২.৪ বামদিকের সাথে ডানদিকের শব্দগুলি মিলিয়ে লেখো ঃ
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ