Higher Secondary History Class 12 ABTA Test Papers 2021-2022 Page 45
Type Here to Get Search Results !

Higher Secondary History Class 12 ABTA Test Papers 2021-2022 Page 45

ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - AC-45


PART - B


১) প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ


(১) ইতিহাস তত্ত্বের জনক হলেন -

(ক) হেরোডোটাস

(খ) আমির খসরু

(গ) থুকিডিডিস

(ঘ) ইবন খালদুল

উত্তরঃ (গ) থুকিডিডিস


(২) ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ - উক্তিটির প্রবক্তা -

(ক) জ্যাকব গ্রিন্স

(খ) লর্ড রেগনান

(গ) ই এইচ কার

(ঘ) পল থমসন

উত্তরঃ (গ) ই এইচ কার


(৩) 'Myth' শব্দটি এসেছে 'Muthos' নামে -

(ক) রোমান শব্দ থেক

(খ) গ্রীক

(গ) ইংরাজী

(ঘ) ফরাস শব্দ থেকে

উত্তরঃ (খ) গ্রীক


(৪) 'History of British India' গ্রন্থটির লেখক -

(ক) জেমস মিল

(খ) হবসবম

(গ) থুকিডিডিস

(ঘ) ফ্রেডারিক র‍্যাঙ্কে

উত্তরঃ (ক) জেমস মিল


(৫) ভাস্কো-দা-গামা ভারতের _______ বন্দরে পৌঁছান -

(ক) গোয়া

(খ) কালিকট

(গ) কলিকাতা

(ঘ) সুরাট

উত্তরঃ (খ) কালিকট


(৬) পন্ডিচেরি ছিল _________ দের প্রধান ঘাঁটি। -

(ক) ইংরেজ

(খ) পর্তুগীজ

(গ) ফরাসি

(ঘ) ওলন্দাজ

উত্তরঃ (গ) ফরাসি


(৭) ভারতীয় সিভিল সার্ভিসের উদ্যোক্তা ছিলেন -

(ক) লর্ড ডালহৌসি

(খ) লর্ড কর্ণওয়ালিস

(গ) লর্ড রিপন

(ঘ) লর্ড ওয়ারেন হেস্টিংস

উত্তরঃ (খ) লর্ড কর্ণওয়ালিস


(৮) ভারতীয় ব্রিটিশ শাসনের 'ইস্পাত কাঠামো' বলা হত -

(ক) সামরিক বিভাগকে

(খ) পুলিশ বিভাগকে

(গ) অর্থ বিভাগকে

(ঘ) আমলাতন্ত্রকে

উত্তরঃ (ঘ) আমলাতন্ত্রকে


(৯) প্রথম বাংলা সংবাদপত্র হলো -

(ক) সমাচারদর্পণ

(খ) সোমপ্রকাশ

(গ) হিন্দু প্যাট্রিয়ট

(ঘ) বন্দেমাতরম

উত্তরঃ (ক) সমাচারদর্পণ


(১০) 'তুহুফাৎ-উল-মুয়াহি-দিন' এর প্রণেতা -

(ক) স্যার সৈয়দ আহম্মদ খান

(খ) রাজা রামমোহন রায়

(গ) বীরসালিঙ্গম পান্তুলু

(ঘ) গোবিন্দ রানাডে

 উত্তরঃ (খ) রাজা রামমোহন রায়


(১১) 'Metropolitan Institution' এর বর্তমান নাম -

(ক) বিদ্যাসাগর কলেজ

(খ) সেন্ট জেভিয়ার্স কলেজ

(গ) বেথুন কলেজ

(ঘ) বঙ্গবাসি কলেজ

উত্তরঃ (ক) বিদ্যাসাগর কলেজ


(১২) কার নেতৃত্বে 'ভাইকম সত্যাগ্রহ' শুরু হয় -

(ক) শ্রীনারায়ণ গুরুর

(খ) গোবিন্দ রানাডের

(গ) আত্মারাম পান্ডুরঙ্গের

(ঘ) জ্যোতিবা ফুলের

উত্তরঃ (ক) শ্রীনারায়ণ গুরুর


(১৩) চুঁইয়েপড়া নীতির প্রবক্তা -

(ক) মেকলে

(খ) রামমোহন রায়

(গ) লর্ড উইলিয়াম

(ঘ) ডেভিড হেয়ার

উত্তরঃ (ক) মেকলে


(১৪) 'পুনা সর্বাজনিক সভা' গঠিত হয় -

(ক) ১৮৭৫ খ্রীঃ

(খ) ১৮৮০ খ্রীঃ

(গ) ১৮৯০ খ্রীঃ

(ঘ) ১৮৯২ খ্রীঃ

উত্তরঃ উপরের কোনোটিই নয় (১৮৭০ খ্রীঃ)

 

(১৫) ভাইসরয়ের কার্যবির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন -

(ক) সত্যেন্দ্র প্রসন্ন সিংহ

(খ) গুরুদাস ব্যানার্জী

(গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) উমেশচন্দ্র ব্যানার্জী

উত্তরঃ (ক) সত্যেন্দ্র প্রসন্ন সিংহ


(১৬) ১৯৩২ খ্রীঃ -এ 'সাম্প্রদায়িক বাঁটোয়ারা' নীতি ঘোষণা করেন -

(ক) মন্টেগু

(খ) ওয়েলিংটন

(গ) ক্লিমেন্ট এটলি

(ঘ) রামসে ম্যাকডোনাল্ড

উত্তরঃ (ঘ) রামসে ম্যাকডোনাল্ড


(১৭) 'হরিজন' পত্রিকা প্রকাশ করেন -

(ক) গান্ধীজী

(খ) নেহরু

(গ) বল্লভাই প্যাটেল

(ঘ) বি আর আম্বেদকর

উত্তরঃ (ক) গান্ধীজী


(১৮) রাওলাট কমিশনের অপর নাম হল -

(ক) সিডিসন কমিশন

(খ) সাইমন কমিশন

(গ) অ্যাকওয়ার্থ কমিশন

(ঘ) হুইটলি কমিশন

উত্তরঃ (ক) সিডিসন কমিশন


(১৯) 'ক্রীপস প্রস্তাবটি ছিল একটি ভেঙে পড়া ব্যাঙ্কের উপর ফেল পড়া এক চেক কাটার শামিল'। এই উক্তিটি করেন -

(ক) গান্ধীজী

(খ) নেতাজী

(গ) স্বামীজী

(ঘ) জওহরলাল নেহরু

উত্তরঃ (ক) গান্ধীজী


(২০) 'রাশিদ আলি দিবস' পালিত হয় -

(ক) ২ জানুয়ারী

(খ) ১২ ফেব্রুয়ারী

(গ) ১৬ মার্চ

(ঘ) ২২ মে

উত্তরঃ (খ) ১২ ফেব্রুয়ারী


(২১) 'দেশ ভাগ হল এক দৈব দুর্বিপাকে' উক্তিটি করেন -

(ক) আবুল কালাম আজাদ

(খ) মহাত্মা গান্ধী

(গ) জহরলাল নেহরু

(ঘ) বল্লভাই প্যাটেল

উত্তরঃ (ক) আবুল কালাম আজাদ


(২২) 'এশিয়াবাসীদের জন্য এশিয়া' শ্লোগান তুলেছিলেন -

(ক) ভারত

(খ) চীন

(গ) ফ্রান্স

(ঘ) হল্যান্ড

উত্তরঃ উপরের কনোটিই নয় (জাপান)


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. স্যার, ইতিহাসের abta(h.s) এর বাকি পেজগুলোর mcq এবং saq প্রশ্নের উত্তর গুলো তাড়াতাড়ি পাঠালে খুব উপকৃত হয় এবং ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো.

    উত্তরমুছুন

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close