ABTA MADHYAMIK TSET PAPERS 2021-2022
BENGALI
PAGE - 540
বিভাগ - ক
১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ
Bengali Suggestion App : Madhyamik Bengali Suggestion
১.১ 'মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।' - বক্তা হলেন -
(ক) তপনের মা
(খ) তপনের বাবা
(গ) তপনের মামা
(ঘ) তপনের ছোটোমাসি
উত্তরঃ (ঘ) তপনের ছোটোমাসি
১.২ বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার হয়েছিল -
(ক) পাঁচ টাকা দশ আনা
(খ) সাত টাকা দশ আনা
(গ) আট টাকা দশ আনা
(ঘ) নয় টাকা দশ আনা
উত্তরঃ (গ) আট টাকা দশ আনা
১.৩ বড়োসাহেব অপূর্বকে পাঠিয়েছিলেন -
(ক) ম্যানডালে
(খ) মিকথিলায়
(গ) শোত্রবোতে
(ঘ) ভামোতে
উত্তরঃ (ঘ) ভামোতে
১.৪ 'অসুখী একজন' কবিতা কোন্ সঙ্কলন থেকে নেওয়া হয়েছে?
(ক) বহুল দেবতা বহুম্বর
(খ) চিলির পাথর
(গ) বিদেশি ফুকে রক্তের ছিটে
(ঘ) এ পৃথিবীর আবাসভূমি
উত্তরঃ (গ) বিদেশি ফুকে রক্তের ছিটে
১.৫ 'কবির সংগীত বেজে উঠেছিল' -
(ক) সুন্দরের আরাধনা
(খ) সভ্যতার শেষ পুণ্যবাণী
(গ) দুর্গমের রহস্য
(ঘ) তান্ডবের দুন্দুভিনিনাদ
উত্তরঃ (ক) সুন্দরের আরাধনা
১.৬ 'খন্ড খন্ড করিয়া কাটিনু বরষি প্রচন্ড শর' -
(ক) শত্রুদলে
(খ) রাক্ষসদলে
(গ) কর্বুরদলে
(ঘ) বৈরিদলে
উত্তরঃ (ঘ) বৈরিদলে
১.৭ সত্যজিৎ রায়ের সুস্থ সুন্দর নেশায় মধ্যে অন্যতম ছিল -
(ক) মুদ্রণ শিল্প
(খ) লিপি শিল্প
(গ) মৃৎ শিল্প
(ঘ) বয়ন শিল্প
উত্তরঃ (খ) লিপি শিল্প
১.৮ 'চিনারা অবশ্য চিরকালই লিখে আসছে' -
(ক) নল খাগড়ায়
(খ) তুলিতে
(গ) হাড়ে
(ঘ) কঞ্চিতে
উত্তরঃ (খ) তুলিতে
১.৯ শৈলজানন্দ ফাউন্টেন পেন সংগ্রহের নেশা পেয়েছিলেন -
(ক) তারাশঙ্করের কাজ থেকে
(খ) রবিশঙ্করের কাছ থেকে
(গ) বঙ্কিমচন্দ্রের কাছ থেকে
(ঘ) শরৎচন্দ্রের কাছ থেকে
উত্তরঃ (ঘ) শরৎচন্দ্রের কাছ থেকে
১.১০ মুন্সি পত্র ওয়াটসকে দিলেন। -
(ক) মুখ্য কর্ম
(খ) গৌন কর্ম
(গ) সমধাতুজ কর্ম
(ঘ) বিধেয় কর্ম
উত্তরঃ (খ) গৌন কর্ম
১.১১ তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। - রেখাঙ্কিত পদটি -
(ক) কর্ম সম্বন্ধ
(খ) অপাদান সম্বন্ধ
(গ) করণ সম্বন্ধে
(ঘ) অধিকরণ সম্বন্ধ
উত্তরঃ (খ) অপাদান সম্বন্ধ
১.১২ অসমাপিকা ক্রিয়ার কর্তাটি -
(ক) নিরপেক্ষ কর্তা
(খ) প্রযোজ্য কর্তা
(গ) প্রযোজক কর্তা
(ঘ) সহযোগী কর্তা
উত্তরঃ (ক) নিরপেক্ষ কর্তা
১.১৩ ক্রিয়াপদের সাথে বাক্যের নামপদের সম্পর্ককে বলে -
(ক) সমাস
(খ) প্রত্যয়
(গ) বিভক্তি
(ঘ) কারক
উত্তরঃ (ঘ) কারক
১.১৪ বহুব্রীহি সমাসে প্রাধান্য থাকে -
(ক) উভয় পদের
(খ) পূর্ব পদের
(গ) উত্তর পদের
(ঘ) তৃতীয় পদের
উত্তরঃ (ঘ) তৃতীয় পদের
১.১৫ রূপক কর্মধারয় সমাসে অভেদ কল্পনা করা হয় -
(ক) উপমান ও উপমিতের
(খ) উপমেয় ও উপমানের
(গ) তুলনাবাচক শব্দ ও সাধারণ ধর্মের
(ঘ) বৈপরীত্য অর্থে
উত্তরঃ (খ) উপমেয় ও উপমানের
১.১৬ 'দুর্ভিক্ষ' সমাসটি গড়ে উঠেছে -
(ক) পশ্চাৎ অর্থে
(খ) বৈপরীত্য অর্থে
(গ) অভাব অর্থে
(ঘ) সামীপ্য অর্থে
উত্তরঃ (গ) অভাব অর্থে
১.১৭ 'ব্যাসবাক্যে'র 'ব্যাস' শব্দের অর্থ -
(ক) সংক্ষেপ
(খ) মিলন
(গ) বৃত্তের জ্যা
(ঘ) বিস্তার
উত্তরঃ (ঘ) বিস্তার
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ