Madhyamik Bengali ABTA Test Papers 2021-2022 Page 562 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Bengali ABTA Test Papers 2021-2022 Page 562 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

BENGALI

PAGE - 562


বিভাগ - ক


১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ


Bengali Suggestion App : Madhyamik Bengali Suggestion


১.১ তপনের মেসোমশাই কোন্‌ পত্রিকার সম্পাদককে চিনতেন? -

(ক) শুকতারা

(খ) আনন্দমেলা

(গ) সন্ধ্যাতারা

(ঘ) দেশ

উত্তরঃ (গ) সন্ধ্যাতারা


১.২ 'খুব হয়েছে হরি, এইবার সরে পড়ে অন্যদিকে যাও।" - একথা বলেছে -

(ক) ভবতোষ

(খ) অনাদি

(গ) কাশীনাথ

(ঘ) জনৈক বাসযাত্রী

উত্তরঃ (গ) কাশীনাথ


১.৩ গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল -

(ক) পুলিশ স্টেশনে

(খ) জাহাজ ঘাটায়

(গ) রেল স্টেশনে

(ঘ) বিমান বন্দরে

উত্তরঃ (গ) রেল স্টেশনে


১.৪ 'নেমে এল তার মাথায় ওপর।"- কী নেমে এল?

(ক) মেঘ

(খ) বছর

(গ) মাস

(ঘ) দিন

উত্তরঃ (খ) বছর


১.৫ 'আরো আরো বেঁধে বেঁধে থাকি' - কবিতাটি কোন্‌ কাব্যগ্রন্থের  অন্তর্গত? -

(ক) নিহিত পাতাল ছায়া

(খ) পাঁজরে দাঁড়ের শব্দ

(গ) দিনগুলি রাতগুলি

(ঘ) জলই পাষাণ হয়ে আছে

উত্তরঃ (ঘ) জলই পাষাণ হয়ে আছে


১.৬ 'প্রদোষকাল ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস' - প্রদোষ শব্দের অর্থ -

(ক) সন্ধ্যা

(খ) ভোর

(গ) রাত্রি

(ঘ) দুপুর

উত্তরঃ (ক) সন্ধ্যা


১.৭ 'অনেক ধরে ধরে টাইপ-রাইটার লিখে গেছেন মাত্র একজন।' - তিনি হলেন -

(ক) সত্যজিৎ রায়

(খ) অন্নদাশঙ্কর রায়

(গ) রাজশেখর বসু

(ঘ) সুবোধ ঘোষ

উত্তরঃ (খ) অন্নদাশঙ্কর রায়


১.৮ 'সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন' তার পোশাকি নাম -

(ক) রিজার্ভর

(খ) স্টাইলাস

(গ) পার্কার

(ঘ) পাইলট

উত্তরঃ (খ) স্টাইলাস


১.৯ চার খন্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেতেন? -

(ক) সাত টাকা

(খ) আট টাকা

(গ) নয় টাকা

(ঘ) দশ টাকা

উত্তরঃ (ক) সাত টাকা


১.১০ মন্দিরে বাজছিল পূজার ঘন্টা - নিম্নরেখ পদটি কোন্‌ কারকের উদাহরণ? 

(ক) কর্তৃকারক

(খ) করণকারক

(গ) অপাদানকারক

(ঘ) অধিকরণকারক

উত্তরঃ (ঘ) অধিকরণকারক


১.১১ 'হে মহাজীবন' - এখানে 'হে' কী ধরণের পদ?

(ক) সম্বন্ধ পদ

(খ) বিশেষ্য পদ

(গ) সম্বোধন পদ

(ঘ) বিশেষণ পদ

উত্তরঃ (গ) সম্বোধন পদ


১.১২ অনুসর্গের অপর নাম -

(ক) উপসর্গ

(খ) অনুকরণ

(গ) অনুবাদ

(ঘ) পরসর্গ

উত্তরঃ (ঘ) পরসর্গ


১.১৩ রাজায় রাজায় যুদ্ধ হয় - এই বাক্যের কর্তাটি হল -

(ক) প্রযোজ্য কর্তা

(খ) সহযোগী কর্তা

(গ) ব্যতিহার কর্তা

(ঘ) সমধাতুজ কর্তা

উত্তরঃ (গ) ব্যতিহার কর্তা


১.১৪ রামদাস আর কোনো প্রশ্ন করিল না - নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হল -

(ক) তৎপুরুষ

(খ) অব্যয়ীভাব

(গ) কর্মধারায়

(ঘ) দ্বিগু

উত্তরঃ (ক) তৎপুরুষ


১.১৫ বহুব্রীহি সমাসে কোন্‌ পদের অর্থ প্রাধান্য পায়? -

(ক) পূর্বপদের

(খ) পরপদের

(গ) উভয়পদের

(ঘ) ভিন্ন পদের

উত্তরঃ (ঘ) ভিন্ন পদের


১.১৬ উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য, তা হল -

(ক) উপমান কর্মধারয়

(খ) উপমিত কর্মধারয়

(গ) রূপক কর্মধারয়

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) রূপক কর্মধারয়


১.১৭ 'উপজাতি' সমাসবদ্ধ পদটি গড়ে উঠেছে -

(ক) ক্ষুদ্রতা অর্থে

(খ) সামীপ্য অর্থে

(গ) বীপ্সা অর্থে

(ঘ) সাদৃশ্য অর্থে

উত্তরঃ (ক) ক্ষুদ্রতা অর্থে


অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close