ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - AC 41
PART - B / বিভাগ - খ
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকের নীচের প্রদত্ত বাক্সে লেখো ঃ
১) ভূমিভাগের সমস্ত বন্ধুরতা অপসারণ করে কোনো অঞ্চলকে সমতল পৃষ্ঠে পরিনত করাই হল -
(ক) স্তরায়ন
(খ) নগ্নীভবন
(গ) পর্যায়ন
(ঘ) আরোহণ
উত্তরঃ (গ) পর্যায়ন
২) ওল্ড ফেথফুল একটি -
(ক) উষ্ম প্রস্রবন
(খ) গিজার
(গ) অবিরাম প্রস্রবন
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) গিজার
৩) আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সময় যে জল নির্গত হয়, তাকে বলে -
(ক) জন্মগত জল
(খ) উৎস্যন্দ জল
(গ) মিটিওরিক জল
(ঘ) ভাদোস জল
উত্তরঃ (খ) উৎস্যন্দ জল
৪) 'জেট বায়ুপ্রবাহ' দেখা যায় -
(ক) উর্ধ্ব ট্রপোস্ফিয়ারে
(খ) উর্ধ্ব স্ট্যাটোস্ফিয়ারে
(গ) উর্ধ্ব মেসোস্ফিয়ারে
(ঘ) স্ট্র্যাটোপজে
উত্তরঃ (ক) উর্ধ্ব ট্রপোস্ফিয়ারে
৫) শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন -
(ক) ই-ডব্লিউ জিমারম্যান
(খ) ভন থুনেন
(গ) আলফ্রেড ওয়েবার
(ঘ) অগাস্ট লশ্
উত্তরঃ (গ) আলফ্রেড ওয়েবার
৬) ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে -
(ক) অ্যাকুইফার
(খ) অ্যাকুইক্লুড
(গ) ভাদোস স্তর
(ঘ) অ্যাকুইটার্ড
উত্তরঃ (গ) ভাদোস স্তর
৭) যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটির অবতারনা করনে তার নাম -
(ক) ওয়েবার
(খ) উইভার
(গ) ভন থুনেন
(ঘ) জিমারম্যান
উত্তরঃ (খ) উইভার
৮) 'স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হলো -
(ক) পডসল
(খ) পলিমাটি
(গ) চারনোজেম
(ঘ) ল্যাটেরাইট
উত্তরঃ (ক) পডসল
৯) আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত -
(ক) কার্পাস বয়ন শিল্পের জন্য
(খ) মোটরগাড়ি নির্মান শিল্পের জন্য
(গ) পেট্রোরসায়ন শিল্পের জন্য
(ঘ) কাগজ শিল্পের জন্য
উত্তরঃ (খ) মোটরগাড়ি নির্মান শিল্পের জন্য
১০) সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে বলে
(ক) গ্রিন ডেটা বুক
(খ) গ্রিন ডেটা কার্ড
(গ) রেড ডেটা বুক
(ঘ) রেড ডেটা কার্ড
উত্তরঃ (গ) রেড ডেটা বুক
১১) মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তরটি হলো -
(ক) A স্তর
(খ) B স্তর
(গ) O স্তর
(ঘ) R স্তর
উত্তরঃ (গ) O স্তর
১২) ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অনস্থিত, তা হলো -
(ক) মৌসুমি জলবায়ু অঞ্চল
(খ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
(গ) তুন্দ্রা জলবায়ু অঞ্চল
(ঘ) মরু জলবায়ু অঞ্চল
উত্তরঃ (খ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
১৩) মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণাবত যে নামে পরিচিত তা হলো -
(ক) টাইফুন
(খ) টরনেডো
(গ) হ্যারিকেন
(ঘ) উইলি উইলি
উত্তরঃ (গ) হ্যারিকেন
১৪) একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে, তা হলো -
(ক) শুষ্ক বিন্দু বসতি
(খ) আর্দ্র বিন্দু বসতি
(গ) রৈখিক বসতি
(ঘ) বর্গাকার বসতি
উত্তরঃ (খ) আর্দ্র বিন্দু বসতি
১৫) ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত, তা হলো -
(ক) দুধ
(খ) মাংস
(গ) ডিম
(ঘ) মাছ
উত্তরঃ (ঘ) মাছ
১৬) 'জীববৈচিত্র্য' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন -
(ক) ওয়ালটার রোজেন
(খ) নরম্যান
(গ) মায়ারস
(ঘ) চার্লস ডারুইন
(ঘ) রবার্ট হুক
উত্তরঃ (ক) ওয়ালটার রোজেন
১৭) কস্টিড সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় -
(ক) পাট শিল্পে
(খ) কার্পাস বয়ন শিল্পে
(গ) কাগজ শিল্পে
(ঘ) লৌহ ইস্পাত শিল্পে
উত্তরঃ (গ) কাগজ শিল্পে
১৮) ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হল -
(ক) কাশ্মীর উপত্যকা
(খ) বোরা গুহা
(গ) ব্লু পার্বত্য অঞ্চল
(ঘ) অজন্তা গুহা
উত্তরঃ (খ) বোরা গুহা
১৯) এল নিনো দেখা যায় -
(ক) আটলান্টিক মহাসাগরে
(খ) প্রশান্ত মহাসাগরে
(গ) ভারত মহাসাগরে
(ঘ) ভূমধ্যসাগরে
উত্তরঃ (খ) প্রশান্ত মহাসাগরে
২০) উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো -
(ক) লৌহ
(খ) ম্যাঙ্গানিজ
(গ) তামা
(ঘ) নাইট্রোজেন
উত্তরঃ (ঘ) নাইট্রোজেন
২১) চিনের যে প্রদেশটি চিনের ধানের আধার নামে পরিচিত তা হলো -
(ক) ইউনান
(খ) জেচুয়ান
(গ) হুনান
(ঘ) হুবেই
উত্তরঃ (গ) হুনান
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
SAQ এর উত্তর দিন
উত্তরমুছুনPlz sir saQ geography answers
উত্তরমুছুনThank you so much for helping us.
উত্তরমুছুন