Madhyamik Bengali ABTA Test Papers 2021-2022 Page 518 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Bengali ABTA Test Papers 2021-2022 Page 518 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

BENGALI

PAGE - 518


বিভাগ - ক


১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ


Bengali Suggestion App : Madhyamik Bengali Suggestion


১.১ তপনের নতুন মেসোমশাইয়ের পেশা ছিল -

(ক) সংবাদপরের চাকরি

(খ) পবিত্র সম্পাদনা

(গ) কলেজে অধ্যাপনা

(ঘ) স্কুলে শিক্ষকতা করা

উত্তরঃ (গ) কলেজে অধ্যাপনা


১.২ "সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি" - সেদিন হরিদা ছিলেন -

(ক) বাউলের ছদ্মবেশে

(খ) কাপালিকের ছদ্মবেশে

(গ) বাইজির ছদ্মবেশে

(ঘ) কোন নারীর ছদ্মবেশে

উত্তরঃ (গ) বাইজির ছদ্মবেশে


১.৩ "তা ছাড়া এর বড়ো বন্ধু" - উক্তিটিতে বন্ধু হলেন -

(ক) ক্রিশ্চান মেয়েটি

(খ) রামদাসের স্ত্রী

(গ) জগদীশবাবুর স্ত্রী

(ঘ) অপূর্ব

উত্তরঃ (ক) ক্রিশ্চান মেয়েটি


১.৪ "শিঞ্জিনী আকর্ষি রোষে" - 'শিঞ্জিনী' শব্দের অর্থ হল -

(ক) আকাশ

(খ) সমুদ্র

(গ) তির

(ঘ) ধনুকের ছিলা

উত্তরঃ (ঘ) ধনুকের ছিলা


১.৫ "সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী" - শেষ পুণ্যবানী হল -

(ক) মঙ্গল করো

(খ) ভালোবাসো

(গ) ক্ষমা করো

(ঘ) বিদ্বেষ ত্যাগ করো

উত্তরঃ (গ) ক্ষমা করো


১.৬ "ছড়িয়ে রইল কাঠকয়লা" - কোথায় ছড়িয়ে ছিল -

(ক) গ্রামে

(খ) রাস্তায়

(গ) উঠোনে

(ঘ) শহরে

উত্তর ঃ (ঘ) শহরে


১.৭ "তাকে ঘিরে লিপিকরের কত না গর্ব" - কাকে ঘিরে?

(ক) পুঁথিকে

(খ) দোয়াতকে

(গ) কলমকে

(ঘ) গ্রন্থাগারকে

উত্তরঃ (ক) পুঁথিকে


১.৮ বেশি বয়সে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন -

(ক) সুকুমার রায় 

(খ) নন্দলাল বসু

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) সত্যজিৎ রায়

উত্তরঃ (গ) রবীন্দ্রনাথ ঠাকুর


১.৯ "আর নয় এর একটা বিহত তাঁকে করতেই হবে" - এখানে যাঁর কথা হয়েছে তিনি হলেন -

(ক) ওয়াটারম্যান

(খ) লর্ড কার্জন

(গ) শেফার্ড

(ঘ) লর্ড মার্টিন

উত্তরঃ (ক) ওয়াটারম্যান


১.১০ 'অনুসর্গ' এক ধরনের -

(ক) বিশেষ পদ

(খ) বিশেষণ পদ

(গ) সর্বনাম পদ

(ঘ) অব্যয় পদ

উত্তরঃ (ঘ) অব্যয় পদ


১.১১ 'উপনগরী' সমাসটি গড়ে উঠেছে -

(ক) সাদৃশ্য অর্থে

(খ) সামীপ্য অর্থে

(গ) পশ্চাৎ অর্থে

(ঘ) বীপ্সা অর্থে

উত্তরঃ (খ) সামীপ্য অর্থে


১.১২ "অপরিচিত ছিল তোমার মানবরূপ" - নিম্নরেখ পদটি কোন্‌ সমাসের উদাহরণ।

(ক) অব্যয়ীভাব

(খ) নঞ তৎপুরুষ

(গ) তৎপুরুষ

(ঘ) কর্মধারয়

উত্তরঃ (খ) নঞ তৎপুরুষ


১.১৩ শব্দ বিভক্তি ব্যবহৃত হয় -

(ক) ধাতুতে

(খ) নামপদে

(গ) কারকে

(ঘ) বচনে

উত্তরঃ (গ) কারকে


১.১৪ 'বলিহারি' তার প্রতিভাকে - নিম্নরেখ পদটি হল -

(ক) কর্তৃকারক

(খ) কর্মকারক

(গ) করণকারক

(ঘ) অধিকারণে কারক

উত্তরঃ (খ) কর্মকারক


১.১৫ একাধিক সমাসবদ্ধ পদ যোগে গঠিত সমাস হল -

(ক) অব্যয়ীভাব

(খ) বাক্যাশ্রীয়

(গ) কর্মধারয়

(ঘ) বহুব্রীহি

উত্তরঃ (খ) বাক্যাশ্রীয়


১.১৬ খেলোয়াড় খেলছে -এখানে 'খেলোয়াড়' হল -

(ক) সমধাতুজ কর্তা

(খ) সমধাতুজ কর্ম

(গ) সমধাতুজ করণ

(ঘ) করণ বীপ্সা

উত্তরঃ (ক) সমধাতুজ কর্তা


১.১৭ কোন সমাসের কবকটি পদই সাধারণত বিশেষ্য হয়?

(ক) কর্মধারয়

(খ) তৎপুরুষ

(গ) দ্বন্ধ

(ঘ) অব্যয়ীভাব

উত্তরঃ (ঘ) অব্যয়ীভাব


Bengali Suggestion App : Madhyamik Bengali Suggestion

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close