Higher Secondary History Class 12 ABTA Test Papers 2021-2022 Page 31
Type Here to Get Search Results !

Higher Secondary History Class 12 ABTA Test Papers 2021-2022 Page 31

ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - AC-31


PART - B


১। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ


(১) ইতিহাস তত্ত্বের জনক ছিলেন -

(ক) হেরোডোটাস

(খ) আমির খসরু

(গ) থুকিডিডিস

(ঘ) ইবন খালদুন

উত্তরঃ (গ) থুকিডিডিস


(২) পুরাণ বিষয়ক বিদ্যাকে কী বলা হয়? -

(ক) মিথোলজি

(খ) সাইকোলজি

(গ) জুলজি

(ঘ) ফিজিওলজি

উত্তরঃ (ক) মিথোলজি


(৩) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও ঃ

স্তম্ভ-১

স্তম্ভ-২

(১) উত্তমাশা অন্তরীপ

(ক) ফার্দিনান্দ

(২) কালিকট বন্দর

(খ) ভাস্কোদাগামা

(৩) আমেরিকা

(গ) বার্থলোমিউ দিয়াজ

(৪) ফিলিপিন্স দ্বীপপুঞ্জ

(ঘ) কলম্বাস

উত্তরঃ

স্তম্ভ-১

স্তম্ভ-২

(১) উত্তমাশা অন্তরীপ

(গ) বার্থলোমিউ দিয়াজ

(২) কালিকট বন্দর

(খ) ভাস্কোদাগামা

(৩) আমেরিকা

(ঘ) কলম্বাস

(৪) ফিলিপিন্স দ্বীপপুঞ্জ

(ক) ফার্দিনান্দ

বিকল্প সমূহ ঃ

(ক) (১) - (গ), (২) - (খ), (৩) - (ঘ), (৪) - (ক) 

(খ) (১) (গ), (২) - (ক), (৩) - (খ), (৪) - (ঘ)

(গ) (১) - (গ), (২) - (ঘ), (৩) - (ক), (৪) - (খ)

(ঘ) (১) - (ক), (২) - (খ), (৩) - (গ), (৪) - (ঘ) 

উত্তরঃ (ক) (১) - (গ), (২) - (খ), (৩) - (ঘ), (৪) - (ক) 


(৪) 'নিউ ওয়ার্ল্ড' বা 'নতুন বিশ্ব' বলা হয় -

(ক) রাশিয়াকে

(খ) জাপানকে

(গ) জার্মানিকে

(ঘ) আমেরিকাকে

উত্তরঃ (ঘ) আমেরিকাকে


(৫) আলজেরিয়া কোন্‌ দেশের উপনিবেশ ছিল? -

(ক) ইংল্যান্ড

(খ) জার্মানি

(গ) ফ্রান্স

(ঘ) স্পেন

উত্তরঃ (গ) ফ্রান্স


(৬) ভারতে রায়ওয়ারি বন্দোবস্ত চালু হয় -

(ক) ১৮২০ খ্রীঃ

(খ) ১৮২২ খ্রীঃ

(গ) ১৮৯৩ খ্রীঃ

(ঘ) ১৭৯৩ খ্রীঃ

উত্তরঃ (ক) ১৮২০ খ্রীঃ


(৭) শিমনোসিকির চুক্তি স্বাক্ষর করে -

(ক) চিন ও জাপান

(খ) চিন ও জার্মানি

(গ) চিন ও রাশিয়া

(ঘ) চিন ও ব্রিটেন

উত্তরঃ (ক) চিন ও জাপান


(৮) "The History of British India" গ্রন্থটির লেখক -

(ক) মেকলে

(খ) বেন্টিঙ্ক

(গ) জেরেমি বেন্থাম

(ঘ) জেমস মিল

উত্তরঃ (ঘ) জেমস মিল


(৯) 'সত্যশোধক সমাজ' প্রতিষ্ঠা করেন -

(ক) শ্রীনারায়ণ গুরু

(খ) বীরসালিঙ্গম

(গ) জ্যোতিরাও ফুলে

(ঘ) দয়ানন্দ সরস্বতী

উত্তরঃ (ঘ) দয়ানন্দ সরস্বতী


(১০) বিধবা বিবাহ আইন পাশ হয় -

(ক) ১৮৫৬ খ্রীঃ

(খ) ১৭২৯ খ্রীঃ

(গ) ১৮৯৯ খ্রীঃ

(ঘ) ১৮৭১ খ্রীঃ

উত্তরঃ (ক) ১৮৫৬ খ্রীঃ


(১১) AITUC-র প্রথম সভাপতি ছিলেন -

(ক) লালা হরদয়াল

(খ) লালা লাজপত রায়

(গ) এম এন রায়

(ঘ) কল্পনা দত্ত

উত্তরঃ (খ) লালা লাজপত রায়


(১২) কোল বিদ্রোহের নেতৃত্ব দেন -

(ক) বুদ্ধ ভগত

(খ) বীরসা মুন্ডা

(গ) সিধু

(ঘ) দুর্জন সিং

উত্তরঃ (ক) বুদ্ধ ভগত


(১৩) রাওলাট কমিশনের অপর নাম হলো -

(ক) সিডিশন কমিশন

(খ) সাইমন কমিশন

(গ) অ্যাকওয়ার্থ কমিশন

(ঘ) হুইটলি কমিশন

উত্তরঃ (ক) সিডিশন কমিশন


(১৪) ভাইকম সত্যাগ্রহ শুরু হয় -

(ক) উত্তর ভারতে

(খ) দক্ষিণ ভারতে

(গ) পূর্ব ভারতে

(ঘ) পশ্চিম ভারতে

উত্তরঃ (খ) দক্ষিণ ভারতে


(১৫) পঞ্চাশের মন্বন্তরের সময় বাংলার বড়োলাট ছিলেন -

(ক) লর্ড ওয়াভেল

(খ) লর্ড চেমস ফোর্ড

(গ) লর্ড আরইউন

(ঘ) লর্ড রিপন

উত্তরঃ (ক) লর্ড ওয়াভেল


(১৬) 'Divide and Rule' ব্রিটিশ সরকার চালু করে -

(অ) সাম্রাজ্য রক্ষার জন্য

(আ) ভারতীয়দের উন্নয়নের জন্য

(ই) জাতীয়তাবাদকে দুর্বল করার জন্য

(ঈ) মুসলিমদের তোষণ করার জন্য

বিকল্প উত্তরঃ 

(ক) অ, ই, ঈ ঠিক

(খ) অ, আ, ঈ ঠিক

(গ) অ, আ, ই ঠিক আর ঈ ভুল

(ঘ) অ, ই, ঈ ঠিক আর আ ভুল

উত্তরঃ (ঘ) অ, ই, ঈ ঠিক আর আ ভুল


(১৭) পুনা চুক্তি স্বাক্ষরিত হয় -

(ক) ১৯৩২ খ্রীঃ

(খ) ১৯৩১ খ্রীঃ

(গ) ১৯২৯ খ্রীঃ

(ঘ) ১৯৪২ খ্রীঃ

উত্তরঃ (ক) ১৯৩২ খ্রীঃ


(১৮) প্রথম বাংলা সংবাদপত্র হলো -

(ক) সমাচারদর্পণ

(খ) দিগ্‌দর্শন

(গ) হিন্দু পেট্রিয়ট

(ঘ) বন্দেমাতরম্‌

উত্তরঃ (ক) সমাচারদর্পণ


(১৯) পিটের ভারত শাসন আইন পাশ হয় -

(ক) ১৭৭২ খ্রীঃ

(খ) ১৭৮২ খ্রীঃ

(গ) ১৭৮৪ খ্রীঃ

(ঘ) ১৭৯৪ খ্রীঃ

উত্তরঃ (গ) ১৭৮৪ খ্রীঃ


(২০) চিনে পর্তুগিজদের বাণিজ্য ঘাঁটি ছিল -

(ক) ক্যান্টন

(খ) সাংহাই

(গ) ম্যাকাও

(ঘ) সানটুং

উত্তরঃ (গ) ম্যাকাও


(২১) "Wealth of Nation" গ্রন্থটির লেখক -

(ক) অ্যাডাম স্মিথ

(খ) হিল

(গ) কোল রের্ত

(ঘ) অমর্ত সেন

উত্তরঃ (ক) অ্যাডাম স্মিথ


(২২) আফ্রিকাতে কারা প্রথম উপনিবেশ স্থাপন করে? -

(ক) ইংরেজরা

(খ) ফরাসিরা

(গ) পোর্তুগিজরা

(ঘ) ওলন্দাজরা

উত্তরঃ (খ) ফরাসিরা


(২৩) জালিনওয়ালাবাগ অবস্থিত -

(ক) মিরাটে

(খ) অমৃতসরে

(গ) লাহোরে

(ঘ) দিল্লীতে

উত্তরঃ (খ) অমৃতসরে


(২৪) ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোন্‌টি? -

(ক) মাদ্রাজ লেবার ইউনিয়ন

(খ) AITUC

(গ) CITU

(ঘ) এ গুলির কোন্‌টি নয়

উত্তরঃ (ক) মাদ্রাজ লেবার ইউনিয়ন


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close