ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 790
বিভাগ - ক
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
১.১ যে প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায়, সেই প্রক্রিয়া হল -
(ক) অবঘর্ষ
(খ) আরোহন প্রক্রিয়া
(গ) অবরোহন প্রক্রিয়া
(ঘ) নগ্নীভবন
উত্তরঃ (গ) অবরোহন প্রক্রিয়া
১.২ মহাদেশীয় হিমবাহ দেখতে -
(ক) চ্যাপ্টা গম্বুজের মতো
(খ) সিঁড়ির মতো
(গ) জিহ্বার মতো
(ঘ) করাতের দাঁতের মতো
উত্তরঃ (ক) চ্যাপ্টা গম্বুজের মতো
১.৩ শুষ্ক নদীখাতকে বলে -
(ক) প্লায়া
(খ) ওয়াদি
(গ) বাজাদা
(ঘ) পেডিমেন্ট
উত্তরঃ (খ) ওয়াদি
১.৪ গ্র্যান্ড ক্যানিয়ন যে নদীতে দেখা যায় -
(ক) আমাজন
(খ) কলোরাডো
(গ) নীলনদ
(ঘ) মিসিসিপি
উত্তরঃ (খ) কলোরাডো
১.৫ কেরলের মালাবার উপকূলের গঠিত বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলে -
(ক) ক্যাসেল কপিজ
(খ) বোলসন
(গ) টেরিস
(ঘ) রেগ
উত্তরঃ (গ) টেরিস
১.৬ ধুঁয়াধর জলপ্রপাত অবস্থিত -
(ক) কৃষ্ণা নদী
(খ) কাবেরী নদী
(গ) নর্মদা নদী
(ঘ) গোদাবরী নদী
উত্তরঃ (গ) নর্মদা নদী
১.৭ গেরসোপ্পা জলপ্রপাত অবস্থিত -
(ক) সরাবতী
(খ) সবরমতী
(গ) তাপ্তি
(ঘ) নর্মদা নদীর উপর
উত্তরঃ (ক) সরাবতী
১.৮ এল-নিনো দেখা যায় -
(ক) ডিসেম্বর
(খ) মার্চ
(গ) জুলাই
(ঘ) সেপ্টেম্বর মাসে
উত্তরঃ (ক) ডিসেম্বর
১.৯ ভারতের রূঢ় বলা হয় -
(ক) রানীগঞ্জ
(খ) দুর্গাপুর
(গ) জামশেদপুর
(ঘ) ভিলাইকে
উত্তরঃ (খ) দুর্গাপুর
১.১০ কৃষ্ণ মৃত্তিকায় জলধারণ ক্ষমতা -
(ক) খুব কম
(খ) কম
(গ) মাঝারি
(ঘ) খুব বেশি
উত্তরঃ (ঘ) খুব বেশি
১.১১ গ্রীষ্মকালে দুপুরের সময় উত্তর ভারতে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু হল -
(ক) আঁধি
(খ) কালবৈশাখী
(গ) লু
(ঘ) বরদৈছিলা
উত্তরঃ (গ) লু
১.১২ মাইথন বাঁধ নির্মাণ করা হয়েছে -
(ক) দামোদর নদে
(খ) বরাকর নদীতে
(গ) কোনার নদীতে
(ঘ) কংসাবতী নদীতে
উত্তরঃ (খ) বরাকর নদীতে
১.১৩ ভারতের দীর্ঘতম সেচখাল হল -
(ক) সারদা খাল
(খ) ইন্দিরা খাল
(গ) পূর্ব যমুনা খাল
(ঘ) পশ্চিম যমুনা খাল
উত্তরঃ (খ) ইন্দিরা খাল
১.১৪ রাউরকেল্লা স্টিক প্ল্যান্ট কোন নদীর তীরে গড়ে উঠেছে -
(ক) সুবর্ণরেখা
(খ) খরকাই
(গ) হুগলী
(ঘ) ব্রাহ্মণী
উত্তরঃ (ঘ) ব্রাহ্মণী
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ